দিন দশেক আগে বাংলাদেশের জার্সিতে খেলার কথা জানিয়েছিলেন শমিত সোম। এরপরই তাঁর জন্মনিবন্ধন তৈরির কাজ শুরু করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই জন্মনিবন্ধন হাতে পেয়েছেন শমিত। বাফুফে সূত্রে আজ এমনটাই জানা গেল।
জন্মনিবন্ধন পাওয়ার পর এখন শমিতের পরবর্তী কাজ পাসপোর্ট করা। এর মধ্যে তাঁর মা-বাবার কাগজপত্র হালনাগাদের কাজও শেষ। পাসপোর্ট হাতে পাওয়ার পর কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনের অনাপত্তিপত্র সংগ্রহ করতে হবে বাফুফেকে।
সেই অনাপত্তিপত্র, পাসপোর্টসহ আরও কিছু কাগজপত্র নিয়ে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করতে হবে। ফিফার বিশেষ কমিটি সব পর্যালোচনা করে সবুজসংকেত দিলে তবেই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন শমিত।
২৭ বছর বয়সী শমিতের জন্ম কানাডায়। মা-বাবা দুজনই বাংলাদেশি। বাবার বাড়ি সিলেটের মৌলভীবাজার, মায়ের ব্রাহ্মণবাড়িয়ায়। ফলে তাঁর বাংলাদেশি পাসপোর্ট পেতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। যেমন সমস্যা হয়নি হামজা চৌধুরীর ক্ষেত্রেও।
তবে বাংলাদেশি পাসপোর্ট হাতে পাওয়ার পর ফিফার অনুমতি পেতে প্রায় চার মাস অপেক্ষা করতে হয়েছিল হামজাকে। সে হিসাবে শমিতকে সিঙ্গাপুর ম্যাচের আগে পাওয়ার কথা নয়। যদিও বাফুফে আশা ছাড়ছে না। এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের পরের ম্যাচ ঢাকায় জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে ১০ জুন। সেই ম্যাচের আগেই শমিতের পাসপোর্ট ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করতে চায় তারা।
এ বিষয়ে আজ বাফুফের সহসভাপতি ফাহাদ করিম প্রথম আলোকে বলেন, ‘এইমাত্র আমরা খবরটা পেয়েছি। শমিতের জন্মনিবন্ধন হয়ে গেছে। শিগগিরই তিনি পাসপোর্টের জন্য দূতাবাসে আবেদন করবেন। চেষ্টা থাকবে ১০ জুনের আগেই সব কাজ শেষ করা।’
গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর। এর পর থেকে প্রবাসী ফুটবলারদের বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ বেড়েছে কয়েক গুণ।
যদিও প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে বাফুফের সঙ্গে যোগাযোগ করেছিলেন জামাল ভূঁইয়া। ২০১৩ সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় ডেনমার্কে জন্ম নেওয়া জামালের। এরপর জাতীয় দলে নাম লেখান ফিনল্যান্ডে বেড়ে ওঠা তারিক কাজী।
সর্বশেষ এখন আলোচনায় মিডফিল্ডার শমিত। কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসিতে খেলেছেন তিনি। দলটির হয়ে এখন পর্যন্ত ৫৭টি ম্যাচ খেলছেন। ২০১৬ সালে কানাডার অনূর্ধ্ব-২০ দলের হয়ে সাতটি এবং ২০১৮ সালে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলেন চারটি ম্যাচ। ২০২০ সালে কানাডার জাতীয় দলের জার্সিতে খেলেছেন দুটি ম্যাচ।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সিনিয়র স্টাফ নার্সের মৌখিক পরীক্ষার সংশোধিত সূচি প্রকাশ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ১০ম গ্রেডের ‘সিনিয়র স্টাফ নার্স’ পদের মৌখিক পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন-পিএসসি। মৌখিক পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ভবনে (আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা) অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষা ২৭ এপ্রিল থেকে শুরু হয়েছে। মৌখিক পরীক্ষা শেষ হবে ২২ মে’তে। বিভিন্ন কারণে যাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে, সেই তালিকাও প্রকাশ করা হয়েছে। আজ সোমবার (২৭ এপ্রিল) পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
সিনিয়র স্টাফ নার্সের সংশোধিত সূচি.pdfডাউনলোডআরও পড়ুনবিসিএসে নতুন সিলেবাস, ভারত–শ্রীলঙ্কা–সিঙ্গাপুরের চাকরির পরীক্ষার সিলেবাস নিয়ে কাজ করছে পিএসসি১০ ঘণ্টা আগেমৌখিক পরীক্ষার বোর্ডে প্রার্থীদের করণীয় সম্পর্কেও জানিয়েছে পিএসসি। এগুলোর মধ্য অন্যতম—
শিক্ষাগত যোগ্যতার সকল মূল/সাময়িক সনদ, প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ এবং চাকরিরত প্রার্থীকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক সিল স্বাক্ষরিত ছাড়পত্রের মূল কপি দাখিল করতে হবে, উল্লিখিত সনদ/কাগজপত্রের মূল কপি ছাড়া মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মূল আবেদনপত্র অর্থাৎ BPSC Form 5A ( Applicant's Copy) কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিম্নোক্ত কাগজপত্র/তথ্যাদির ০১ সেট মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে : ক. পরীক্ষার প্রবেশপত্র ২ (দুই) কপি; খ. BPSC Form 5A (Applicant's Copy) ০২ (দুই) কপি; গ. সকল শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদের সত্যায়িত ফটোকপি প্রভৃতি।
মৌখিক পরীক্ষার সংশোধিত সূচি দেখুন এখানে।
আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের১ ঘণ্টা আগে