১৭ বছর পর ফতুল্লার ডিআইটি মাঠে বিএনপির সমাবেশ
Published: 11th, April 2025 GMT
আগামীকাল শনিবার নারায়ণগঞ্জের ফতুল্লা ডিআইটি মাঠে সমাবেশ করবে ফতুল্লা থানা বিএনপির নেতাকর্মীরা। আওয়ামী লীগের শাসনামলে দীর্ঘ ১৭ বছর ঐতিহাসিক এই মাঠে সমাবেশ করতে দেয়া হয়নি বিএনপিকে।
প্রায় দেড় দশক সময় পর এই মাঠে সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। সর্বশেষ ২০০৮ সালে ফতুল্লা ডিআইটি মাঠে বেগম খালেদা জিয়া নির্বাচনী জনসভায় ফতুল্লা ডিআইটি মাঠের জনসভায় এসেছিলেন। সেটাই ছিলো ফতুল্লা ডিআইটি মাঠে বিএনপির যে কোন পর্যায়ের সমাবেশ।
আগামীকাল শনিবার বিকেল তিনটায় ফতুল্লা থানার ডিআইটি মাঠে সমাবেশ করবে ফতুল্লা থানা বিএনপি। সমাবেশকে ঘিরে ফতুল্লা থানা বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। ফতুল্লা থানার পাঁচ ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে, উপস্থিত থাকবেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব।
সমাবেশে সভাপতিত্ব করবেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু এবং সঞ্চালনায় থাকবেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ব এনপ র ড আইট
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় পয়:নিস্কাশন ড্রেন থেকে মরদেহ উদ্ধার
ফতুল্লায় ৪৮ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ মে) সকালে ফতুল্লার শিহাচর নূর মসজিদ সংলগ্ন পয়:নিস্কাশন ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে ড্রেন থেকে অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৪৮ বছর হবে।
তার বিস্তারিত নাম পরিচয় জানার চেষ্টা চলছে। তার পড়নে লুঙ্গি ও শার্ট ছিল। প্রাথমিকভাবে শরীরের কোথাও আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায় নি। ধারণা করা হচ্ছে, গতকাল রাতে কোনো একসময় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।