সোনাগাজীতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
Published: 20th, April 2025 GMT
ফেনীর সোনাগাজী থেকে অস্ত্রসহ মিজানুর রহমান (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। রবিবার (২০ এপ্রিল) ভোরের দিকে উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের লন্ডনীপাড়া এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতের পরিবারের দাবি, মিজানুর সোনাগাজী উপজেলা জাতীয় পার্টির অর্থ সম্পাদক ছিলেন। তাদের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশী জেঠাতো ভাইরা বাড়ির বারান্দায় অস্ত্র রেখে মিজানুরকে ফাঁসিয়েছেন।
পুলিশ জানায়, মিজানুর দীর্ঘদিন যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে গণঅভ্যুত্থান চলাকালে একটি বিস্ফোরক মামলা রয়েছে।
আরো পড়ুন:
গৃহবধূর মরদেহ সড়কে ফেলে পালানোর সময় স্বামী-শাশুড়ি আটক
কটিয়াদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কারাগারে
গ্রেপ্তার মিজানুরের ছোট ভাই এম ফখরুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে প্রতিবেশী জেঠাতো ভাইদের জমি নিয়ে বিরোধ চলছে। সেই বিরোধকে কেন্দ্র করেই আমাদের বাড়ির বারান্দায় অস্ত্র রেখে মিজানুরকে ফাঁসানো হয়েছে।”
তিনি আরো বলেন, “প্রশাসন বাড়িতে আসলে মিজানুর নিজেই গেট খুলে তাদের সহযোগিতা করেন। অস্ত্রবাজ হলে তিনি পালিয়ে যেতেন।”
এম ফখরুল ইসলাম অভিযোগ করেন, “মিজানুরকে গ্রেপ্তারের সময় পুলিশ বাড়ির সিসিটিভি ফুটেজ সংরক্ষিত ডিবিআর মেমোরি বক্সগুলো খুলে নিয়ে গেছে।”
জাতীয় পার্টির সোনাগাজী উপজেলা কমিটির সভাপতি আবু সুফিয়ান বলেন, “মিজানুর আমাদের কমিটির অর্থ সম্পাদক ছিলেন। রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি খুব বেশি সক্রিয় ছিলেন না। শুনেছি, কেউ কেউ তাকে যুবলীগের ক্যাডার বলছেন, আমি সে বিষয়ে অবগত নই।”
সেনাবাহিনীর সোনাগাজী ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন আলিফ আল গনি বলেন, “সুনির্দিষ্ট সংবাদের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। একটি বন্দুক ও একটি ম্যাগাজিনসহ তাকে (মিজানুর) গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করা হয়েছে।” সিসিটিভির মেমোরি নেওয়ার বিষয়ে তিনি অবগত নন বলে জানান।
সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ বায়েজিদ আকন বলেন, “যৌথ অভিযানে মিজানুরের বাড়ি থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে। অস্ত্র আইনে নতুন মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।” সিসিটিভির মেমোরি জব্দের বিষয়ে তিনি কোনো তথ্য জানেন না বলে জানিয়েছেন।
ঢাকা/সাহাব/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইকোলজিতে প্রফেশনাল এমএস কোর্স, আবেদনের সময় বৃদ্ধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রফেশনাল এমএস কোর্সে আবদনের সময় বাড়ানো হয়েছে। তৃতীয় ব্যাচের ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনপত্র গ্রহণ ও জমাদানের সর্বশেষ তারিখ ২২ মে ২০২৫। ভর্তি পরীক্ষা ২৩ মে ২০২৫, সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২৮ এপ্রিল ২০২৫আরও পড়ুনজাপানে উচ্চশিক্ষা: যাত্রা শুরু করবেন কোথা থেকে, কীভাবে?২৮ এপ্রিল ২০২৫