‘বাংলা নববর্ষের প্রথম প্রহরে আমাদের পরিবারে এসেছে স্বর্গীয় অতিথি, আসমানি পরী। এতে পহেলা বৈশাখের আনন্দে ভিন্ন মাত্র যুক্ত করেছে। যত সংকটই আসুক না কেন, ছোট মেয়েকে ডাক্তার বানাবো’- বলছিলেন রাকিবুল ইসলাম।
পহেলা বৈশাখে মিরপুর-১ নম্বরে মা ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কন্যা সন্তান জন্ম দেন তার স্ত্রী। সেখানেই কথা হয় রাকিবুলের সঙ্গে।
তিনি বলেন, ‘অর্থ সংকটে নিজে পাড়াশোনায় ঠিকভাবে এগোতে পারেনি। তবে সন্তানকে সেই সংকট দেখতে হবে না। নিজের অর্জিত সম্পদ দিয়ে ছোট সন্তানকে চিকিৎসক বানাতে চাই। সন্তান চিকিৎসক হয়ে নিম্ন আয়ের মানুষদের বিনামূ্ল্যে সেবা করবে, এটা আমার স্বপ্ন। সে গর্ভে আসার আগে থেকে ভবিষ্যতের জন্য টাকা জমাচ্ছি। আশা করি, টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হবে না। আল্লাহর কাছে দোয়া করি, তিনি আমার দুই সন্তানকে সুস্থ রাখুক। আর কোনো সন্তান নিতে চাই না। আমরা এই দুই সন্তানকে মানুষের মতো মানুষ করতে চাই।’
সোমবার সকালে হাসপাতালটিতে গিয়ে দেখা যায়, দ্বিতীয় তলায় ২নং শয্যায় শুয়ে রয়েছেন রাকিবুলের স্ত্রী জেসমিন আক্তার। তার পাশে রয়েছে সদ্য ভূমিষ্ঠ সন্তান। সাদা দুধের মতো গায়ের রং। এরই মধ্যে কন্যা সন্তানটির নাম রাখা হয়েছে। বাবা রাকিবুল ইসমালের বড় ভাই রাজীব আহমেদ সদ্য জন্ম নেওয়া শিশু নাম জেবিন তাবাসসুম রেখেছে। তাবাসসুমের বাবা বলেন, সন্তান গর্ভে আসার সঙ্গে সঙ্গে স্ত্রী ও গর্ভের সন্তান যাতে সুস্থ এজন্য নিয়মিত চিকিৎসকের পরার্মশ নিয়েছি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করেছি। নয় মাসে এই হাসপাতালের তিন বার স্বাস্থ্য পরীক্ষা করেছে। সব পরীক্ষা স্বাভাবিক ছিল। কোনো জটিলতা ছিল না।
গত রোববার বিকালে মা ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও হাসপাতালে ভর্তি হয় জেসমিন আক্তার। পহেলা বৈশাখের আগের রাতে সন্তান হওয়ার কথা ছিল। রাকিবুল ইসলাম বলেন, আমরা স্বাভাবিক প্রসবের জন্য অপেক্ষা করছিলাম। চিকিৎসকরাও আমাদের প্রস্তাবে সাড়া দেয়। তারপর অপেক্ষায় ছিলেন। দীর্ঘ সময় অপেক্ষা করে সকাল সাড়ে সাতটায় স্বাভাবিকভাবে সন্তান প্রসব হয়েছে। আমিনবাজার থেকে ইজিবাইকে করে ১৫ মিনিটের মধ্যে হাসপাতালে আসতে পেরেছি। নিজের ইজিবাইক থাকার কারণে যাতায়াতে তেমন কোনো সমস্যা হয়নি।
