সামান্য বৃষ্টি হলেই মৌলভীবাজার সদরের শেরপুর বাজারের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। পানি নিষ্কাশনে অব্যবস্থাপনার কারণে সড়কটি দিয়ে চলাচলকারী জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিন ঘুরে দেখা যায়, শেরপুর বাজারের মুক্তিযোদ্ধা চত্বরের পশ্চিম পাশে মহাসড়কের একটি অংশজুড়ে পানি জমে রয়েছে। পানির ওপর দাঁড়িয়ে রয়েছে ২-৩টি মিনিবাস। জমে থাকা পানিতে ভাসছে ময়লা-আবর্জনা। দুর্গন্ধময় ও কর্দমাক্ত পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। 
শেরপুর বাজারের সৈয়দ সিদ্দেক আলী মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ লিয়াকত আলী জানান, পানি নিষ্কাশন ব্যবস্থা সচল না থাকায় সামান্য বৃষ্টি হলেই মহাসড়কে হাঁটুসমান পানি জমে যায়। জলাবদ্ধতার কারণে আশপাশের মার্কেটের ব্যবসা প্রতিষ্ঠানগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়ে।
শেরপুর বাজারের ব্যবসায়ী ও স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদ মো.

সিরাজ বলেন, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই মুক্তিযোদ্ধা চত্বর এলাকার মহাসড়কসহ পুরো শেরপুর বাজারে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ সমস্যার সমাধানে স্থানীয় ইউনিয়ন পরিষদ ও সওজ বিভাগকে এগিয়ে আসতে হবে। 
মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কায়সার হামিদ সমকালকে বলেন, সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণে উন্নয়ন কার্যক্রম চলছে। শেরপুর বাজারের মুক্তিযোদ্ধা চত্বরসহ সিলেট-ঢাকা মহাসড়ক সংশ্লিষ্টদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি এখন দেখভালের দায়িত্ব সিলেট-ঢাকা মহাসড়ক সিক্স লেন উন্নয়ন কর্তৃপক্ষের।
সিলেট-ঢাকা মহাসড়ক সিক্স লেন উন্নয়ন কর্তৃপক্ষের (শেরপুর টোল প্লাজা-বাহুবল পর্যন্ত) প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ গিয়াস উদ্দিন সমকালকে বলেন, বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী ও হোটেল মালিকরা ময়লা-আবর্জনা ফেলে ড্রেনেজ ব্যবস্থাকে বারবার অকার্যকর করে জলাবদ্ধতার সৃষ্টি করছে। পানি নিষ্কাশনে পথ সচল রাখার জন্য পয়োপ্রণালি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে জনসচেতনতা জরুরি। মহাসড়কের যাতে ক্ষতি না হয় এবং যানবাহন দুর্ঘটনার কবলে পতিত না হয়, সে লক্ষ্যে পানি নিষ্কাশনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: র ব যবস ব যবস থ

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