কুফা ভেবে মাঠে যেতেন না বাবা, গিয়েই দেখলেন ছেলের রেকর্ড সেঞ্চুরি
Published: 13th, April 2025 GMT
উড়ন্ত শুরু যাকে বলে, সেটিই করেছিলেন অভিষেক শর্মা। প্রথম ৮ বলের ৬টিকেই বাউন্ডারিতে পাঠিয়ে তুলে ফেলেছিলেন ২৮ রান। কিন্তু নবম বলে আরেকটি বাউন্ডারি মারতে গিয়েই গড়বড়, সরাসরি ফিল্ডারের হাতে ক্যাচ। সানরাইজার্স হায়দরাবাদের সব সমর্থকের উচ্ছ্বাস থেমে গেল মুহূর্তেই।
তবে অন্য অনেকের চেয়ে একটু বেশিই খারাপ লাগল রাজ কুমার শর্মার। অভিষেক যে তাঁর ছেলে! আগে কখনো আইপিএলে ছেলের খেলা দেখতে মাঠে আসেননি। আজ প্রথম এলেন, আর ছেলেও আউট হয়ে গেল শুরুতেই! রাজ কুমার শর্মা নিজের ওপরই ক্ষুব্ধ হলেন—কুফা বাবা মাঠে আছে বলেই ছেলের ইনিংসটা বড় হলো না।
শনিবার রাতে হায়দরাবাদ-পাঞ্জাব কিংস ম্যাচে অভিষেক ২৮ রানে আউট হননি। মাঠ ছেড়েছেন আইপিএলে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ১৪১ রানের ইনিংসের রেকর্ড গড়ে। তবে অভিষেকের বাবা রাজ কুমার শর্মার কথাগুলো মিথ্যাও নয়।
হায়দরাবাদের ব্যাটিংয়ে ইনিংসের চতুর্থ ওভারেই যশ ঠাকুরের বলে ক্যাচ তুলেছিলেন অভিষেক। তবে বলটি নো হওয়ায় বেঁচে যান এই বাঁহাতি। এরপরই একের পর চার-ছক্কার বাউন্ডারিতে করেন সেঞ্চুরি, গড়েন আইপিএল রেকর্ড।
বাবা ও মায়ের মাঝে অভিষেক শর্মা।.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিএনপির আস্থায় দুই বেয়াই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এ তালিকায় স্থান পেয়েছেন গয়েশ্বর চন্দ্র রায় ও নিতাই রায় চৌধুরী।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরো পড়ুন:
বিএনপির মনোনয়ন পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই নেতা
পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময়
ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা-৩ আসনে প্রার্থী হয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। অপরদিকে, মাগুরা-২ আসনে ধানের শীষে লড়বেন নিতাই রায় চৌধুরী।
গয়েশ্বর চন্দ্র রায়ের ছেলে অমিতাভ রায়ের সঙ্গে নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায়ের বিয়ে হয়েছে। তারা সম্পর্কে দুজন বেয়াই।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।
ঢাকা/রাজীব