নভোএয়ার বন্ধের খবর সঠিক নয়, জানালেন এমডি
Published: 16th, April 2025 GMT
বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার বন্ধ হচ্ছে এমন খবর সঠিক নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মফিজুর রহমান। তিনি বলেন, ‘আমরা বিশেষ কারণে ১৯ এপ্রিলের পর থেকে ফ্লাইটের টিকিট বুকিং বন্ধ রেখেছিলাম। তাতেই বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন ওঠে। এখন আবার ফ্লাইট চালু করেছি, টিকিট বুকিং দেওয়া যাচ্ছে।
নভোএয়ারের বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া এসেছে। তবে গতকাল এয়ারলাইন্সটির ওয়েবসাইট থেকে দুপুরের পর থেকে টিকিট বুক করা যাচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, ২০১৩ সালের ৯ জানুয়ারি ঢাকা থেকে চট্টগ্রাম রুটে যাত্রী পরিবহন শুরু করেছিল নভোএয়ার। এর পর এক যুগ ধরে ১ লাখের বেশি ফ্লাইট চালিয়ে সাড়ে ৭০ লাখের বেশি যাত্রীকে সেবা দিয়েছে তারা।
বর্তমানে ঢাকা থেকে অভ্যন্তরীণ রুটে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর ও রাজশাহীতে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার।
ফেসবুকে একটি পোস্ট ছড়িয়ে পড়ে– ‘ডমেস্টিক এয়ারলাইন্স নভোএয়ার ১৯ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাচ্ছে। এটা তাদের মালিকদের সিদ্ধান্ত। তারা আর ব্যবসা করবেন না। সব প্লেন বিক্রি করে দিচ্ছে। আকাশ পরিবহনে অবশ্যই এটা একটা খারাপ খবর।’
এদিকে নভোএয়ার বন্ধ হচ্ছে– এমন খবর নেই বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল (বেবিচক) কর্তৃপক্ষের কাছেও। বেবিচক সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, এয়ারলাইন্স বন্ধ হলে জানতে পারতাম।
এ ব্যাপারে নভোএয়ারের সেলস ডিপার্টমেন্টের হেড মেসবাউল ইসলাম সমকালকে বলেন, টেকনিক্যাল সমস্যার কারণে অভ্যন্তরীণ রুটে ১৯ এপ্রিলের পর নভোএয়ারের টিকিট বিক্রি বন্ধ ছিল। কিন্তু সমস্যার সমাধান হওয়ায় ফের টিকিট বিক্রি চালু হয়েছে।
নভোএয়ার ছাড়াও দেশে ইউএস-বাংলা ও এয়ার অ্যাস্ট্রা নামে দুটি বেসরকারি এয়ারলাইন্স রয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ডিহাইড্রেশন দূর করতে ‘লেবুর কাজী’
লেবুর কাজী ভাতের সাথে ডালের মতো খেতে পারেন। এ ছাড়া আলু ভর্তা, ডিম ভাজি, মাংসের ঝুরা, কালা ভুনা, এবং কোয়াবের সঙ্গে খেতেও অনেক ভালো লাগে। ভুনা বা ডিপ ফ্রাই মাছের সাথেও বেশ জমে যায় লেবুর কাজী।
উপকরণ
ঠান্ডা পানি: ৫০০ মিলি
ভাজা শুকনা মরিচ: ২টি
লেবু: ১টি (রস করে নেওয়া)
সরিষার তেল: ১ টেবিল চামচ
রসুন কুচি: ১ চা চামচ
লবণ: স্বাদমতো
প্রথম ধাপ: একটি বড় বাটিতে লেবুর রস, শুকনা মরিচ, রসুন কুচি, সরিষার তেল ও লবণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর হাত দিয়ে উপকরণগুলো ভালোভাবে মেখে নিন।
দ্বিতীয় ধাপ: এবার পরিমাণমতো পানি যোগ করুন। এরপর সবকিছু একসাথে মিশিয়ে নিলেই তৈরি লেবুর কাজী।
সূত্র: শিউলি কিচেন
ঢাকা/লিপি