গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান নারায়ণগঞ্জ চেম্বারের
Published: 19th, April 2025 GMT
শিল্প খাত ও ক্যাপটিভে গ্যাসের দাম ৩৩ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্তকে শিল্প খাতের জন্য আত্মঘাতী বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি মোস্তাফিজুর রহমান ভুঁইয়া। এ কারণে সিদ্ধান্তটি বাতিল বা পুনর্বিবেচনারও দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ চেম্বার। সংগঠনটির সভাপতি বলেন, এই মূল্যবৃদ্ধির কারণে সব ধরনের শিল্পপ্রতিষ্ঠান সংকটে পড়বে। সেই সঙ্গে নতুন উদ্যোক্তারা বিনিয়োগে নিরুৎসাহিত হবেন। ভোগান্তির শিকার হবেন শ্রমিকেরাও। আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জ চেম্বারের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে চেম্বার সভাপতি মোস্তাফিজুর রহমান ভুঁইয়া বলেন, ‘শিল্প খাতে ও ক্যাপটিভে গ্যাসের দাম ৩৩ শতাংশ বৃদ্ধির যে সিদ্ধান্ত এনার্জি রেগুলেটরি কমিশন নিচ্ছে, সেটা সম্পূর্ণ অযৌক্তিক ও অবাস্তব। এ সিদ্ধান্ত শিল্প খাতের জন্য আত্মঘাতী হবে। আমাদের খনিজ গ্যাস ও আমদানি করা গ্যাসের দাম সমন্বয় করলে সিস্টেম লসের পরও প্রতি ঘনমিটারে আনুমানিক সর্বোচ্চ ২২ টাকার মতো দাম হতে পারে। বর্তমানে প্রতি ঘনমিটার গ্যাসের দাম দিতে হচ্ছে ৩০ টাকা করে। নতুন করে দাম বাড়ানো হলে শ্রমজীবী মানুষের ভোগান্তি ব্যাপকভাবে বাড়বে। ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানগুলো নতুন সংকটে পড়বে এবং নতুন উদ্যোক্তারা শিল্পকারখানা স্থাপনে নিরুৎসাহিত হবে।’ তাই গ্যাসের দাম না বাড়াতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সোনারগাঁয়ে ইসলামী আন্দোলনের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র, শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই পীরসাহেব চরমোনাই এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মোগড়াপাড়া ইউনিয়ন কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান (৩০ জুলাই) বুধবার বিকেলে মোগড়াপাড়া গোহাট্রা অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মোগড়াপাড়া ইউনিয়ন শাখার সভাপতি মুহা আব্দুল লতিফ এর সভাপতিত্বে মুহা. জয়নাল আবেদিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (নারায়ণগঞ্জ -৩) সোনারগাঁও আসনের হাতচপাখা মার্কার পদপ্রার্থী মুহা ফারুক আহমাদ মুন্সি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগড়াপাড়া ইউনিয়ন মুজাহিদ কমিটির সদর হাজী মুহা আলী আহম্মদ মুন্সি, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সহ-সভাপতি মাওঃ আবুল কালাম আজাদী।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ মোগড়াপাড়া ইউনিয়নের কমিটিকে সপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি।