জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) অধীনে চালু হচ্ছে চীনা ভাষা কোর্স।
কোর্সটি চালু হবে আগামী জুলাই মাস থেকে। এ লক্ষ্যে জবি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কনফুসিয়াস ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা স্মরক স্বাক্ষরিত হয়েছে।
রবিবার (১৩ এপ্রিল) জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমে উপস্থিতিতে ঢাবি কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক (চীনা ভাষা) ড.
এ সময় ড. ইয়ং হুই বলেন, “চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমরা দুই দেশের সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরো দৃঢ় করতে চীনা ভাষা শিক্ষার উদ্যোগ নিয়েছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সর্বোচ্চ সহযোগিতা করেছে।”
চীনা ভাষা কোর্স বাস্তবায়নের কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন পরিচালক অধ্যাপক ড. নাসির আহমাদ বলেন, “বর্তমানে চীন ও বাংলাদেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক যেভাবে এগোচ্ছে, তাতে চীনা ভাষা শিক্ষা সময়োপযোগী। এর মাধ্যমে কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচন করবে।”
জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। ভবিষ্যতে জবির দ্বিতীয় ক্যাম্পাসে একটি পূর্ণাঙ্গ কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।”
জবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. মেজবাহ-উল-আজম সওদাগরের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন, গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক, ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউটের মি. ইয়িন জু, মি. রাও জিহাও প্রমুখ।
ঢাকা/হাসান/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।