আজ বুধবার বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে স্টারলিংকের ইন্টারনেট–সেবা চালু করা হয়েছে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট প্রাঙ্গণ থেকে ইলন মাস্কের মালিকানাধীন স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করা গেছে।

স্টারলিংকের ইন্টারনেট সেবায় সর্বোচ্চ ২২০ ও সর্বনিম্ন ১৭০ এমবিপিএস গতি পাওয়া গেছে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বসিলা ব্রিজে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত, দুই যাত্রী আহত

রাজধানী ঢাকার বসিলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ওই অটোরিকশার দুই যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে বসিলা ব্রিজে এই দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশাচালকের নাম সাদিকুল ইসলাম। আহত দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ ট্রাকটি জব্দ করেছে, তবে ট্রাকচালক পালিয়ে গেছেন। 

ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত নিবন্ধ