পুলিশে ২০০০ কনস্টেবল নিয়োগ: লিখিত ও মৌখিক পরীক্ষার প্রস্তুতিতে যা করণীয়
Published: 15th, April 2025 GMT
বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৬৪ জেলা থেকে ২ হাজার প্রার্থী নিয়োগ দেওয়া হবে। আবেদন শেষে বিভিন্ন জেলার প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, শারীরিক সহনশীলতা পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা আলাদাভাবে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে কয়েকটি জেলায় পরীক্ষা নেওয়া হয়েছে। আরও কয়েকটি জেলার পরীক্ষা নেওয়া বাকি রয়েছে।
কনস্টেবল হিসেবে নিয়োগ পেতে চাইলে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি লিখিত এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় পাস করতে হবে। শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের ওপর মোট ৪৫ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। আর লিখিত পরীক্ষায় পাস করলে ১৫ নম্বরের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার প্রস্তুতির জন্য করণীয় সম্পর্কে এখানে আলোচনা করা হলো।
আরও পড়ুনপুলিশে ২০০০ কনস্টেবল নিয়োগ, কোন জেলায় কত শূন্য পদ১৩ এপ্রিল ২০২৫লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য করণীয়বাংলা—
ব্যাকরণ ও রচনায় দক্ষতা বাড়াতে নিয়মিত অনুশীলন করুন। বাগধারা, সমাস, বিপরীত শব্দের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর মনোযোগ দিন। রচনার ক্ষেত্রে সঠিক কাঠামো অনুসরণ করে লিখুন এবং অনুবাদে বাংলা ও ইংরেজি শব্দভান্ডার উন্নত করুন।
ইংরেজি—
ব্যাকরণের মূল বিষয়গুলো যেমন টেন্স, ভয়েস, ন্যারেশন, পার্টস অব স্পিচ পরিষ্কারভাবে আয়ত্ত করুন। দৈনিক ইংরেজি পত্রিকা পড়ুন এবং শব্দভান্ডার বৃদ্ধি করুন। অনুবাদে দক্ষতা অর্জন করতে বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা অনুবাদ করুন।
গণিত—
নিয়মিত গণনার অনুশীলন করুন, বিশেষ করে লাভ-ক্ষতি, শতকরা, বর্গমূল, অনুপাত-সমানুপাত, বেসিক বীজগণিত ও জ্যামিতির মতো সমস্যা। প্রতিটি সমস্যার সমাধানের আগে সূত্রগুলো ভালোভাবে মনে রাখুন এবং সঠিক কৌশল অনুসরণ করুন।
আরও পড়ুনপল্লী উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ, ৩৩৪ পদে আবার বিজ্ঞপ্তি২৫ মার্চ ২০২৫সাধারণ বিজ্ঞান—
বিজ্ঞান বিষয়গুলো প্রতিদিন পড়ুন এবং জীবনের সঙ্গে সম্পর্কিত ধারণাগুলো বুঝে নিন। শারীরিক, রাসায়নিক ও জীববিজ্ঞানের মূল বিষয়গুলো আয়ত্ত করে নিয়মিত প্রশ্ন সমাধান করুন।
মৌখিক পরীক্ষার প্রস্তুতিমৌখিক পরীক্ষায় সাধারণত নিজের পরিচয়, পরিবার, শিক্ষাজীবন, পুলিশের ভূমিকা, আইনশৃঙ্খলা সম্পর্কে জ্ঞান, দেশ-বিদেশের সাম্প্রতিক ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। এ ছাড়া ‘কেন পুলিশ হতে চান’—এই প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়।
প্রস্তুতির জন্য করণীয়আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করে নিজেই উত্তর দিন। আত্মবিশ্বাসী হয়ে হাসিমুখে কথা বলার অভ্যাস গড়ে তুলুন। পুলিশের ইতিহাস, কাজের ধরন ও সংবিধান সম্পর্কে পড়তে হবে। বাংলা ও ইংরেজি—দুই ভাষাতেই নিজের সম্পর্কে কয়েকটি লাইন আগে থেকেই প্রস্তুত করে রাখুন। বিভিন্ন বিষয়ে ছোট ছোট নোট তৈরি করুন এবং সময় ভাগ করে পড়ুন। সব সময় ইতিবাচক মনোভাব রাখুন, সফলতা আসবে।
