কক্সবাজারের কুতুবদিয়া থেকে দেশে তৈরি দুটি শর্ট গান, তিন রাউন্ড গুলি ও তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়। বৃহস্পতিবার রাতে কুতুবদিয়ার উত্তর ধূরুং ইউনিয়নের আকবর বলী পাড়া এলাকার একটি বাড়িতে এ অভিযান চালানো হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বপূর্ণ এলাকাগুলোয় কাজ করছে নৌবাহিনী।

এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে চালানো অভিযানে দিল মোহাম্মদ রায়হান নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার বাড়ি তল্লাশি করে অস্ত্র–গুলি পাওয়া যায়। পরবর্তীতে জব্দ অস্ত্র ও গুলিসহ তাকে কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: অভ য ন আটক

এছাড়াও পড়ুন:

রেকর্ড গড়েই জিততে হবে ইংল্যান্ডকে

হেডিংলিতে সিরিজ শুরুর ম্যাচটি দুর্দান্ত এক রান তাড়ায় জিতেছিল ইংল্যান্ড। ৩৭১ রানের লক্ষ্য ইংল্যান্ড পেরিয়েছিল ৫ উইকেট হাতে রেখেই।

সিরিজের শেষটাও কি শুরুর মতোই করতে পারবে ইংলিশরা? প্রথম টেস্টের মতো শেষ টেস্টেও যে ম্যাচ জিততে বড় রানই তাড়া করতে হবে ইংল্যান্ডকে, গড়তে হবে নতুন ইতিহাসও। ৩৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ১ উইকেটে ৫০ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে ইংল্যান্ড। বেন ডাকেট ৩৪ রান নিয়ে উইকেটে আছেন।

যশস্বী জয়সোয়ালের সেঞ্চুরি উদ্‌যাপন

সম্পর্কিত নিবন্ধ