চীনের ‘হাত মেলানোর’ প্রস্তাব প্রত্যাখান অস্ট্রেলিয়ার
Published: 10th, April 2025 GMT
মার্কিন শুল্কের বিরুদ্ধে লড়াইয়ে চীনের ‘হাত মেলানোর’ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে অস্ট্রেলিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) অস্ট্রেলিয়া মার্কিন শুল্ক মোকাবেলায় বেইজিংয়ের একসাথে কাজ করার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছে, তারা তাদের বাণিজ্যকে বৈচিত্র্যময় করে তুলবে এবং তাদের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীনের ওপর নির্ভরতা কমিয়ে আনবে।
অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, “বিশ্বে চলমান যেকোনো প্রতিযোগিতার ক্ষেত্রে আমরা চীনের সঙ্গে হাত মিলিয়ে থাকব না।” তিনি চীনা রাষ্ট্রদূতের বাণিজ্যে ‘হাত মেলানোর’ প্রস্তাবের কথা উল্লেখ করে এ কথা বলেন।
আরো পড়ুন:
চীন বাদে সব দেশের ওপর নতুন শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
চীনে নার্সিং হোমে আগুন, ২০ জনের মৃত্যু
অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী বলেন, “আমরা সেটি করছি না। আমরা যা করছি তা হলো অস্ট্রেলিয়ার জাতীয় স্বার্থ অনুসরণ করা এবং বিশ্বজুড়ে আমাদের বাণিজ্যকে বৈচিত্র্যময় করা।”
তিনি বলেন, “অস্ট্রেলিয়া ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, ভারত, ব্রিটেন এবং মধ্যপ্রাচ্যের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার করে তার অর্থনৈতিক স্থিতিস্থাপকতা তৈরি করবে।”
দ্য এজ পত্রিকায় একটি মতামত কলামে, অস্ট্রেলিয়ায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জিয়াও কিয়ান অস্ট্রেলিয়ার প্রতি বহুপাক্ষিক বিশ্ব বাণিজ্য ব্যবস্থা রক্ষার জন্য বেইজিংয়ের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
জিয়াও বলেন, “নতুন পরিস্থিতিতে, চীন বিশ্বের পরিবর্তনের সাথে যৌথভাবে সাড়া দেওয়ার জন্য অস্ট্রেলিয়া এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে হাত মিলিয়ে যেতে প্রস্তুত।”
গতকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ করা শুল্ক নাটকীয়ভাবে স্থগিত করেন। তবে তিনি চীনের ওপর শুল্ক আরো বাড়িয়ে ১২৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের এই পদক্ষেপ বিশ্বের দুটি বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্য যুদ্ধকে আরো বাড়িয়ে তুলেছে।
বিষয়টি অস্ট্রেলিয়ার জন্য ঝুঁকি তৈরি করতে পারে, দেশটি তার পণ্যের প্রায় এক তৃতীয়াংশ চীনে পাঠায়। মার্কিন যুক্তরাষ্ট্রে অস্ট্রেলিয়ার মোট পণ্য রপ্তানির ৫ শতাংশেরও কম।
অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করে বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য প্রধান অর্থনীতির মধ্যে শুল্ক এবং অন্যান্য বাণিজ্য বিধিনিষেধ নিয়ে চলমান অনিশ্চয়তা দেশটির ব্যবসায়িক বিনিয়োগ এবং গৃহস্থালি ব্যয়ের ওপর শীতল প্রভাব ফেলতে পারে।
ট্রাম্প অস্ট্রেলিয়ার ওপর একতরফা ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যা অন্যান্য দেশের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা পারস্পরিক শুল্কের সর্বনিম্ন স্তর।
প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা মিত্র অস্ট্রেলিয়ার ওপর শুল্কের ‘কোনো যুক্তিসঙ্গত ভিত্তি নেই’। তার সরকার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে না।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প রস ত ব র ওপর শ
এছাড়াও পড়ুন:
চাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেল ঘোষণা, আছেন হিন্দুধর্মাবলম্বী প্রার্থীও
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। তাদের প্যানেলের নাম ‘সম্প্রীতি শিক্ষার্থী জোট’। আজ বৃহস্পতিবার বেলা তিনটায় ক্যাম্পাসের জারুলতলায় প্যানেল ঘোষণা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ সম্পাদক সাইদুল ইসলাম।
এই প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ও ইতিহাস বিভাগের এমফিলের শিক্ষার্থী ইব্রাহিম হোসেন। সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক ও ইতিহাস বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী সাঈদ বিন হাবিব। সহসাধারণ সম্পাদক (এজিস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহজালাল হলের সভাপতি ও ফিন্যান্স বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন। কার্যনির্বাহী সদস্যপদে লড়বেন সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের আকাশ দাশ।
কেন্দ্রীয় মানবসম্পদ সম্পাদক সাইদুল ইসলাম বলেন, ‘আমাদের প্যানেলটি অন্তর্ভুক্তিমূলক। এখানে ভিন্নধর্মী যেমন আছেন, ঠিক তেমনি নারী শিক্ষার্থীরাও জায়গা পেয়েছেন।’
প্যানেল ঘোষণা অনুষ্ঠানে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ আলী বলেন, ‘ছাত্রদল আমাদের সহযোদ্ধা ছিল। কিন্তু এখন তারা অহেতুক অভিযোগ করছে।’
প্যানেলে আরও যাঁরাখেলাধুলা ও ক্রীড়াবিষয়ক সম্পাদকে মোহাম্মদ শাওন, সহখেলাধুলা ও ক্রীড়াবিষয়ক সাম্পাদক শাহপরাণ মারুফ, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদকে হারেজুল ইসলাম, সহসাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদকে জিহাদ হোসেইন, দপ্তর সম্পাদকে আবদুল্লাহ আল নোমান, সহদপ্তর সম্পাদকে জান্নাতুল আদন, ছাত্রীকল্যাণ সম্পাদকে নাহিমা আক্তার, সহ–ছাত্রীকল্যাণ সম্পাদকে জান্নাতুল ফেরদাউস, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সংম্পাদকে মাহবুবুর রহমান, গবেষণা ও উন্নয়ন সম্পাদকে তানভীর আঞ্জুম, সমাজসেবা ও পরিবেশ সম্পাদকে তাহসিনা রহমান, স্বাস্থ্য সম্পাদকে আফনান হাসান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদকে মোনায়েম শরীফ, ক্যারিয়ার ডেভলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদকে মেহেদি হাসান, যোগাযোগ ও আবাসন সম্পাদকে ইসহাক ভূঁইয়া, সহযোগাযোগ ও আবাসন সম্পাদকে ওবায়দুল সালমান, আইন ও মানবাধিকার সম্পাদকে তাওহিদ রাব্বি, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদকে মাসুম বিল্লাহ। এ ছাড়া আছেন নির্বাহী সদস্যপদে জান্নাতুল ফেরদাউস সানজিদা, সালমান ফারসি ও সোহানুর রহমান, আদনান শরিফ।
আরও পড়ুনচাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা, ভিপি পদে লড়বেন দর্শন বিভাগের সাজ্জাদ হোসেন১ ঘণ্টা আগে