তিনি আরও বলেন, গত সাত বছর ধরে ঢাকাতে থাকি। জীবিকার তাগিদে ঢাকায় আসা। ভাড়া বাসায় থাকি। গ্রামের বাড়ি সিরাজগঞ্জ। অল্প পড়াশোনা করার কারণে কোনো চাকরি হয়নি। ২০২২ সালে পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়। নিজে এখন ইজিবাইক চালাই। আমাদের প্রথম সন্তানের বয়স দেড় বছর। তার নাম রাবেয়া খাতুন। দ্বিতীয় সন্তান বৈশাখের প্রথম দিনে হবে এমন ধারণ বা কল্পনাও ছিল না। তবে বাংলা নর্ববষের প্রথম প্রহরে সন্তান হওয়ার কারণে হাসপাতালের পরিচালক ও চিকিৎসকেরা এসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নার্স ও চিকিৎসকরা মা ও শিশুর আলাদা যত্ন নিয়েছেন। আর আমার বাবা নাতিনের জন্য নতুন জমা উপহার হিসেবে নিয়ে আসেন। যদিও এখনও পরানো হয়নি। বাচ্চা হওয়ার পর বাজার থেকে নতুন তোয়ালে কেনা হয়েছে। এটি দিয়ে মেয়েকে জড়িয়ে রাখা হয়েছে। এখন শিশুটি সারাক্ষণ ঘুমিয়ে থাকে, শুধু ক্ষুধা লাগলে কান্না করে। মায়ের দুধই তার একমাত্র খাবার।
রাকিবুলের স্ত্রী জেসমিন আক্তার গৃহিণী। বিয়ের পর থেকে তারা ঢাকায় থাকেন। জেসমিনের গ্রামের বাড়ি ভোলা। তিনি পড়াশোনা করেননি। জেসমিন সংসার সামলায় আর রাকিবুলের সময় কাটে রাজধানীর বিভিন্ন সড়কে। শুধু রাতে স্বামী স্ত্রীর দেখা হয়। বাচ্চা দেখভাল করার জন্য গ্রাম থেকে ঢাকা এসেছেন জেসমিনের মা-বাবা।
জেসমিন আক্তার বলেন, বৈশাখের প্রথম দিনে সন্তান জন্ম নেওয়াতে আলাদা আনন্দ আছে। তবে সুস্থ বাচ্চা পৃথীবিতে এসেছে, এটা সবচেয়ে বেশি আনন্দের। প্রথম সন্তানটিও এই হাসপাতাল থেকে প্রসব করা।
জানতে চাইলে হাসপাতালটির পরিচালক ডা.
উৎস: Samakal
কীওয়ার্ড: শ শ র জন ম র প রথম চ ক ৎসক পর ক ষ র জন য আম দ র প রসব
এছাড়াও পড়ুন:
ইসিকে নিশানা করে ‘অ্যাটম বোমা’ ফাটালেন রাহুল গান্ধী, এখনো বাকি ‘হাইড্রোজেন বোমা’
ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটচুরির অভিযোগ এনে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছিলেন, এটা ‘অ্যাটম বোমা’। তবে আরও ভয়ংকর তথ্য তিনি পরে আনবেন, যা ‘হাইড্রোজেন বোমার সমতুল্য’।
আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে আবার বিস্ফোরক অভিযোগ এনে রাহুল বলেন, নির্বাচন কমিশনের মদদে কিছু লোক, সংস্থা ও কল সেন্টার সংগঠিতভাবে কেন্দ্রে কেন্দ্রে বেছে বেছে কংগ্রেস, দলিত, আদিবাসী ভোটারদের নাম বাদ দিচ্ছে।
আজ সংবাদ সম্মেলন করে রাহুল বলেন, নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে নকল আবেদন করে ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে।
‘অ্যাটম বোমা’ ফাটানোর দিন রাহুল কর্ণাটকের মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রের ‘ভোট চুরির’ নমুনা পেশ করেছিলেন। আজ তিনি উদাহরণ হিসেবে তুলে ধরেন কর্ণাটকেরই আলন্দ কেন্দ্রকে।
