সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল ফিরতি লেগে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে আর্সেনাল। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের জয়ে সেমিফাইনালে উঠেছে ইংলিশ ক্লাবটি। ফিরতি লেগে ১৩ মিনিটে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) হস্তক্ষেপে পেনাল্টি পায় আর্সেনাল। দলটির ফরোয়ার্ড বুকায়ো সাকা পেনাল্টি থেকে গোল করতে পারেননি। ২৩ মিনিটে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের বাঁশি বাজান পেনাল্টির, সেটা রিয়ালের পক্ষে। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দীর্ঘ সময় পর্যালোচনার পর পেনাল্টিটি বাতিল করে দেয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে আর্সেনালের পেনাল্টি পাওয়া এবং রিয়ালের পেনাল্টি বাতিল হওয়া নিয়ে আলোচনা চলছে। ইএসপিএন অফিশিয়ালদের এ দুটি সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছে। আসুন জেনে নিই।আর্সেনালের পেনাল্টি

যা ঘটেছিল: ম্যাচের ৯ মিনিটে কর্নার পেয়েছিল আর্সেনাল। ডেকলান রাইসের নেওয়া কর্নার রুখে দেন রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়া। কিন্তু ততক্ষণে রিয়ালের বক্সে তাদের ডিফেন্ডার রাউল আসেনসিওর চ্যালেঞ্জে টিকতে না পেরে মাঠেই পড়ে যান আর্সেনালের মিডফিল্ডার মিকেল মেরিনো। রেফারি লেতেক্সিয়ের খেলা চালিয়ে নিলেও কিছুক্ষণ পর হস্তক্ষেপ করে ভিএআর প্রযুক্তি। মাঠের রেফারিকে যেতে বলা হয় টাচলাইনের বাইরে রাখা ভিএআর মনিটরে। ভিএআর রেফারির দায়িত্বে থাকা জেরোমে ব্রিসার্দ লেতেক্সিয়েরকে মনিটরে সম্ভাব্য পেনাল্টি যাচাই করে দেখতে বলেন।

ভিএআরের সিদ্ধান্ত: পেনাল্টি। সাকার শট রুখে দেন রিয়াল গোলকিপার কোর্তোয়া।

সাকার পেনাল্টি রুখে দেন রিয়াল গোলকিপার কোর্তোয়া.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আর স ন ল ভ এআর

এছাড়াও পড়ুন:

৬ মিনিটেই ইতিহাসে সালাহ, কেইনের লাগল ৬৩ মিনিট

চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুমে স্কোরলাইনে নাম লেখাতে দেরি করেননি মোহাম্মদ সালাহ—সময় নিয়েছেন মাত্র ৬ মিনিট। অ্যানফিল্ডে গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারায় লিভারপুল। ম্যাচের ৬ মিনিটের মধ্যে গোল করানোর পাশাপাশি মিসরীয় ফরোয়ার্ড নিজেও একটি গোল করেন। আর তাতেই দারুণ এক রেকর্ড গড়েছেন লিভারপুল কিংবদন্তি।

আরও পড়ুনকেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব৫ ঘণ্টা আগে

৪ মিনিটে সালাহর ফ্রি–কিক লিভারপুল লেফট ব্যাক অ্যান্ড্রু রবার্টসনের পায়ে লেগে জালে জড়ায়। দুই মিনিট পরই বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন সালাহ। ‘অপ্টা’ জানিয়েছে, সালাহ চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে কোনো ইংলিশ ক্লাবের হয়ে ম্যাচের প্রথম ৬ মিনিটের মধ্যে গোল করার পাশাপাশি গোল করালেন। যেকোনো ক্লাবের হিসাবে সালাহ এই তালিকায় তৃতীয়। এর আগে মারিয়ানো বোমবার্দা ও করিম বেনজেমা প্রথম ৬ মিনিটের মধ্যে গোল করার পাশাপাশি গোল করিয়েছেন।

আতলেতিকোর বিপক্ষে গোল পেয়েছেন সালাহ

সম্পর্কিত নিবন্ধ