ওষুধ রোগীদের না দিয়ে বিক্রির পরিকল্পনা, সরকার বদলে ওলটপালট
Published: 21st, April 2025 GMT
গাজীপুরে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ ওষুধ পড়ে থাকার ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। সরকারি খরচে বরাদ্দ পাওয়া ওষুধ বিনামূল্যে রোগীদের মাঝে বিতরণ না করে সেগুলো গোপনে স্টোরে জমা করে রাখা হয় অন্যত্র বিক্রির উদ্দেশ্যে। কিন্তু সরকার পরিবর্তনের ফলে পরিকল্পনা ভেস্তে গেছে বলে অভিযোগ উঠেছে।
প্রতিদিন কয়েকশ মানুষ কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। বিনামূল্যে ওষুধ পাওয়ার কথা থাকলেও বেশিরভাগ সময় পাওয়া যায় না বলে রোগীদের অভিযোগ রয়েছে। অথচ রবিবার (২০ এপ্রিল) দুপুরে হাসপাতালের স্টোরে গিয়ে দেখা যায়, দামি এন্টিবায়োটিক, ইনজেকশন, এনেসথেশিয়া, সর্দি-কাশির ওষুধসহ গুরুত্বপূর্ণ চিকিৎসাসামগ্রী স্টোরে মেয়াদ উত্তীর্ণ হয়ে পড়ে রয়েছে।
কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা স্থানীয় গৃহবধূ জোসনা বেগম বলেন, ‘‘আমি গত এক বছরে কয়েকবার এই হাসপাতালে চিকিৎসা নিতে এসেছি। কিন্তু একবারও তারা ওষুধ দেয়নি। অথচ আজ শুনলাম ওষুধ গুদামে থেকে নষ্ট হয়ে গেছে। এটা কি আমাদের সঙ্গে মশকরা নয়?’’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা.
তবে সাবেক ইউএইচএফপিও এবং বর্তমান গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘‘স্টোরের দায়িত্বে যিনি ছিলেন, তিনি বদলি হয়ে যাওয়ার সময় কোনো হিসাব দিয়ে যাননি। ফলে অবশিষ্ট ওষুধ কী পড়ে ছিল জানা যায়নি।’’
হাসপাতালের একজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘‘এসব ওষুধ রোগীদের না দিয়ে অন্যত্র বিক্রির পরিকল্পনা ছিল। কিন্তু সরকার পরিবর্তনের পর পরিস্থিতি বদলে যাওয়ায় পাচার করা সম্ভব হয়নি।’’
গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন বিষয়টিকে ‘অত্যন্ত দুঃখজনক’ উল্লেখ করে বলেন, ‘‘গরিব মানুষের প্রাপ্য ওষুধ মজুদে রেখে নষ্ট করে ফেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’’
উল্লেখ্য, ২০২২ সালের মার্চ থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত দীর্ঘ তিন বছর কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করেছেন ডা. মামুনুর রহমান। এ সময় অধিকাংশ ওষুধের মেয়াদ শেষ হয় এবং রোগীরা সেবা থেকে বঞ্চিত হন বলে অভিযোগ রয়েছে।
তারা//
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ব স থ য কমপ ল ক স সরক র
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।