নিখোঁজের পরদিন ভেসে উঠল সাম্পান মাঝির মরদেহ
Published: 11th, April 2025 GMT
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নিখোঁজ সাম্পান মাঝি জাবেদ আহমেদের (৪৫) মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে কর্ণফুলী নদীর বোয়ালখালী হামির চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জাবেদ আহমেদ কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দানু মেম্বার বাড়ির মৃত শরীফ আলীর ছেলে।
গত ৯ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে জাহাজের সঙ্গে নোঙর করা ইঞ্জিনচালিত কাঠের নৌকা ছুটে গেলে সেটি আটকাতে নদীতে ঝাঁপ দেন মাঝি জাবেদ। এরপর নৌ-পুলিশ ও স্বজনরা নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার হদিস পায়নি। পরে একই স্থানে তার মরদেহ ভেসে ওঠে।
সদরঘাট নৌ থানার ইনচার্জ একরাম উল্লাহ বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। স্বজনদের অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: মরদ হ
এছাড়াও পড়ুন:
৬ মিনিটেই ইতিহাসে সালাহ, কেইনের লাগল ৬৩ মিনিট
চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুমে স্কোরলাইনে নাম লেখাতে দেরি করেননি মোহাম্মদ সালাহ—সময় নিয়েছেন মাত্র ৬ মিনিট। অ্যানফিল্ডে গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারায় লিভারপুল। ম্যাচের ৬ মিনিটের মধ্যে গোল করানোর পাশাপাশি মিসরীয় ফরোয়ার্ড নিজেও একটি গোল করেন। আর তাতেই দারুণ এক রেকর্ড গড়েছেন লিভারপুল কিংবদন্তি।
আরও পড়ুনকেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব৫ ঘণ্টা আগে৪ মিনিটে সালাহর ফ্রি–কিক লিভারপুল লেফট ব্যাক অ্যান্ড্রু রবার্টসনের পায়ে লেগে জালে জড়ায়। দুই মিনিট পরই বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন সালাহ। ‘অপ্টা’ জানিয়েছে, সালাহ চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে কোনো ইংলিশ ক্লাবের হয়ে ম্যাচের প্রথম ৬ মিনিটের মধ্যে গোল করার পাশাপাশি গোল করালেন। যেকোনো ক্লাবের হিসাবে সালাহ এই তালিকায় তৃতীয়। এর আগে মারিয়ানো বোমবার্দা ও করিম বেনজেমা প্রথম ৬ মিনিটের মধ্যে গোল করার পাশাপাশি গোল করিয়েছেন।
আতলেতিকোর বিপক্ষে গোল পেয়েছেন সালাহ