নাটোরের আদালতের মালখানা থেকে চুরি হওয়া নগদ ৬১ লাখ টাকা, ১৬ ভরি সোনা ও ১৯ কেজি রূপার মধ্যে কিছু মালামাল উদ্ধার করেছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে মালখানার তালা ভেঙে চুরির ঘটনা ঘটে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, “শুক্রবার (১১ এপ্রিল) রাত থেকে শনিবার (১২ এপ্রিল) দুপুর পর্যন্ত সার্কিট হাউস এলাকার ড্রেন থেকে ২৪ লাখ টাকা ১০ ভরি সোনা ও ১৯ কেজি রূপা উদ্ধার হয়েছে। চুরি হওয়া অবশিষ্ট মালামাল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”

বৃহস্পতিবার রাতের কোনো এসময় মালখানার তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। বিষয়টি শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কোর্ট পুলিশের নজরে আসে। পরে সদর থানা পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাত জনকে হেফাজতে নেয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান শুরু করে।

অপরদিকে এই ঘটনায় কোর্ট পুলিশের একজন উপপরির্দশক ও এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশের একাধিক সূত্র। তবে বরখাস্তের বিষয়টি জানতে চেয়ে পুলিশ সুপার আমজাদ হোসাইনের মোবাইলে ফোন দিলে তিনি কোনো কথা না বলে ফোন কেটে দেন।

ঢাকা/আরিফুল/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নর্ডিক স্কলারশিপে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ

উত্তর ইউরোপের দেশগুলোর আগ্রহী শিক্ষার্থীদের জন্য গবেষণার সুযোগ নিয়ে এসেছে নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬। এই প্রোগ্রাম ঘোষণা করেছে সুইডেনের নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউট (NAI)। সামাজিক বিজ্ঞান ও মানবিক বিষয়ে যাঁরা আফ্রিকান স্টাডিজ বা সমসাময়িক আফ্রিকা নিয়ে গবেষণা করছেন, তাঁদের জন্য এই আন্তর্জাতিক বৃত্তি উন্মুক্ত।

এই বৃত্তির মাধ্যমে সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক ও আইসল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় বা গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষকেরা এক মাসের জন্য নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউটে গবেষণার সুযোগ পাবেন। এই প্রোগ্রাম আবেদনকারীর নাগরিকত্বের ওপর নির্ভরশীল নয়। মূল লক্ষ্য হলো, আফ্রিকা–বিষয়ক গবেষণায় নর্ডিক অঞ্চলে সক্ষমতা বৃদ্ধি করা এবং নর্ডিক গবেষকদের মধ্যে সহযোগিতার নেটওয়ার্ক তৈরি করা।

নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬–এর শেষ তারিখ আগামী ১২ অক্টোবর ২০২৫।

সম্পর্কিত নিবন্ধ