ওয়ালেট চালু করল ট্যাপট্যাপ সেন্ড, যে সুবিধা পাওয়া যাবে
Published: 20th, April 2025 GMT
ওয়ালেট নামের নতুন সুবিধা চালু করেছে আন্তর্জাতিক অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান ট্যাপট্যাপ সেন্ড। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে ট্যাপট্যাপ সেন্ড অ্যাপে অর্থ পাঠানোর আগে জমা রাখে যাবে। শুধু তা–ই নয়, ব্যবহারকারীরা চাইলে নিজেদের জমা করা অর্থ অন্য দেশে পাঠানোর আগে সেরা এক্সচেঞ্জ রেটে কনভার্ট করে রাখতে পারবেন। আজ রোববার এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানিয়েছে ট্যাপট্যাপ সেন্ড।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওয়ালেট–সুবিধা চালুর ফলে প্রবাসীরা ট্যাপট্যাপ সেন্ড অ্যাপের মাধ্যমে সেরা এক্সচেঞ্জ রেটে অর্থ কনভার্ট করে প্রিয়জনদের পাঠাতে পারবেন। শুধু তা–ই নয়, এ সুবিধার মাধ্যমে আগে থেকেই অর্থ পাঠানোর সময় নির্ধারণ করে রাখা যাবে। এর ফলে আর্থিক লেনদেনের ওপর নিজেদের নিয়ন্ত্রণ আরও বাড়বে।
ট্যাপট্যাপ সেন্ড ওয়ালেট ব্যবহারের জন্য প্রথমে ওয়ালেটে অর্থ জমা করতে হবে। এরপর যেকোনো সময় নিজেদের প্রয়োজন অনুযায়ী অর্থ পাঠাতে হবে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে ট্যাপট্যাপ সেন্ড ওয়ালেট–সুবিধা ব্যবহার করা যাবে।
প্রসঙ্গত, দ্রুত ও স্বচ্ছন্দে বৈদেশিক মুদ্রা দেশে পাঠানোর সুযোগ থাকায় এরই মধ্যে প্রবাসীদের কাছে জনপ্রিয়তা পেয়েছে ট্যাপট্যাপ সেন্ড। নতুন এ সুবিধা চালুর ফলে প্রবাসীরা আগের তুলনায় আরও বেশি উপকৃত হবেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মালাইকার বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা
মামলার পরবর্তী শুনানিতে হাজির না হলেই বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন মুম্বাইয়ের আদালত। ২০১২ সালের একটি মামলার শুনানিতে এ আদেশ দেন আদালত। আগামী ৯ জুলাই মামলার পরবর্তী শুনানিতে হাজির না হলেই অভিনেত্রীর বিরুদ্ধে এ পরোয়ানা জারি হবে। খবর বলিউড হাঙ্গামার
সমন জারির পরও গত ২৯ এপ্রিল মামলার শুনানিতে হাজির ছিলেন না মালাইকা। শুনানিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এস জানওয়ার নিজের পর্যবেক্ষণে বলেন, অভিনেত্রী ইচ্ছা করেই শুনানিতে হাজির হচ্ছেন না, তিনি আইনি প্রক্রিয়ায় সহযোগিতা করছেন না।
মালাইকা অরোরা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে