মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা
Published: 17th, April 2025 GMT
রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক ব্যক্তিকে ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নগরীর তালাইমারি শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আকরাম হোসেন (৪৫)। তিনি তালাইমারি এলাকার আজাদ হোসেনের ছেলে। আকরাম হোসেন পেশায় বাসচালক ছিলেন। তিনি জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য।
নিহতের পরিবারের সদস্যরা জানান, আকরাম হোসেনের মেয়েকে দীর্ঘদিন ধরে এলাকার কয়েকজন বখাটে উত্ত্যক্ত করছিল। এর প্রতিবাদ করলে অভিযুক্তরা বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসে। বুধবার রাতে আকরামকে একা পেয়ে ইট দিয়ে আঘাত করে পালিয়ে যায় বখাটেরা। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
ভুট্টা ক্ষেতে শিশুর মরদেহ, পরিবারের দাবি হত্যা
ঝিনাইদহে দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ
নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, এ হামলার সঙ্গে এলাকার নান্টু, বিশাল ও রতনসহ কয়েকজন বখাটে জড়িত। ঘটনার পর থেকে তারা পলাতক।
বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহমেদ বলেন, ‘‘মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে আছে। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।’’
ঢাকা/কেয়া/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হত য মরদ হ আকর ম
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//