প্রিমিয়ার লিগের তিন ক্লাবের চোখ রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো গোয়েসের দিকে। ম্যানচেস্টার সিটি একাধিকবার রদ্রিগোর জন্য প্রস্তাব দিয়েছে। তবে রিয়াল ও রদ্রিগো ওই প্রস্তাব নাকোচ করে দিয়েছেন। 

সংবাদ মাধ্যমে খবর, লিভারপুল রদ্রিগোকে কিনতে আগ্রহী। আগামী গ্রীষ্মকালীন মৌসুমে লুইস দিয়াজকে ছেড়ে দিতে পারে তারা। এমনকি ডারউইন নুনিয়েজকেও বিক্রি করে দিতে পারে। ওই জায়গা পূরণে রদ্রিগো তাদের প্রথম পছন্দ। যদিও দলবদলের বাজারে মোটা অঙ্কের অর্থ খরচে বরাবরই অনীহা রয়েছে অল রেডসদের। 

এবার সংবাদ মাধ্যম ফিকাজেস দাবি করেছে, প্রিমিয়ার লিগে সেরা চারের লড়াইয়ে থাকা চেলসি রদ্রিগো গোয়েসের জন্য ১২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রস্তুত করছে। লন্ডনের ক্লাবটির বিশ্বাস, আগামী গ্রীষ্মে তারা রদ্রিগোকে দলে ভেড়াতে পারবে। 

রিয়াল মাদিদে রদ্রিগো তার পছন্দের পজিশনে খেলতে পারেন না। তিনি মূলত লেফট উইঙ্গার। ওই পজিশনে মাঝে মধ্যে সুযোগ পেয়ে রিয়ালে ভালোও করেছেন তিনি। কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের কারণে লেফট উইঙ্গে খেলার সুযোগ পান না ব্রাজিলিয়ান নাম্বার টেন। আবার স্ট্রাইকার পজিশনে সুযোগ পাননা কিলিয়ান এমবাপ্পের কারণে। 

রদ্রিগোকে তাই খেলতে হয় একেবারের অপছন্দের পজিশন রাইট উইঙ্গে। কখনো তাকে সেন্ট্রাল মিডফিল্ডেও খেলানো হয়। অথচ ফুটবল বিশ্লেষকরা মনে করেন, রদ্রিগোর যে প্রতিভা ও টেকনিক্যালি তিনি এতো নিঁখুত যে ইউরোপের বড় কোন ক্লাবের প্রধান ফুটবলার হওয়া উচিত তার। ২০২৬ বিশ্বকাপের কথা চিন্তা করে রদ্রিগো রিয়াল ছাড়লে অবাক হওয়ার কিছু থাকবে না।  

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ টবল দলবদল প রস ত ব

এছাড়াও পড়ুন:

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটারজুটে যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়। 

হাইওয়ে পুলিশ  জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ। 

সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে। 

ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল। 

নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না। 

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। 

হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