কুমিল্লা শহরের একটি বেসরকারি হাসপাতালে রোগীর শরীরে দেওয়া হলো ৩৪ হাজার টাকা দামের ইনজেকশন। তবে ইনজেকশন দেওয়ার পর বোতলের লেবেল খুলে দেখা গেল, ভেতরে আছে মাত্র চার হাজার টাকার একটি ওষুধ।

কুমিল্লার ‘মুন স্পেশালাইজড হসপিটাল’-এ ঘটনাটি ঘটেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যা নিয়ে জেলা জুড়ে চলছে সমালোচনার ঝড়।

ভুক্তভোগী রোগীর মেয়ে ফারজানা আক্তার বিথী জানান, তিনি ছয় মাস ধরে তার মাকে ডা.

মো. আশরাফ উল মতিন (সাগর)-এর অধীনে চিকিৎসা করাচ্ছেন। গত শনিবার (৫ এপ্রিল) তার মাকে নিয়ে ওই চিকিৎসকের কাছে যান। কিছু পরীক্ষার পর চিকিৎসক জানান, রোগীর হাড় অত্যন্ত দুর্বল হয়ে গেছে এবং এটি অস্টিওপরোসিস পর্যায়ে পৌঁছেছে।

চিকিৎসক Aclasta 5mg নামের একটি ইনজেকশন প্রেস্ক্রাইব করেন, যার দাম বাজারে প্রায় ৩৮ হাজার টাকা বলে তিনি দাবি করেন। তবে চিকিৎসকের সহকারী বিজয় সরকার ইনজেকশনটি ৩৪ হাজার ৫০০ টাকায় সরবরাহ করবেন বলে জানান। চিকিৎসক তার সহকারীর মোবাইল নম্বরটি প্রেসক্রিপশনের পিছনে লিখে দেন এবং তার মাধ্যমেই ইনজেকশন প্রয়োগের কথা বলেন।

পরিকল্পনা অনুযায়ী, ১০ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে রোগীকে নিয়ে তারা হাসপাতালে যান। কিছু ওষুধ কিনে আনার পর চিকিৎসকের সহকারী বিজয় সরকার ইনজেকশন প্রয়োগ করেন। তবে ইনজেকশনের আসল বোতল না দিয়ে মোড়ক দেখিয়ে বলেন, ‘এটাই প্যাকেট, ছবি তুলে পাঠিয়ে দিন। ইনজেকশন দিয়ে ফেলি, আমার তাড়া আছে।’

ইনজেকশন প্রয়োগের পর যখন রোগীর মেয়ে ফারজানা আক্তার বিথী ইনজেকশনের বোতলটি চেয়ে নেন, তখন দেখা যায় সেটি Aclasta নয়, বরং অন্য একটি ইনজেকশন যার বাজারমূল্য মাত্র ৪ হাজার ৮০০ টাকা। এসময় তারা বোতলটি জোর করে নিয়ে নেন এবং মোবাইলে ভিডিও করে পুরো প্রক্রিয়া ধারণ করেন।

পরবর্তীতে তারা ডা. আশরাফ উল মতিন ও হাসপাতাল ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করলেও কেউ তেমন সাড়া দেননি। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ওষুধ একই, শুধু নামের পার্থক্য। প্রকৃতপক্ষে বোতলের ওপর নতুন স্টিকার লাগিয়ে ভুয়া ওষুধ চালিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর পরিবারের।

এ বিষয়ে ডা. আশরাফ উল মতিন বলেন, “ঘটনার সময় আমি চেম্বারে ছিলাম না। ঘটনাটি আমার সহকারী নিজেই ঘটিয়েছে। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

মুন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আব্দুল বাকি আনিসকে ফোন দিলেও তিনি ফোন ধরেননি।

এ বিষয়ে কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নুর মো. বশির আহমেদ বলেন, “আমার কাছে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঢাকা/রুবেল/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইনজ কশন প র র ইনজ কশন র সহক র চ ক ৎসক

এছাড়াও পড়ুন:

পঞ্চগড়ে বিবাহবিচ্ছেদের চার দিনের মাথায় লাউখেত থেকে নারীর লাশ উদ্ধার

পঞ্চগড়ে স্বামীর মৃত্যুর দুই বছর পর সন্তানদের রেখে গোপনে বিয়ে করে ঘর ছেড়েছিলেন এক নারী। দ্বিতীয় বিয়ের প্রায় এক মাস পর বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। এ ঘটনার চার দিনের মাথায় বাড়ির পাশের লাউখেত থেকে ওই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের ধামোর মধ্যপাড়া এলাকার একটি লাউখেত থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তাঁর নাম তানজিনা আক্তার (৩৫)। তিনি ওই এলাকার বাসিন্দা।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তানজিনার দ্বিতীয় স্বামী মিনাল হোসেনের বাবা দিলু হোসেনকে (৫৫) হেফাজতে নিয়েছে আটোয়ারী থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, তানজিনা আক্তারের প্রথম স্বামী মজিবর রহমান প্রায় দুই বছর আগে মারা যান। তাঁদের দুটি ছেলে আছে। এর মধ্যে প্রায় এক মাস আগে স্থানীয় যুবক মিনাল হোসেনকে (২৭) গোপনে বিয়ে করে পার্শ্ববর্তী মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর বাজার এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন তাঁরা। এর পর থেকেই মিনালকে ছেড়ে দিতে তানজিনার ওপর চাপ দিতে থাকে মিনালের পরিবার। গত ৩০ অক্টোবর তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এর পর থেকেই মিনালকে এলাকায় দেখা যায়নি।

পুলিশ জানায়, আজ সকালে ধামোর-মধ্যপাড়া এলাকার একটি লাউখেতে কয়েকজন লাউ তুলতে গিয়ে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দাদের জানান। এ সময় স্বজনেরা সেখানে গিয়ে লাশটি তানজিনার বলে শনাক্ত করেন। খবর পেয়ে বারঘাটি পুলিশ তদন্তকেন্দ্র ও আটোয়ারী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম সরকার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, প্রাথমিক সুরতহালে ওই নারীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তাঁর মৃত্যুর কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত নিবন্ধ