চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আর্সেনালের মাঠ থেকে ৩-০ গোলে হেরে এসেছে রিয়াল মাদ্রিদ। সেমিফাইনালে যেতে হলে ১৬ এপ্রিল দিবাগত রাতে গানারদের বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে ৪-০ গোলে জিততে হবে। টাইব্রেকারে যেতে হলে অন্তত ৩-০ গোলের জয় দরকার লস ব্লাঙ্কোসদের। 

রিয়াল মাদ্রিদ ওই কামব্যাক সম্পন্ন করতে পারলে খেলোয়াড়রা আকর্ষণীয় পুরস্কার পাবেন। সংবাদ মাধ্যম স্পোর্ত দাবি করেছে, খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিতো পেরেজ রিয়ালের ড্রেসিংরুমে এসেছিলেন। সেখানে তিনি ওই বার্তা দিয়েছেন। 

এর আগে রিয়াল মাদ্রিদ নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদকে শেষ ষোলোয় হারিয়েছে। ওই ম্যাচে রিয়াল প্রথম লেগে ঘরের মাঠে ২-১ গোলে জেতে। কিন্তু দ্বিতীয় লেগে অ্যাথলেটিকোর কাছে ১-০ গোলে হেরে শেষ ষোলো থেকে বিদায়ের শঙ্কায় পড়ে যায়। শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় পায় দলটি। ওই জয়ে কিলিয়ান এমবাপ্পে-ভিনিসিয়াস জুনিয়ররা অর্থ পুরস্কার পেয়েছেন বলেও জানিয়েছে সংবাদ মাধ্যম। 

লা লিগায় ১০ জনের দল নিয়ে আলাভেসের বিপক্ষে ১-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচে লাল কার্ড দেখেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের পর ক্লাব প্রেসিডেন্ট পেরেজ ড্রেসিংরুমে ঢুকে কিলিয়ান এমবাপ্পের নাম ধরে কথা বলেন। এরপর অন্যদের উদ্দেশ্য করে বলেন, ‘তোমারা যদি জেতো এবং সেমিফাইনালে যেতে পারো তোমাদের জন্য আকর্ষণীয় পুরস্কার আছে।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আর স ন ল ক ল য় ন এমব প প প রস ক র

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