সোনার দামে রেকর্ডের পরে রেকর্ড, এবার ভরি ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা
Published: 21st, April 2025 GMT
দুই দিনের ব্যবধানে দেশের বাজারে আবার সোনার দাম বাড়ল। এ দফায় ভরিপ্রতি ৪ হাজার ৭১৩ টাকা দাম বেড়েছে। তাতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা। দেশের বাজারে এটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর কথা জানায়। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় নতুন করে আবার দাম সমন্বয় করা হয়েছে। নতুন দাম আগামীকাল মঙ্গলবার থেকে কার্যকর হবে।
এর আগে গত শনিবার রাতে সোনার দাম ভরিপ্রতি ২ হাজার ৬২৪ টাকা বাড়িয়েছিল বাজুস। তখন প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছিল ১ লাখ ৬৭ হাজার ৮৩৩ টাকা। আজ পর্যন্ত দেশের বাজারে এটিই ছিল সোনার সর্বোচ্চ দাম।
বাজুসের নতুন সিদ্ধান্তের ফলে আগামীকাল থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৬৪ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪১ হাজার ১৬৯ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে ১ লাখ ১৬ হাজার ৭৮০ টাকা।
এদিকে আজ পর্যন্ত প্রতি ভরি হলমার্ক করা ২২ ক্যারেট সোনা ১ লাখ ৬৭ হাজার ৮৩৩ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৬০ হাজার ২০৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৩৭ হাজার ৩০৯ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকায় বিক্রি হয়েছে।
আগামীকাল থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনায় ৪ হাজার ৭১৩ টাকা, ২১ ক্যারেটে ৪ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটে ৩ হাজার ৮৬০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ৩ হাজার ২৮৯ টাকা দাম বাড়বে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, সোনা ও রুপার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার কর্তৃক নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও সমিতির নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যুক্ত করতে হবে। গয়নার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ২২ ক য র ট
এছাড়াও পড়ুন:
গোপালগঞ্জে বাসের ধাক্কায় ট্রাকের হেলপারের মৃত্যু
গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইয়াসিন মোল্লা নামে (১৮) এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অপর এক ট্রাক চালক।
শুক্রবার (৪ জুলাই) ভোর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ডুমদিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ট্রাক হেলপার ইয়াসিন মোল্লা গোপালগঞ্জ জেলা শহরের মৌলভীপাড়া এলাকার শ্যামল মোল্লার ছেলে।
ওসি মির মো. সাজেদুর রহমান জানান, যশোরের কেশবপুর থেকে ড্রাগন ও পেয়ারা ভর্তি একটি ট্রাক নিয়ে ফেরার পথে গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়ায় এলাকায় পৌঁছালে তাদের ট্রাকসহ অন্য একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এসময় ইয়াসিন ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটি মেরামতের চেষ্টা করছিলেন।
হঠাৎ করে দ্রুতগামী একটি যাত্রীবাহী একটি বাস এসে ট্রাকের পিছনের ধাক্কা দিলে চাপা পড়ে ইয়াসিন ও দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক গুরুতর আহত হন। পরে আহত দুজনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ইয়াসিন মারা যান। আহত অপরজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢাকা/বাদল/এস