চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আর্সেনালের মাঠ থেকে ৩-০ গোলে হেরে এসেছে রিয়াল মাদ্রিদ। সেমিফাইনালে যেতে হলে ১৬ এপ্রিল দিবাগত রাতে গানারদের বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে ৪-০ গোলে জিততে হবে। টাইব্রেকারে যেতে হলে অন্তত ৩-০ গোলের জয় দরকার লস ব্লাঙ্কোসদের। 

রিয়াল মাদ্রিদ ওই কামব্যাক সম্পন্ন করতে পারলে খেলোয়াড়রা আকর্ষণীয় পুরস্কার পাবেন। সংবাদ মাধ্যম স্পোর্ত দাবি করেছে, খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিতো পেরেজ রিয়ালের ড্রেসিংরুমে এসেছিলেন। সেখানে তিনি ওই বার্তা দিয়েছেন। 

এর আগে রিয়াল মাদ্রিদ নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদকে শেষ ষোলোয় হারিয়েছে। ওই ম্যাচে রিয়াল প্রথম লেগে ঘরের মাঠে ২-১ গোলে জেতে। কিন্তু দ্বিতীয় লেগে অ্যাথলেটিকোর কাছে ১-০ গোলে হেরে শেষ ষোলো থেকে বিদায়ের শঙ্কায় পড়ে যায়। শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় পায় দলটি। ওই জয়ে কিলিয়ান এমবাপ্পে-ভিনিসিয়াস জুনিয়ররা অর্থ পুরস্কার পেয়েছেন বলেও জানিয়েছে সংবাদ মাধ্যম। 

লা লিগায় ১০ জনের দল নিয়ে আলাভেসের বিপক্ষে ১-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচে লাল কার্ড দেখেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের পর ক্লাব প্রেসিডেন্ট পেরেজ ড্রেসিংরুমে ঢুকে কিলিয়ান এমবাপ্পের নাম ধরে কথা বলেন। এরপর অন্যদের উদ্দেশ্য করে বলেন, ‘তোমারা যদি জেতো এবং সেমিফাইনালে যেতে পারো তোমাদের জন্য আকর্ষণীয় পুরস্কার আছে।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আর স ন ল ক ল য় ন এমব প প প রস ক র

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে অঝোরে বৃষ্টি, রাস্তায় পানি, আশঙ্কা পাহাড়ধসের

চট্টগ্রাম নগরে আজ বৃহস্পতিবার ভোর থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এ কারণে নগরের কয়েকটি এলাকায় পানি জমে গেছে। ভারী বৃষ্টির কারণে চট্টগ্রামে পাহাড়ধসের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ভোর পাঁচটার দিকে চট্টগ্রামে বৃষ্টি শুরু হয়। সকাল ৯টা নাগাদ বৃষ্টির তীব্রতা বেড়ে যায়। বেলা সাড়ে ১১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি ঝরছে।

টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম নগরের সড়কগুলোয় যানবাহনের সংখ্যা বেশ কম দেখা গেছে। ব্যস্ততম মোড়গুলোয় যাত্রীর অপেক্ষায় থাকা সিএনজিচালিত অটোরিকশা আর রিকশাও ছিল কম। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষজন। এ ছাড়া সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়ে যেতে যেসব অভিভাবক বাইরে বের হয়েছেন, তাঁদেরও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়। দীর্ঘ সময় পর যানবাহন পেলেও অনেকে বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে ছোটেন।

আবহাওয়ায় অধিদপ্তরের চট্টগ্রামের পতেঙ্গা কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৯টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৯টা) চট্টগ্রামে ৫৭ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আরও দুই থেকে তিন দিন বৃষ্টি হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রামে পাহাড় ও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন সড়কে পানি জমেছে। এ কে খান সি–গেট এলাকা, চট্টগ্রাম, ৩১ জুলাই, সকাল সাড়ে ১০টায় তোলা

সম্পর্কিত নিবন্ধ