অবশেষে জিম্বাবুয়ে সিরিজ সম্প্রচারকারী চ্যানেল পেলো বিসিবি
Published: 18th, April 2025 GMT
এই মুহুর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে কোনো সম্প্রচারকারী চ্যানেলের সঙ্গে কোন চুক্তি নেই। তাই জিম্বাবুয়ে সিরিজ সম্প্রচার নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল।
অবশেষে দুই ম্যাচের এই টেস্ট সিরিজ দেখানোর জন্য সম্প্রচারকারী চ্যানেল পেয়েছে বিসিবি। বাংলাদেশ টেলিভিশনে দেখানো হবে দুই ম্যাচেই এই সিরিজি।
রাইজিংবিডিকে বিসিবির মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। মিডিয়া বিভাগ থেকে জানানো হয়, “এবার সিরিজ বিটিভিতে দেখানো হবে। এখন কারো সাথে বোর্ডের কোনো চুক্তি নেই। বিটিভির সঙ্গে চুক্তিও বাণিজ্যিক না।”
আরো পড়ুন:
সিলেট ও চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট
ওয়ানডে ও টি-টোয়েন্টির পরিবর্তে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ
গত বছর দক্ষিণ আফ্রিকা সিরিজ পর্যন্ত সম্প্রচার চুক্তি ছিল বোর্ডের। সেই চুক্তি মোতাবেক টি-স্পোর্টস ও জিটিভিতে দেখা যেতো খেলা। এবার তারা আগ্রহ দেখায়নি।
২০ এপ্রিল থেকে সিলেটে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। চট্টগ্রামে ২৮ এপ্রিল থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সবশেষ জিম্বাবুয়ে টেস্ট খেলতে বাংলাদেশে এসেছিল ২০২০ সালে।
ঢাকা/রিয়াদ/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে