যশোরে ২ মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
Published: 21st, April 2025 GMT
যশোরের ঝিকরগাছার কায়েমকোলা জামতলা মোড়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দিপু মনি (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রাকিব হোসেন (১৯) নামে অপর যুবক আহত হয়েছেন।
সোমবার (২১ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার ছুটিপুর-কায়েমকোলা সড়কের জামতলা মোড়ে ঘটনাটি ঘটে। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত দিপু চৌগাছা উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের উজিরপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে। আহত রাকিব একই উপজেলার পাশাপোল ইউনিয়নের পাশাপোল গ্রামের রাজা মিয়ার ছেলে।
আরো পড়ুন:
মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
এসএসসি পরীক্ষা শেষে ফেরা হলো না রাকিবুলের
প্রত্যক্ষদর্শী জানান, দিপু ও রাকিব মোটরসাইকেলে করে কায়েমকোলা বাজার থেকে চৌগাছার বাড়িতে যাচ্ছিলেন। জামতলা মোড়ে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে দিপু ও রাকিব গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক দিপুকে মৃত ঘোষণা করেন এবং আহত রাকিবকে পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।
ঢাকা/রিটন/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত আহত
এছাড়াও পড়ুন:
নাটোরে ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের
নাটোরে ছুরিকাঘাতে খোরশেদ আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার তেগাছি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত খোরশেদ ওই এলাকার ইউনুস আলীর ছেলে ও পেশায় রিকশাচালক ছিলেন। অভিযুক্ত সালমান (১৭) একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালমানের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন খোরশেদ আলম। এ ঘটনায় সালমান ক্ষিপ্ত হয়ে খোরশেদকে কুপিয়ে জখম করে। স্বজনেরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
নোয়াখালীর মাদরাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা
পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান আত্মগোপনে
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত সালমানকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এ বিষয়ে মামলাসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/আরিফুল/রাজীব