জামালপুরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
Published: 17th, April 2025 GMT
জামালপুরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় ছেলে মঞ্জুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নাওভাঙ্গাচরের দক্ষিনপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, গত মঙ্গলবার মা মঞ্জিলা বেগমকে ছেলে মঞ্জু কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ উঠে। এ ঘটনায় নিহতের আরেক ছেলে বাদী হয়ে মঞ্জুকে একমাত্র আসামি করে মামলা করেন।
জামালপুর থানার ওসি (তদন্ত) আনিসুর আশেকীন বলেন, ‘‘বাড়ির পাশে গাছ বিক্রির দাম নিয়ে কথা-কাটাকাটির জেরে মঞ্জিলা বেগমকে কুপিয়ে হত্যা করেন মঞ্জু। এ ঘটনায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।’’
আরো পড়ুন:
প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে প্রেমিক কারাগারে
কুয়েটের সাবেক ভিসি-প্রোভিসিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মঞ্জু হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন ওসি।
ঢাকা/শোভন/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।
ইমরান//