কুষ্টিয়া সদর উপজেলায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল আটটার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলের চালক আহত হয়েছেন।

নিহত দুজন হলেন কুষ্টিয়া সদর উপজেলার দুর্বাচারা গ্রামের নয়ন ইসলাম (৩০) ও শালঘর-মধুয়া এলাকার রনি ইসলাম (২৫)। আহত মোটরসাইকেল চালকের নাম মিজানুর রহমান। তাঁরা কুষ্টিয়ার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল আটটার দিকে বটতৈল মাঠপাড়া এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে একটি দল সেখানে পৌঁছায়। ঘটনাস্থল থেকে নিহত দুজনের লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা আরদেশ আলী বলেন, তিনজন একটি মোটরসাইকেলে করে কুষ্টিয়া শহরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় কুষ্টিয়া থেকে গড়াই পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে খুলনার উদ্দেশে যাচ্ছিল। বটতৈল মাঠপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি ডান পাশ দিয়ে একটি গাড়িকে ওভারটেক করার সময় উল্টো পথে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

ঢাকার গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে মার্কেটের পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের স্টেশন অফিসার এবং মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম রাইজিংবিডিকে বলেন,  ফায়ার সার্ভিসের কর্মীরা  সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন, “সকাল ১০টার দিকে আগুন লাগার খবর আসে। খুব অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।” 

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। তবে আগুন লাগার খবর পেয়ে ভিড় করে উৎসুক জনতা ও ব্যবসায়ীরা। 

ঘটনাস্থলে এখনো কাজ করছে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী।

ঢাকা/রায়হান/ইভা 

সম্পর্কিত নিবন্ধ