কর্ণফুলীতে নিখোঁজ নাবিকের মরদেহ ভেসে উঠল
Published: 21st, April 2025 GMT
চট্টগ্রামে মাছ ধরার জাহাজ থেকে পা পিছলে কর্ণফুলী নদীতে পড়ে নিখোঁজ নাবিক দুলাল মিয়া মরদেহ উদ্ধার করেছে পুরিশ। নিখোঁজের ৪০ ঘণ্টা পর সোমবার দুপুর ২টার দিকে কর্ণফুলী নদীর বাকলিয়া মন্দির ঘাট এলাকায় মরদেহটি ভেসে ওঠে। পরে স্থানীয় মানুষ পুলিশকে খবর দেয়। নাবিক দুলাল নোয়াখালীর চরজব্বারের আবদুর রবের ছেলে। তিনি মাছ ধরার জাহাজ এফভি পারটেক্স-১ এ ছিলেন।
চট্টগ্রামের সদরঘাট নৌ থানার ওসি একরাম উল্লাহ বলেন, কর্ণফুলী নদীর বাকলিয়া মন্দিরঘাট এলাকায় মরদেহটি ভেসে উঠলে খবর পেয়ে পুলিশ উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
শনিবার রাত ১০টার দিকে কর্ণফুলী নদীর বিএফডিসি ১ নম্বর জেটি থেকে জাহাজে ওঠার সময় পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হন নাবিক দুলাল।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো ফেডারেল ইন্স্যুরেন্স
পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রেরণ করা হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।
কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পায়েছেন শেয়ারহোল্ডারা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।
ঢাকা/এনটি/ইভা