রাজধানী ঢাকার একাধিক অভিজাত ও ঘনবসতিপূর্ণ অঞ্চলে ওয়াসার সরবরাহ করা পানিতে পোকা ও অজানা জীবাণুযুক্ত উপাদান পাওয়া যাওয়ার ঘটনায় জনমনে চরম উদ্বেগ, আতঙ্ক ও ক্ষোভের সঞ্চার হয়েছে। কল্যাণপুর, তেজগাঁও, মালিবাগ, মগবাজার, মধুবাগ, বাসাবো, মানিকনগর, খিলগাঁও তিলপাপাড়া, তারাবাগ প্রভৃতি এলাকায় দীর্ঘ এক মাসের অধিক সময় ধরে বাসিন্দারা ব্যবহৃত পানিতে লালচে, কালচে ও সাদা রঙের আধা ইঞ্চি দীর্ঘ বিভিন্ন জাতের পোকা, লার্ভা ও অনুচ্চার্য বস্তুকণা আবিষ্কার করছেন।
এই পানি জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি এবং যেকোনো সভ্য নগররাষ্ট্রে এটি কল্পনাতীত। যে পানি ব্যবহারের জন্য প্রতিদিন করভারে জর্জরিত নাগরিকেরা মূল্য পরিশোধ করছেন, সেই পানিই যদি জীবাণুবাহী ও পোকাপূর্ণ হয়, তবে নাগরিক অধিকারের মৌল ভিত্তি কোথায়? এমন পরিস্থিতিতে ওয়াসার দায়সারাভাবে দায় এড়ানোর প্রচেষ্টা আরও হতাশাব্যঞ্জক ও দায়িত্বহীনতা নির্দেশ করে।
কল্যাণপুরের মসজিদ গলি, যেখানে ২৭টি আবাসিক ভবনের মধ্যে অন্তত ১৫টি বাড়ির পানিতে নিয়মিতভাবে পোকা পাওয়া যাচ্ছে, সেই বাস্তবতায় ওয়াসার বক্তব্য যে ট্যাংক পরিষ্কার করলেই সমস্যার অবসান হবে—তা বাস্তব সত্যের সঙ্গে সাংঘর্ষিক। বহু বাসিন্দা স্বপ্রণোদিতভাবে ভূগর্ভস্থ ও ছাদের পানির ট্যাংক পরিষ্কার করিয়েও কোনো সুফল পাননি। একাধিক অভিযোগ জানানোর পরও কর্মপর্যায়ে গাফিলতি ও প্রতিকারহীনতা প্রকটভাবে প্রতিভাত।
অন্যদিকে মুগদা, মানিকনগর, খিলগাঁও তিলপাপাড়ায় যে ধরনের পোকা—কখনো লাল কেঁচোর মতো, কখনো সুতার মতো লার্ভা দেখা যাচ্ছে, তা সাধারণ পরিচ্ছন্নতাজনিত অবহেলার কারণে হয়নি; বরং এটি ওয়াসার পানি শোধনাগার ব্যবস্থায় অন্তর্নিহিত কোনো ত্রুটি বা সংকটের সুস্পষ্ট ইঙ্গিত দেয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা যে সায়েদাবাদ পানি শোধনাগারের দিকেই সন্দেহ করছেন, তা প্রকারান্তরে সমস্যার গভীরতা ও পরিধিকে স্বীকার করে।
ঢাকা ওয়াসা কর্তৃপক্ষের প্রতি আমাদের আহ্বান—সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সংকট নিরসনের জন্য অবিলম্বে সার্বিক তদারকি, গবেষণাভিত্তিক কারণ নিরূপণ ও সমন্বিত প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক। প্রয়োজনে পানি শোধনাগারসমূহে স্বাধীন বিশেষজ্ঞ প্যানেল দ্বারা পূর্ণাঙ্গ পর্যালোচনা পরিচালনা করা হোক এবং প্রতিটি ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ভিত্তিতে জল নমুনা পরীক্ষার মাধ্যমে দায় নির্ধারণ করে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা হোক।
এটি কেবল একটি প্রশাসনিক ব্যর্থতা নয়, এটি একটি মৌলিক মানবাধিকার সংকট। নাগরিকের সুস্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের অব্যাহত নিষ্ক্রিয়তা যদি চলতেই থাকে, তবে ভবিষ্যতে তার পরিণতি ভয়াবহতর হতে বাধ্য। এখনই সময়, সংকটকে স্বীকার করে দায়িত্বশীলতার সঙ্গে তা নিরসনে সর্বশক্তি নিয়োগ করার। অতীব জরুরি এই কর্তব্য পালনে একটুও বিলম্ব অনুচিত ও অমার্জনীয়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক র কর
