৩ বছরের শিশু ধর্ষণের শিকার, গ্রেপ্তার ৭৫ বছরের বৃদ্ধ
Published: 13th, April 2025 GMT
অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজে গিয়েছিলেন মা। বাক ও শ্রবণ প্রতিবন্ধী বাবাও ছিলেন বাইরে। সুযোগবুঝে এ দম্পতির সাড়ে তিন বছরের মেয়েশিশুর ওপর যৌন নিপীড়ন চালিয়েছে প্রতিবেশী এক বৃদ্ধ। বৃহস্পতিবার বিকেলে শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের কারারপাড় গ্রামে ঘটে এই ঘটনা। শেরপুরের একটি বেসরকারি হাসপাতালে দুই দিনের চিকিৎসা শেষে রোববার বাড়িতে নেওয়া হয়েছে ভুক্তভোগী শিশুটিকে।
মেয়েটির মায়ের ভাষ্য, বৃহস্পতিবার বিকেলে বাড়ি ফিরে দেখেন তাঁর শিশুসন্তান রান্নাঘরে গড়াগড়ি করে কান্না করছে। তখন আকারে-ইঙ্গিতে ঘটনাটি জানায়। তীব্র ব্যথায় কাতর মেয়েকে নিয়ে শেরপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
সেখানে শিশুটির চিকিৎসার তত্ত্বাবধান করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের অধ্যাপক ডা.
বেসরকারি হাসপাতাল সূত্র জানিয়েছে, শিশুটির প্রজনন অঙ্গে ক্ষত দেখা গেছে। দুইদিন সেখানে চিকিৎসা দেওয়া হয়েছে। রোববার পরিবার তাকে বাড়ি নিয়ে গেছে।
প্রতিবেশীদের ভাষ্য, বৃহস্পতিবার বিকেলে শিশুটির বাড়িতে গিয়ে পানি খেতে চায় একই এলাকার মো. আজিজুল হক (৭৫)। এ সময় বাড়িতে কেউই ছিল না। মেয়েটির হাত থেকে গ্লাসের পানি পান করার পর রান্নাঘরে নিয়ে যৌন নিপীড়ন চালায় সে। এ ঘটনা জানাজানি হলে আজিজুল ও তার পরিবার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়। কিন্তু স্থানীয় লোকজন শনিবার আজিজুলকে আটক করে পুলিশে তুলে দেয়। আজ রোববার শিশুটির মা শ্রীবরদী থানায় মামলা করেন।
থানার ওসি মো. আনোয়ার জাহিদ বলেন, মামলায় আজিজুলকে গ্রেপ্তার দেখিয়ে এদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় গণমাধ্যমকর্মী তারেক আবদুল্লাহ রানা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘সাড়ে তিন বছরের শিশু পর্যন্ত ৭৫ বছরের বৃদ্ধের যৌন নিপীড়ন থেকে রেহাই পাচ্ছে না। সমাজে অসভ্যতা-বর্বরতা দিন দিন বাড়ছে। কোথায় এর শেষ– জানি না।’
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বৈদ্যুতিক গাড়ির জন্য নতুন ধরনের ব্যাটারি তৈরি করছে ফোর্ড
কম খরচে দীর্ঘ পথ যেতে সক্ষম বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য লিথিয়াম ম্যাঙ্গানিজ রিচ (এলএমআর) সেলযুক্ত ব্যাটারি তৈরি করছে ফোর্ড। নতুন এ ব্যাটারি ভবিষ্যতে বৈদ্যুতিক গাড়ির সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। ফোর্ডের ইলেকট্রিফাইড প্রপালশন ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক চার্লস পুন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মিশিগানের রোমুলাসে অবস্থিত আয়ন পার্ক ব্যাটারি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে বিশেষ প্রযুক্তির মাধ্যমে লিথিয়াম ম্যাঙ্গানিজ সমৃদ্ধ এলএমআর ব্যাটারি তৈরি করা হচ্ছে।
ফোর্ডের তথ্যমতে, এলএমআর ব্যাটারির শক্তির ঘনত্ব নিকেল ব্যাটারির তুলনায় বেশি। তাই নতুন ব্যাটারি কাজে লাগিয়ে দীর্ঘ পথ চলতে পারবে বৈদ্যুতিক গাড়ি। নতুন ব্যাটারির বিষয়ে চার্লস পুন বলেছেন, ‘ফোর্ড প্রথমে নিকেল-ম্যাঙ্গানিজ-কোবাল্ট (এনএমসি) ব্যাটারি তৈরি করেছে। এরপর ২০২৩ সালে তৈরি করেছে লিথিয়াম-আয়রন-ফসফেট এলএফপি ব্যাটারি। এবার আসছে এলএমআর ব্যাটারি। আমরা এই দশকের মধ্যেই এলএমআর ব্যাটারির উৎপাদন বাড়াতে চাই। ফোর্ডের ভবিষ্যৎ মডেলের গাড়িতে এই ব্যাটারি ব্যবহারের জন্য কাজ চলছে।’
সায়েন্স ডাইরেক্ট সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, লিথিয়াম-সমৃদ্ধ ম্যাঙ্গানিজভিত্তিক ক্যাথোড উপকরণ ৩০ বছর আগে আবিষ্কৃত হয়েছে। নিকেল ও কোবাল্টের অনুপস্থিতির কারণে এসব ব্যাটারির শক্তির ঘনত্ব বেশি।
সূত্র: ইনসাইড ইভিস