পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ইউনিয়ন বিএনপির কার্যালয়সহ পাঁচটি দোকান পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, বাজারের ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। এতে দুটি মুদিদোকান, একটি রেস্তোরাঁ, একটি কীটনাশকের দোকানসহ পাঁচটি প্রতিষ্ঠান পুড়ে গেছে।

খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইলিয়াস হোসেন বলেন, ঠিক কীভাবে আগুন লেগেছে, তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। তদন্ত চলছে, আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

এলজিইডির প্রধান কার্যালয়সহ ৩৬ কার্যালয়ে একযোগে দুদকের অভিযান

রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান কার্যালয়সহ জেলা-উপজেলা পর্যায়ে ৩৬টি কার্যালয়ে একযোগে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে এই অভিযান শুরু হয়।

রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে দুদক।

এর আগে গত ১৬ এপ্রিল দেশের ৩৫টি সাবরেজিস্ট্রার কার্যালয়ে একযোগে অভিযান চালিয়েছিল দুদক। ঘুষ গ্রহণ, অনিয়ম, দুর্নীতি, গ্রাহকদের সেবা থেকে বঞ্চিত করা, অতিরিক্ত ফি আদায়সহ বিভিন্ন অভিযোগে এই অভিযান চালানো হয়েছিল।

সম্পর্কিত নিবন্ধ

  • এলজিইডির প্রধান কার্যালয়সহ ৩৬ কার্যালয়ে একযোগে দুদকের অভিযান