সংস্কার ছাড়া নির্বাচন দিলে চাঁদাবাজরাই ক্ষমতায় আসবে: ফয়জুল করীম
Published: 11th, April 2025 GMT
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, “স্বাধীনতার পর সব রাজনৈতিক দলকেই ক্ষমতায় দেখেছি, দেখেছি সবার দুর্নীতি। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কেউই এর বাইরে নয়। দুর্নীতিতে বিএনপি পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। এদেশে নির্বাচন করতে হলে আগে সংস্কার চাই। সংস্কার ছাড়া নির্বাচন দিলে চাঁদাবাজরাই আবার ক্ষমতায় আসবে।”
শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর বাস টার্মিনালে রায়পুর উপজেলা ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ফয়জুল করীম বলেন, “নৈতিক অবক্ষয়ের কারণে জুলাই অভ্যুত্থানের রক্ত আজ বিফলের পথে। স্বাধীনতার এতো বছরেও জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি। সমাজে সাম্য প্রতিষ্ঠিত হয়নি, মানবিক মর্যাদা শূন্যের কোটায়।”
তিনি আরো বলেন, “শাসকরা নিজেদের আঙ্গুল ফুলিয়ে কলাগাছ বানালেও কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। ছাত্ররা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে, অথচ শিক্ষাঙ্গন এখনো দলীয় ক্যাডারদের দখলে।”
ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, “আমরা ২০২৫-এর নতুন বাংলায় আর কোনো বৈষম্য দেখতে চাই না। ফ্যাসিবাদের কবর রচিত হোক অঙ্গীকার।”
আন্তর্জাতিক ইস্যুতে তিনি বলেন, “ফিলিস্তিন ও গাজায় বছরের পর বছর ধরে যে অমানবিক নির্মমতা চলছে, তা মানবতার জন্য এক কলঙ্কময় অধ্যায়। বিগত কয়েকদিনে হাজার হাজার নিরীহ নারী-শিশু হত্যা করা হয়েছে। এই দৃশ্য সহ্য করা যায় না। অবিলম্বে সেখানে হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ওআইসি ও আরব লীগসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর জরুরি পদক্ষেপ নেওয়া উচিত।”
সম্মেলনে ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দলটির লক্ষ্মীপুর জেলার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলাওয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মহিউদ্দীন, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা মোখলেছুর রহমান, ছাত্র আন্দোলনের সভাপতি মো.
ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিশ্বের শীর্ষ ১০ আইকনিক ফুটবল স্টেডিয়াম
১সিগনাল ইদুনা পার্ক | ডর্টমুন্ড, জার্মানি সিগনাল ইদুনা পার্ক