ভারতের আলোচিত হিন্দি সিরিয়াল ‘সিআইডি’। মাঝখানে ছয় বছর বিরতির পর গত বছরের ডিসেম্বরে অনেকটা চমকে দিয়ে স্মৃতিজাগানিয়া সিরিয়ালটি ফিরিয়েছে সনি টিভি। সিরিজটি প্রচারের মাঝেই সনি টিভি জানায়, জনপ্রিয় ‘এসিপি প্রদ্যুমন’ চরিত্রের মৃত্যু ঘটছে। অনেকেই তখন বিভ্রান্ত হয়েছিলেন চরিত্রটিতে অভিনয় করা শিবাজী সত্যম বুঝি মারা গেছেন! আর সে কারণেই বর্তমানে চর্চায় আছে এটি। তার মাঝেই নতুন বিতর্কে নাম জড়াল সিরিয়ালটির। ‘সিআইডি’র বিরুদ্ধে চুরির অভিযোগ এনেছেন এক গ্রাফিতি শিল্পী।
সিআইডিতে এখনকার পর্বে এখন দেখানো হচ্ছে এসিপি প্রদ্যুমনকে, যারা খুন করেছে, তাদের খোঁজার চেষ্টা করছে বাকি টিম। মুম্বাই শহরজুড়ে কিছু ইঙ্গিতবহ গ্রাফিতি দেখা যাচ্ছে, সেগুলোর উৎস এবং অর্থ খুঁজছে দয়া এবং অভিজিৎ। আর সেই গ্রাফিতিগুলোই নাকি চুরি করে ব্যবহার করা হয়েছে এই শোয়ে!
গত সোমবার মুম্বাইয়ের এক গ্রাফিতি শিল্পী মুজ গ্রাফিতি তাঁর ইনস্টাগ্রামে প্রমাণসহ একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে সিআইডি সিরিয়ালে তাঁর কাজ চুরি করে ব্যবহার করা হয়েছে। যেখানে ভঙ্গ করা হয়েছে কপিরাইট আইন।
ভিডিও পোস্ট করে ইনস্টাগ্রামে এ শিল্পী লেখেন, ‘প্রথমে খুব খুশি হয়েছিলাম, কারণ শৈশব থেকেই আমার ঘরে এ শো দেখা হয়েছে। আর সেখানেই নিজের কাজ দেখতে পাওয়া অনেক আনন্দের বিষয়। কিন্তু এখানে শুধু আমার নয়, অনুমতি ছাড়া আরও কিছু শিল্পীর কাজ ব্যবহার করা হয়েছে। নিজেরা কোনো শিল্পীকে দিয়ে কাজটা না করে ইউটিউব থেকে চুরি করে ব্যবহার করেছে।’
এই ঘটনায় কোনো আইনি পদক্ষেপ নেবেন কি না জানাননি এ শিল্পী। তবে তার ভিডিওর মন্তব্যে অনেক নেটিজেন তাকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন। বিষয়টি নিয়ে এখনো নিজেদের অবস্থান পরিষ্কার করেনি সনি টিভি। তবে এখন ভিডিওটি ওই শিল্পীর প্রোফাইলে দেখা যাচ্ছে না বলে জানিয়েছে, নিউজ ১৮।
উল্লেখ্য, ‘সিআইডি’তে এসিপি প্রদ্যুমনের বদলে এসেছেন পার্থ সামথন। পার্থকে এসিপি প্রদ্যুমনের চরিত্রে নয়, দেখা যাবে এসিপি অংশুমান নামে নতুন একটি চরিত্রে।
সিরিয়ালটি দিয়ে বেশ কয়েক বছর পর ছোট পর্দায় ফিরছেন পার্থ সামথন। এর আগে হিট শো ‘কাইসি ইয়ে ইয়ারিয়ান’-এ অভিনয় করে পরিচিতি পান। তাঁকে শেষবার ‘কসৌটি জিন্দেগি কে’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র কর স আইড
এছাড়াও পড়ুন:
ঢাকা ওয়াসার এমডি পদে নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার রুলসহ এ আদেশ দেন।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে তিন বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য গত ১৪ জুলাই বিজ্ঞপ্তি দেয় কার্যসম্পাদন সহায়তা কমিটি। চুক্তিভিত্তিক নিয়োগের ওই বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে ঢাকা ওয়াসার সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. লিয়াকত আলী গত মাসের শেষ দিকে রিটটি করেন।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও মুস্তাফিজুর রহমান খান এবং আইনজীবী মো. মামুনুর রশীদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন মো. আবদুল ওয়াহাব।
রিট আবেদনকারীর আইনজীবী মো. মামুনুর রশীদ প্রথম আলোকে বলেন, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য গত ১৪ জুলাই প্রকাশিত ওই বিজ্ঞপ্তি কেন আইনগত কর্তৃত্ববর্হিভূত ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে ওই নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করা হয়েছে।
তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন মো. আবদুল ওয়াহাব।