ইন্টার মিলান ২ (৪)–(৩) ২ বায়ার্ন মিউনিখ

আলিয়াঞ্জ অ্যারেনায় প্রথম লেগে বায়ার্ন মিউনিখকে ২–১ গোলে হারিয়ে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গিয়েছিল ইন্টার মিলান। নিজেদের মাঠ সান সিরোতে ইন্টারকে আজ তাই ড্র করলেই চলত।

ম্যাচটা শেষ পর্যন্ত ড্র–ই হয়েছে। প্রথমার্ধ গোল বন্ধ্যাত্বে কাটলেও দ্বিতীয়ার্ধ ছিল রোমাঞ্চে ঠাসা। ২–২ সমতায় শেষ হওয়া ম্যাচের গোল চারটি হয়েছে বিরতির পর ২৪ মিনিটের ব্যবধানে। এতে দুই লেগ মিলিয়ে ৪–৩ অগ্রগামিতায় সেমিফাইনালে পৌঁছে গেছে ইতালিয়ান ক্লাব ইন্টার। জার্মানির সফলতম ক্লাব বায়ার্নকে মাঠ ছাড়তে হয়েছে বিদায়ের বেদনা নিয়ে।

চ্যাম্পিয়নস লিগের তিনবারের চ্যাম্পিয়ন ইন্টার সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনাকে।  

বিস্তারিত আসছে.

..

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইন ট র

এছাড়াও পড়ুন:

নর্ডিক স্কলারশিপে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ

উত্তর ইউরোপের দেশগুলোর আগ্রহী শিক্ষার্থীদের জন্য গবেষণার সুযোগ নিয়ে এসেছে নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬। এই প্রোগ্রাম ঘোষণা করেছে সুইডেনের নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউট (NAI)। সামাজিক বিজ্ঞান ও মানবিক বিষয়ে যাঁরা আফ্রিকান স্টাডিজ বা সমসাময়িক আফ্রিকা নিয়ে গবেষণা করছেন, তাঁদের জন্য এই আন্তর্জাতিক বৃত্তি উন্মুক্ত।

এই বৃত্তির মাধ্যমে সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক ও আইসল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় বা গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষকেরা এক মাসের জন্য নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউটে গবেষণার সুযোগ পাবেন। এই প্রোগ্রাম আবেদনকারীর নাগরিকত্বের ওপর নির্ভরশীল নয়। মূল লক্ষ্য হলো, আফ্রিকা–বিষয়ক গবেষণায় নর্ডিক অঞ্চলে সক্ষমতা বৃদ্ধি করা এবং নর্ডিক গবেষকদের মধ্যে সহযোগিতার নেটওয়ার্ক তৈরি করা।

নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬–এর শেষ তারিখ আগামী ১২ অক্টোবর ২০২৫।

সম্পর্কিত নিবন্ধ