বাংলাদেশের অন্যতম বৃহৎ এইচভিএসি সলিউশন প্রদানকারী প্রতিষ্ঠান ট্রাইটেক বিল্ডিং সার্ভিসেস লিমিটেড সম্প্রতি দেশের অন্যতম পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফকির ফ্যাশন লিমিটেড-এর জন্য একটি পরিবেশবান্ধব এয়ার কন্ডিশনিং সিস্টেম সরবরাহ ও বাস্তবায়ন করেছে। অত্যাধুনিক, এনার্জি সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব এই কুলিং সিস্টেমটি ফকির ফ্যাশনের উৎপাদন কার্যক্রমে কার্যকরভাবে যুক্ত হয়, যা টেকসই শিল্পায়ন ও কার্বন নিঃসরণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফকির ফ্যাশন লিমিটেড নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত, যা প্রতিদিন প্রায় ২০ হাজার কর্মী নিয়ে তাদের উৎপাদন কার্যক্রম পরিচালনা করে। প্রতিষ্ঠানটি বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের জন্য পোশাক তৈরি করে এবং সবসময় পরিবেশবান্ধব প্রযুক্তির প্রতি অঙ্গীকারবদ্ধ।

ট্রাইটেক এই প্রকল্পে উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করেছে, যা গ্যাস ইঞ্জিনের জ্যাকেট ওয়াটার থেকে চিলড ওয়াটার উৎপাদন করে। যা সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেমে ব্যবহৃত হয়। এতে বিদ্যুৎ খরচ কম হওয়ার পাশাপাশি কার্বন নিঃসরণ হ্রাস করছে। এর ফলে ফকির ফ্যাশন ইতোমধ্যে যে পরিবেশগত সুফল পাচ্ছে, তা বছরে প্রায় ৫০ হাজার প্রাপ্তবয়স্ক গাছের সমপরিমাণ কার্বন হ্রাসে সহায়ক।

প্রথম পর্যায়ে, ফকির ফ্যাশন তাদের ৯ লাখ ৬৫ হাজার বর্গফুট কারখানার মধ্যে ২৮ হাজার ৫০০ বর্গফুট এলাকায় এই কুলিং সিস্টেম বাস্তবায়ন করেছে। ভবিষ্যতে, তারা পুরো শিল্প ইউনিটে এই পরিবেশবান্ধব প্রযুক্তির সম্প্রসারণের পরিকল্পনা করছে। সংবাদ বিজ্ঞপ্তি

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. আরিফুল। শুক্রবার বেলা এগারোটার দিকে তিনি ভবন থেকে পড়ে যান বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক নিংতম বলেন, বেলা এগারোটার দিকে কয়েকজন ওই শ্রমিককে নিয়ে আসেন। অবস্থা গুরুতর দেখে তখনই তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

নির্মাণাধীন ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোমিনুল করিম শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, ভবনটির নির্মাণকাজ বর্তমানে বন্ধ রয়েছে। তবে কিছু শ্রমিক ওই ভবনে থাকেন। দুপুরের দিকে তিনি জানতে পারেন একজন শ্রমিক ভবন থেকে পড়ে গেছেন। তাঁকে এনাম মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। সন্ধ্যাবেলায় তাঁকে জানানো হয় ওই শ্রমিক মারা গেছেন।

তবে এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার সুলতান প্রথম আলোকে বলেন, জাহাঙ্গীরনগর থেকে একজন রোগীকে আনা হয়েছিল। উনি ছাদ থেকে পড়ে গেছেন বলে জানানো হয়। মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।

শুক্রবার রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমি আধা ঘণ্টা আগে খবর পেয়েছি। সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছি। এমন একটি ঘটনা আমাদের আগে জানানো হয়নি কেন, তা জিজ্ঞাসা করেছি। বিষয়টি প্রো-ভিসি (এডমিন) দেখছেন।’

সম্পর্কিত নিবন্ধ