‘ওলো’ নামে নতুন এক রং আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। এই রং আগে কখনো দেখা যায়নি বলে জানিয়েছেন তাঁরা। বিজ্ঞানীদের তথ্যমতে, স্বাভাবিকভাবে এই রং দেখা যায় না। এই রং দেখতে হলে চোখের রেটিনায় লেজার লাইট ফেলতে হবে। সায়েন্স অ্যাডভান্সেস সাময়িকীতে নতুন এ রঙের তথ্য প্রকাশিত হয়েছে।

নতুন রং আবিষ্কারের বিষয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলের তড়িৎ প্রকৌশলী রেন এনজি বলেন, ‘আমরা প্রথম থেকেই ধারণা করেছিলাম, কোনো একটি অভূতপূর্ব রং দেখব আমরা। রংটি খুবই গাঢ়।’ নতুন রং সম্পর্কে ধারণা দেওয়ার জন্য ফিরোজা রঙের একটি বর্গক্ষেত্রের ছবি শেয়ার করে বিজ্ঞানীরা জানিয়েছেন, আসলে যে রং দেখা গেছে, তা সাধারণভাবে বোঝানো যাবে না।

এ বিষয়ে বিজ্ঞানী অস্টিন রুর্দা জানিয়েছেন, ‘কোনো লেখায় বা মনিটরে নতুন রং বোঝানো সম্ভব নয়। আসল কথা হচ্ছে, এটি সেই রং নয়, যা আমরা দেখি। আমরা যে রং দেখি, তা এর একটি রূপ। বাস্তবের সব রং ওলো নামের এই রঙের তুলনায় একেবারেই ফ্যাকাশে।’

সাধারণভাবে যখন আলো রেটিনার কোণ নামক রং-সংবেদনশীল কোষের ওপর পড়ে, তখন মানুষের চোখ লাখ লাখ রঙের শেড বা বিভিন্ন রূপ আলাদা করতে পারে। তিন ধরনের কোণ কোষ রয়েছে, যা আলোর দীর্ঘ, মাঝারি ও ছোট তরঙ্গদৈর্ঘ্যের প্রতি সংবেদনশীল। লাল আলো দীর্ঘ কোণকে উদ্দীপিত করে এবং নীল আলো ছোট কোণকে সক্রিয় করে। যদিও কোনো প্রাকৃতিক আলো রেটিনার মাঝখানে অবস্থিত মাঝারি কোণকে উদ্দীপিত করতে পারে না।

গবেষণায় অংশ নেওয়া স্বেচ্ছাসেবকদের রেটিনা স্ক্যান করে মাঝারি কোণকে চিহ্নিত করেন বিজ্ঞানীরা। এরপর রেটিনা স্ক্যান করে মাঝারি কোণে আলোর ঝলক ফেলতে একটি লেজার ব্যবহার করা হয়। তখনই এই রং দেখা যায়। বিজ্ঞানীরা জানিয়েছেন, খুব শিগগির কোনো স্মার্টফোন ডিসপ্লে বা টিভিতে ওলো রং দেখা যাবে না। ভিআর হেডসেট প্রযুক্তির থেকেও অনেক দূরে এই রঙের অবস্থান।

সূত্র: এনডিটিভি

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: নত ন র

এছাড়াও পড়ুন:

পাল্টা শুল্ক কার্যকরে নতুন সময়সূচি ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সর্বশেষ নির্বাহী আদেশে বিভিন্ন দেশের ওপর আরোপিত নতুন শুল্কহার কার্যকর হওয়ার সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ৭ আগস্ট থেকে তা কার্যকর হবে।

এর আগে ট্রাম্প ১ আগস্টের মধ্যে বাণিজ্যচুক্তি সম্পন্ন করার সময়সীমা বেঁধে দিয়েছিলেন। তখন তিনি বলে দিয়েছিলেন, এ সময়ের মধ্যে চুক্তিতে না পৌঁছালে চড়া শুল্ক আরোপ করা হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার নতুন নির্বাহী আদেশে ৭০টির বেশি দেশের ওপর নতুন পাল্টা শুল্কহার ঘোষণা করেছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেগুলো আগামী সাত দিনের মধ্যে কার্যকর হবে।

যেসব পণ্য ৭ আগস্টের মধ্যে জাহাজে তোলা হবে বা বর্তমানে যাত্রাপথে রয়েছে এবং সেগুলো যদি ৫ অক্টোবরের আগে যুক্তরাষ্ট্রে পৌঁছে যায়, তবে সেগুলোর ক্ষেত্রে শুল্ক প্রযোজ্য হবে না।

অবশ্য কানাডার ওপর যুক্তরাষ্ট্র আরোপিত ৩৫ শতাংশ শুল্ক ১ আগস্ট অর্থাৎ আজ থেকেই কার্যকর হচ্ছে।

আরও পড়ুনকোন দেশে কত শুল্ক বসালেন ট্রাম্প৪ ঘণ্টা আগে

উত্তর আমেরিকার এই দুই প্রতিবেশী দেশ একে অপরের অন্যতম বড় বাণিজ্য সহযোগী হলেও ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর দুই দেশের মধ্যে অস্বস্তিকর দ্বন্দ্ব তৈরি হয়।

কানাডা যেসব পণ্য রপ্তানি করে, তার প্রায় তিন-চতুর্থাংশই যায় যুক্তরাষ্ট্রে। ধাতব পদার্থ ও কাঠের পাশাপাশি কানাডা বিপুল পরিমাণে তেল, গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ, বিভিন্ন যন্ত্রপাতি, খাদ্যপণ্য এবং ওষুধ যুক্তরাষ্ট্রে রপ্তানি করে।

আরও পড়ুনযুক্তরাষ্ট্রের সঙ্গে যারা বাণিজ্য চুক্তি করেনি, তাদের জন্য অনেক দেরি হয়ে গেছে: ট্রাম্প১ ঘণ্টা আগে

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা চালিয়ে যেতে আগ্রহী। তবে তিনি সতর্ক করেছেন, নতুন ৩৫ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার আগে আর কোনো চুক্তির সুযোগ নেই।

সম্পর্কিত নিবন্ধ