রাহুলের অভিযোগ, নকল আবেদনের মাধ্যমে ওই কেন্দ্রের ৬ হাজার ১৮ জন ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা হয়েছে। যেসব কেন্দ্রে কংগ্রেস শক্তিশালী, বেছে বেছে সেসব কেন্দ্রকেই নিশানা করা হয়েছে। ভুয়া ভোটারের নাম তোলার পাশাপাশি বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। এটা সংগঠিতভাবে করা হচ্ছে। কর্ণাটক পুলিশ সেই বিষয়ে তথ্য জানতে চাইলেও নির্বাচন কমিশন কোনো তথ্য দিচ্ছে না।
রাহুলের অভিযোগ, যাঁদের নামে আবেদন জানানো হচ্ছে এবং যাঁদের নাম মোছার আরজি জানানো হচ্ছে, তাঁদের কেউ–ই তা জানতে পারছেন না। সংবাদ সম্মেলনে এই ধরনের কিছু মানুষকে রাহুল হাজিরও করান।
কিছু নম্বরও দাখিল করে রাহুল বলেন, এসব নম্বর থেকে ভোটারদের নাম বাদ দেওয়ার আবেদন জানানো হয়। তাঁর প্রশ্ন, ওই নম্বরগুলোয় ওয়ান টাইম পাসওয়ার্ড বা ‘ওটিপি’ কীভাবে গেল?
কংগ্রেস নেতা বলেন, নির্দিষ্ট কিছু ঠিকানা থেকে নির্দিষ্ট ‘আইপি’ অ্যাড্রেস ব্যবহার করে নাম বাদ দেওয়ার আবেদন জানানো হচ্ছে। অভিযোগ তদন্ত করে দেখতে কর্ণাটক পুলিশের গোয়েন্দারা ইসির কাছে কিছু তথ্য চেয়েছিলেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার কোনো তথ্যই দেননি। এতেই বোঝা যাচ্ছে, ইসি ভোটচোরদের আড়াল করছে।
রাহুল বলেন, কর্ণাটক সিআইডি ভোটারদের নাম বাদ দেওয়া বিষয়ে তথ্য জানতে চেয়ে ইসিকে ১৮ বার চিঠি লিখেছে। অথচ একটি চিঠিরও জবাব ইসি দেয়নি। ইসিকে চ্যালেঞ্জ জানিয়ে রাহুল বলেন, কমিশন স্বচ্ছ হলে এক সপ্তাহের মধ্যে কর্ণাটক সিআইডিকে যাবতীয় তথ্য দিয়ে সাহায্য করুক।
রাহুল মহারাষ্ট্রের রাজুরা বিধানসভা আসনের ভোটার তালিকা তুলে ধরে বলেন, সেখানে অনলাইনে ৬ হাজার ৮৫০ জনের নাম অবৈধভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁর অভিযোগ, বিভিন্ন রাজ্যে ভোটার তালিকায় এভাবে সংযোজন–বিয়োজন চলছে।
এর আগেও রাহুল নিশানা করেছিলেন সিইসি জ্ঞানেশ কুমারকে। আজও তিনি তাঁকে কাঠগড়ায় তোলেন। রাহুল বলেন, নির্বাচন স্বচ্ছ ও অবাধ করার বদলে তিনি পক্ষপাতমূলক আচরণ করেই চলেছেন। ভোট চুরি করাচ্ছেন। ভোটচোরদের রক্ষাও করছেন।
রাহুলের অভিযোগ এবারও খারিজ করে দিয়েছে ইসি। রাহুলের ডাকা সংবাদ সম্মেলনের পর আজ ইসি এক বিবৃতি দেয়। তাতে রাহুলের অভিযোগ ‘অসত্য ও ভিত্তিহীন’ জানিয়ে বলা হয়, অনলাইনে কেউ কোনো ভোটারের নাম বাদ দিতে পারেন না। নাম বাদ দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য শোনা হয়।