এছাড়াও পড়ুন:
রাইজিংবিডিতে সংবাদ প্রকাশ: ডেরা রিসোর্টের লাইসেন্স বাতিল
মানিকগঞ্জের ঘিওরের বালিয়াখোড়ায় অবস্থিত ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের নানা অনিয়ম নিয়ে রাইজিংবিডিতে ‘কবরস্থানে হরিণের খামারসহ নানা অনিয়মের আখড়া ডেরা রিসোর্ট’ শিরোনামে সংবাদ প্রকাশের পর প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করেছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়। একইসঙ্গে ডেরা রিসোর্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে মানিকগঞ্জের জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সহকারী নিয়ন্ত্রক (সিনিয়র সহকারী সচিব) শেখ রাশেদুজ্জামান স্বাক্ষরিত এক নির্দেশনা পত্রে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টার ২০২২ সালের ১৮ ডিসেম্বর লাইসেন্স প্রাপ্তির আবেদন করেন। নানা অনিয়মের কারণে তাদের লাইসেন্স নামঞ্জুর করা হয়েছে। রিসোর্টের লাইসেন্স না থাকায় প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
২০২৫ সালের ১৪ জানুয়ারি ‘ফসলি জমি দখল করে ডেরা রিসোর্ট নির্মাণ, বিপাকে কৃষক’; ১৯ মার্চ ‘ছাড়পত্র ছাড়াই চলছে ডেরা রিসোর্ট, তদন্ত কমিটি গঠন’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশ করে রাইজিংবিডি। গত ১৩ সেপ্টেম্বর ‘কবরস্থানে হরিণের খামারসহ নানা অনিয়মের আখড়া ডেরা রিসোর্ট’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশের পর বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় ডেরার লাইসেন্স নামঞ্জুর করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
সুশাসনের জন্য নাগরিক মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি অধ্যাপক ইন্তাজ উদ্দিন বলেন, “অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডিতে ডেরা রিসোর্ট নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোতে সাধারণ মানুষের ক্ষোভ ও ভোগান্তি তুলে ধরা হয়েছে। প্রতিবেদক অনুসন্ধান করে ডেরা রিসোর্টের নানা অনিয়ম তুলে এনেছেন। প্রতিবেদন প্রকাশের পর প্রশাসন লাইসেন্স বাতিল করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে এটি ভালো উদ্যোগ। তবে এসব নির্দেশনা কাগজে কলমের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়ন করাটাই বড় কাজ। নির্দেশনা বাস্তবায়ন হলে সুশাসন নিশ্চিত হবে।”
মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, “মন্ত্রণালয়ের নির্দেশনার কপি পেয়েছি। সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের ব্যবস্থাপক ওমর ফারুক বলেন, “লাইসেন্সের বিষয়ে কোন নোটিশ এখনও পাইনি আমরা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়েও জানা নেই। যদি লাইসেন্স বাতিল করে থাকে, তাহলে আমরা আইনিভাবে বিষয়টি সমাধান করব।”
এ বিষয়ে জানতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এশিউর গ্রুপের অঙ্গসংগঠন ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শেখ সাদীর মোবাইলে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
ঢাকা/চন্দন/এস