আরও পড়ুনজীবন বীমা করপোরেশনে বড় নিয়োগ, নেবে ৫৪০ জন১২ এপ্রিল ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ও ম খ ক পর ক ষ ল খ ত পর ক ষ পর ক ষ য় ব ষয়গ ল য করণ করণ য়
এছাড়াও পড়ুন:
সাংবাদিকদের জন্য নিউইয়র্ক টাইমসের ফেলোশিপ প্রোগ্রাম
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউইয়র্ক টাইমস ফেলোশিপ ২০২৬। এই ফেলোশিপ কর্মসূচিতে প্রাথমিক পর্যায়ের সাংবাদিক, রিপোর্টার, সম্পাদক, মিডিয়া পেশাজীবী ও সদ্য স্নাতক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।
এক বছরের এই ফেলোশিপ প্রোগ্রামের মাধ্যমে নির্বাচিত ফেলোরা বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের বিভিন্ন বিভাগে কাজ করার সুযোগ পাবেন। তাঁরা পেশাদার সাংবাদিকদের সঙ্গে হাতে-কলমে নিউজরুমে কাজ, রিপোর্টিং, ভিডিও, গ্রাফিকস, অডিও বা ডিজাইনের কাজের সুযোগ পাবেন।
আরও পড়ুনহার্ভার্ডের গবেষণা বলছে, মূল্য হারাতে বসেছে ১০ ডিগ্রি২৮ অক্টোবর ২০২৫ফেলোশিপের স্থানবেশির ভাগ ফেলো দ্য নিউইয়র্ক টাইমসের নিউইয়র্ক সদর দপ্তরে কাজ করবেন। তবে কিছু ফেলোশিপ সুযোগ থাকবে ওয়াশিংটন, সান ফ্রান্সিসকো ও লন্ডন অফিসেও। প্রতিষ্ঠানটি বর্তমানে হাইব্রিড কর্মপদ্ধতি অনুসরণ করে, অর্থাৎ ফেলোদের প্রতি সপ্তাহে নির্দিষ্ট সময় অফিসে উপস্থিত থাকতে হবে।
ফেলোশিপের বিভাগসমূহরিপোর্টিং
ভিজ্যুয়ালস ও গ্রাফিকস
ফটোগ্রাফি
নিউজ ভিডিও ও রিপোর্টার ভিডিও
ডিজিটাল ও প্রিন্ট ডিজাইন
অডিয়েন্স ও ওপিনিয়ন বিভাগ
ফটো এডিটিং
এআই ইনিশিয়েটিভস
দ্য আপশট (বিশেষ বিশ্লেষণ বিভাগ)
আরও পড়ুনকানাডায় টিউশন ফি ছাড়াই স্কলারশিপ, ৭০০টির বেশি প্রোগ্রাম২৭ অক্টোবর ২০২৫প্রয়োজনীয় যোগ্যতাপ্রাথমিক পর্যায়ের সাংবাদিক বা সদ্য স্নাতক প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বিশ্বের যেকোনো দেশের প্রার্থীরা আবেদনযোগ্য।
যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যে কাজ করার অনুমোদন থাকতে হবে।
প্রতিটি ফেলোশিপ পদের জন্য আলাদা কিছু যোগ্যতা থাকতে পারে।
ফেলোদের জন্য সুবিধাসমূহফেলোশিপটি সম্পূর্ণ বেতনসহ।
পূর্ণকালীন সাংবাদিকদের মতো কাজ করার অভিজ্ঞতা অর্জন করবেন।
আন্তর্জাতিক পরিমণ্ডলে সাংবাদিকতা শেখার অনন্য সুযোগ সৃষ্টি হবে।
এটি সাংবাদিকতা, সংবাদ ও মিডিয়ায় আগ্রহীদের জন্য একবারের জীবনে পাওয়া সুযোগ।
আরও পড়ুনজাপানে মেক্সট স্কলারশিপে উচ্চশিক্ষা, জিপিএ ২.৩০ হলে আবেদন ১৯ অক্টোবর ২০২৫প্রয়োজনীয় কাগজপত্রসিভি
কভার লেটার
পোর্টফোলিও লিংক (যদি প্রয়োজন হয়)
ওয়ার্ক স্যাম্পল (যদি প্রয়োজন হয়)
আবেদনপ্রক্রিয়া১. অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Apply Now’ বাটনে ক্লিক করতে হবে।
২. আবেদন করার আগে যোগ্যতা যাচাই করে নিতে হবে।
৩. প্রতিটি ফেলোশিপ ক্ষেত্রের জন্য আলাদা ফর্ম থাকবে। নিজের পছন্দের বিভাগ বেছে নিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
৪. প্রতিবছর একজন প্রার্থী কেবল একটি ফেলোশিপ পদের জন্য আবেদন করতে পারবেন।
৫. নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।
শেষ তারিখ১৯ নভেম্বর ২০২৫
* আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত দেখুন এখানে
আরও পড়ুনসুইডেনে ৭৫০টি ফুল-ফান্ডেড স্কলারশিপ, আবেদন স্নাতকোত্তরে, জীবনযাপন খরচ–ভ্রমণ ব্যয়সহ নানা সুযোগ২৬ অক্টোবর ২০২৫