বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৬৪ জেলা থেকে ২ হাজার প্রার্থী নিয়োগ দেওয়া হবে। আবেদন শেষে বিভিন্ন জেলার প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, শারীরিক সহনশীলতা পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা আলাদাভাবে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে কয়েকটি জেলায় পরীক্ষা নেওয়া হয়েছে। আরও কয়েকটি জেলার পরীক্ষা নেওয়া বাকি রয়েছে।

কনস্টেবল হিসেবে নিয়োগ পেতে চাইলে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি লিখিত এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় পাস করতে হবে। শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের ওপর মোট ৪৫ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। আর লিখিত পরীক্ষায় পাস করলে ১৫ নম্বরের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার প্রস্তুতির জন্য করণীয় সম্পর্কে এখানে আলোচনা করা হলো।

আরও পড়ুনপুলিশে ২০০০ কনস্টেবল নিয়োগ, কোন জেলায় কত শূন্য পদ১৩ এপ্রিল ২০২৫লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য করণীয়

বাংলা—

ব্যাকরণ ও রচনায় দক্ষতা বাড়াতে নিয়মিত অনুশীলন করুন। বাগধারা, সমাস, বিপরীত শব্দের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর মনোযোগ দিন। রচনার ক্ষেত্রে সঠিক কাঠামো অনুসরণ করে লিখুন এবং অনুবাদে বাংলা ও ইংরেজি শব্দভান্ডার উন্নত করুন।

ইংরেজি—

ব্যাকরণের মূল বিষয়গুলো যেমন টেন্স, ভয়েস, ন্যারেশন, পার্টস অব স্পিচ পরিষ্কারভাবে আয়ত্ত করুন। দৈনিক ইংরেজি পত্রিকা পড়ুন এবং শব্দভান্ডার বৃদ্ধি করুন। অনুবাদে দক্ষতা অর্জন করতে বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা অনুবাদ করুন।

গণিত—

নিয়মিত গণনার অনুশীলন করুন, বিশেষ করে লাভ-ক্ষতি, শতকরা, বর্গমূল, অনুপাত-সমানুপাত, বেসিক বীজগণিত ও জ্যামিতির মতো সমস্যা। প্রতিটি সমস্যার সমাধানের আগে সূত্রগুলো ভালোভাবে মনে রাখুন এবং সঠিক কৌশল অনুসরণ করুন।

আরও পড়ুনপল্লী উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ, ৩৩৪ পদে আবার বিজ্ঞপ্তি২৫ মার্চ ২০২৫

সাধারণ বিজ্ঞান—

বিজ্ঞান বিষয়গুলো প্রতিদিন পড়ুন এবং জীবনের সঙ্গে সম্পর্কিত ধারণাগুলো বুঝে নিন। শারীরিক, রাসায়নিক ও জীববিজ্ঞানের মূল বিষয়গুলো আয়ত্ত করে নিয়মিত প্রশ্ন সমাধান করুন।

মৌখিক পরীক্ষার প্রস্তুতি

মৌখিক পরীক্ষায় সাধারণত নিজের পরিচয়, পরিবার, শিক্ষাজীবন, পুলিশের ভূমিকা, আইনশৃঙ্খলা সম্পর্কে জ্ঞান, দেশ-বিদেশের সাম্প্রতিক ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। এ ছাড়া ‘কেন পুলিশ হতে চান’—এই প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়।

প্রস্তুতির জন্য করণীয়

আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করে নিজেই উত্তর দিন। আত্মবিশ্বাসী হয়ে হাসিমুখে কথা বলার অভ্যাস গড়ে তুলুন। পুলিশের ইতিহাস, কাজের ধরন ও সংবিধান সম্পর্কে পড়তে হবে। বাংলা ও ইংরেজি—দুই ভাষাতেই নিজের সম্পর্কে কয়েকটি লাইন আগে থেকেই প্রস্তুত করে রাখুন। বিভিন্ন বিষয়ে ছোট ছোট নোট তৈরি করুন এবং সময় ভাগ করে পড়ুন। সব সময় ইতিবাচক মনোভাব রাখুন, সফলতা আসবে।

আরও পড়ুনজীবন বীমা করপোরেশনে বড় নিয়োগ, নেবে ৫৪০ জন১২ এপ্রিল ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ও ম খ ক পর ক ষ ল খ ত পর ক ষ পর ক ষ য় ব ষয়গ ল য করণ করণ য়

এছাড়াও পড়ুন:

জকসুসহ তিন দফা দাবি মেনে নিল প্রশাসন, ৩২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও সম্পূরক বৃত্তিসহ আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবি মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে প্রশাসনের আশ্বাসে ৩২ ঘণ্টা পর অনশন ভেঙে কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার রাত দশটার দিকে প্রশাসনের পক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে আন্দোলন প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা। এ সময় অনশনরত শিক্ষার্থীদের ফলের রস খাইয়ে অনশন ভাঙানো হয়। শিক্ষার্থীদের অনশন ভঙ্গ করান করান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক ও সিন্ডিকেট সদস্য বিলাল হোসাইন।

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৭ নভেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই মোতাবেক নির্বাচনের রূপরেখাও ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী জানুয়ারি থেকে আবাসন ভাতা পাবেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে বৃত্তির জন্য উপযুক্ত শিক্ষার্থীদের নভেম্বরের মধ্যে যাচাই-বাছাই করার কাজ শেষ করা হবে।

অনশনকারী শিক্ষার্থীদের উদ্দেশে প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ২৭ নভেম্বরের আগেই কেন্দ্রীয় পাঠাগারে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপন করা হবে। ক্যাফেটেরিয়ার খাবারের মানোন্নয়নে প্রশাসন কাজ করবে।

আরও পড়ুনতিন দাবিতে ২৪ ঘণ্টা ধরে ৪ শিক্ষার্থীর অনশন, দুজন অসুস্থ১২ ঘণ্টা আগে

এ সময় অনশনে বসা উদ্ভিদ বিজ্ঞানের বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। জকসুর রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। আবাসন ভাতার জন্য প্রতিশ্রুত সময়ও দিয়েছে প্রশাসন। কেন্দ্রীয় পাঠাগারে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপনের ঘোষণা দেওয়া হয়েছে। এ কারণে আমরা অনশন ভেঙে আন্দোলন প্রত্যাহার করেছি।

সতর্ক করে দিয়ে এ কে এম রাকিব আরও বলেন, যদি প্রশাসন ঘোষিত সময়ের মধ্যে আমাদের দাবিগুলো পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে সমস্ত দায় মাথায় নিয়ে সম্পূর্ণ প্রশাসনকে পদত্যাগ করতে হবে।

এর আগে তিন দফা দাবি আদায়ে গত মঙ্গলবার বেলা দুইটায় বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের নিচে অনশন শুরু করেন চারজন শিক্ষার্থী। সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) পক্ষ থেকে অনশন কর্মসূচি শুরুর কথা জানানো হয়। অনশনে বসা চার শিক্ষার্থীর মধ্যে তিনজন বাগছাসের নেতা।

আরও পড়ুনজকসু নির্বাচনের রূপরেখা ঘোষণা, ভোট ২৭ নভেম্বর২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