শিশুর গলায় কিছু আটকে গেলে দ্রুত দুইটি কাজ করতে পারেন
Published: 11th, April 2025 GMT
খাবার খাওয়ার সময় শিশুর গলায় খাবার আটকে যেতে পারে। আবার অনেক সময় ছোট ছোট খেলনা, পয়সা, বা অন্য কোনো জিনিসও শিশু গিলতে গিয়ে গলায় বাঁধিয়ে ফেলতে পারে। এই অবস্থায় অস্থির না হয়ে পর পর দুইটি কাজ করা জরুরি।
সাব্বির আহমেদ, পোস্ট ডক্টরাল সাইন্টিস্ট একটি পডকাস্টে বলেন, ‘‘খাবার খাওয়ার সময় অনেক সময় শিশুদের গলায় খাবার আটকে যায়। মারা যাওয়ার ঘটনাও ঘটে। শিশুকে প্রথমে এক হাতের তালুতে উপুর করে নিতে হবে। মাথাটা যেন একটু নিচের দিকে থাকে। তারপর আরেক হাতের তালু দিয়ে শিশুর পিঠে কয়েকবার চাপ দিতে হবে। এভাবে চাপ দেওয়াকে বলা হয় ‘Back Blow’। ব্যাক ব্লো এর ফলে শিশুর ফুসফুসে ভাইব্রেশন এবং বা কম্পন সৃষ্টি হয়। যার ফলে খাদ্যনালীতে আটকে যাওয়া জিনিসটা বের হয়ে আসতে পারবে।’’
আরো পড়ুন:
কীভাবে বুঝবেন শিশু অটিজমের লক্ষণ বহন করছে
সন্তান যেন সুখী হয়
বুকের মাঝ বরাবর চাপ দিতে হবে। ছবি: সংগৃহীত
সাব্বির আহমেদ আরও বলেন,‘‘পাঁচ বার ব্যাক ব্লো দেওয়ার পরে যদি ভেতরে আটকে যাওয়া জিনিসটি বের হয়ে না আসে, তাহলে আরেকটি কাজ করতে হবে। শিশুকে চিৎ করে তারপরে দুই আঙুল দিয়ে শিশুর বুকের মাঝ বরাবর প্রেসার দিতে হবে। এটা করতে ফুসফুসের ভেতরে যে বাতাস থাকে সেই বাতাসটা উপরের দিকে একটা চাপ সৃষ্টি করে। ফলে ভেতের আটকে থাকা খাবার বা জিনিস বের হয়ে আসবে।’’
চার পাঁচ বার বুকে চাপ দেওয়ার পরেও যদি আটকে যাওয়া জিনিস বের হয়ে না আসে, তাহলে দ্রুত শিশুকে হাসপাতালে নিয়ে যেতে হবে।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মনোনয়ন দৌড়ে এবারও হেরে গেলেন মনির খান
জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান— যার কণ্ঠে প্রেম, ব্যথা আর প্রার্থনার সুরে ভেসেছে একটি প্রজন্ম। তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী শুধু গানে নয়, রাজনীতিতেও সক্রিয় ছিলেন দীর্ঘদিন ধরে।
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন মনির খান। ঝিনাইদহ-৩ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন এই কণ্ঠশিল্পী। কিন্তু শেষপর্যন্ত প্রার্থী তালিকায় জায়গা হয়নি তার। সেই আসনে দল মনোনয়ন দিয়েছে মেহেদী হাসান রনিকে।
আরো পড়ুন:
নির্বাচন: বিএনপির যে প্রার্থীদের সঙ্গে লড়বেন এনসিপির শীর্ষ নেতারা
বিএনপির প্রার্থী তালিকায় নেই তারকারা
মনোনয়ন না পেলেও মনির খান প্রতিক্রিয়া দিয়েছেন ইতিবাচকভাবে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “অভিনন্দন মেহেদী হাসান রনি, ঝিনাইদহ-৩-এ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। শুভকামনা রইল।”
শিল্পীর এই পোস্টে প্রশংসা করেছেন ভক্তরা। রাজনীতিতেও তার সংযম ও সৌজন্যতা তুলে ধরেছেন অনেকেই।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারকাদের মনোনয়ন পাওয়া নিয়ে গুঞ্জন থাকলেও শেষপর্যন্ত বিএনপির ঘোষিত ২৩৭ আসনের প্রার্থী তালিকায় কোনো শিল্পী বা অভিনেতার নাম নেই। মনির খানের পাশাপাশি মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বেশি আলোচিত ছিলেন নায়ক উজ্জ্বল ও হেলাল খান, কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা ও বেবী নাজনীন।
ঢাকা/রাহাত/রাসেল