সুবিধা করেতে পারেনি ‘সিকান্দার’, স্বরূপে ফিরতে মরিয়া সালমান
Published: 15th, April 2025 GMT
একদিনে লাগাতার হত্যার হুমকি, অন্যদিনে সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সিকান্দার’ খুব একটা ভালো সুবিধা করতে পারেনি। সব মিলেয়ে সময়টা ভালো যাচ্ছে না বলিউড সুপারস্টার সালমান খানের।
স্যাকনিল্ক তথ্য অনুযায়ী বলছে, শাহরুখ খানের ‘জাওয়ান’ সিনেমা ১৬ দিনে আয় করেছিল ৮৯০ কোটি রুপি। সেখানে সালমানের ‘সিকান্দার’ সিনেমা বক্স অফিসে ১৬ দিনে মোট ১০৯.
এরমাঝেই অবশ্য ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমার সিক্যুয়েল তৈরির তোরজোড় শুরু করেছেন সাল্লু ভাই। সালমান কি আবার পুরনো দাপটে ফিরতে পারবেন বলি ইন্ডাস্ট্রিতে- এই প্রশ্নের উত্তর এখনই মিলছে না। তবে সালমান কিন্তু নিজেকে নতুন করে গড়ে তোলার প্রত্যয়ে প্রস্তুতি শুরু করেছেন পুরোদমে।
অনেকদিন ধরেই সালমান নিজের শারীরিক গড়নের জন্য সামালোচিত হচ্ছিলেন। তিনি হয়তো ভেবেইছিলেন এভাবেই তিনি আবারও দশর্কদের মন জয় করতে পারবেন। কিন্তু না, সেটা হয়নি একেবারেই।
তাই নিজেকে পরবর্তী সিনেমার জন্য প্রস্তুত করতেই হয়তো জিমে সময় দিচ্ছেন সাল্লু ভাই। ১৪ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে জিম করার সময়ের দু’টি ছবি পোস্ট করেছেন এই অভিনেতা। সেখানে লিখেছেন, ধন্যবাদ আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য।’
কিন্তু কাকে ধন্যবাদ দিলেন সালমান? নিজেকে নাকি তার ভক্তদের? নাকি স্পেশাল কাওকে? সেই উত্তর অবশ্য তিনিই জানেন। তবে তার ফিট হওয়ার প্রস্তুতি দেখেই বোঝা যাচ্ছে, কতোটা খাটছেন তিনি। সেইসাথে ফিরে আসতে যে বদ্ধ পরিকর, সেটাও স্পষ্ট।
পোস্টে মন্তব্য করেছেন তার হাজার হাজার শুভাকাঙ্খী, ভক্ত-অনুরাগীরা। কেউ লিখেছেন, ‘আবারও নতুনভাবে ফিরে আসুন বস। কেউ লিখেছেন, আপনার শত্রুদের দেখিয়ে দিন।’ কেউ আবার লিখেছেন, ‘আপনাকে আবারও আগের মতো দেখতে চাই।’
সালমান খান অভিনীত সর্বশেষ সিনেমা ‘সিকান্দার’-এ তার বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণি রাশমিকা মান্দানা।
প্রসঙ্গত, সম্প্রতি বোমা মেরে সালমানের বাড়ি-গাড়িও উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। মুম্বাইয়ের ওরলি পরিবহন বিভাগের হোয়াটসঅ্যাপ নম্বরে হুমকির মেসেজটি পাঠানো হয়েছে। এ ঘটনায় ওরলি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কে এই মেসেজটি পাঠিয়েছে, তা তদন্তকারীরা খতিয়ে দেখছেন।
হুমকির বার্তায় লেখা, অভিনেতার গাড়িতে বোমা রাখা আছে। পাশাপাশি তাঁর বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেও হামলা চালাবে দুষ্কৃতকারীরা। সূত্র: এনডি টিভি ও টাইমস অব ইন্ডিয়া
উৎস: Samakal
কীওয়ার্ড: কর ছ ন
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির।
আরো পড়ুন:
শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪
ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন
পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান, অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।
গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়।
তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”
নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।
ঢাকা/ইভা