চট্টগ্রামে মাছ ধরার জাহাজ থেকে পা পিছলে কর্ণফুলী নদীতে পড়ে নিখোঁজ নাবিক দুলাল মিয়া মরদেহ উদ্ধার করেছে পুরিশ। নিখোঁজের ৪০ ঘণ্টা পর সোমবার দুপুর ২টার দিকে কর্ণফুলী নদীর বাকলিয়া মন্দির ঘাট এলাকায় মরদেহটি ভেসে ওঠে। পরে স্থানীয় মানুষ পুলিশকে খবর দেয়। নাবিক দুলাল নোয়াখালীর চরজব্বারের আবদুর রবের ছেলে। তিনি মাছ ধরার জাহাজ এফভি পারটেক্স-১ এ ছিলেন।

চট্টগ্রামের সদরঘাট নৌ থানার ওসি একরাম উল্লাহ বলেন, কর্ণফুলী নদীর বাকলিয়া মন্দিরঘাট এলাকায় মরদেহটি ভেসে উঠলে খবর পেয়ে পুলিশ উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শনিবার রাত ১০টার দিকে কর্ণফুলী নদীর বিএফডিসি ১ নম্বর জেটি থেকে জাহাজে ওঠার সময় পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হন নাবিক দুলাল। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: মরদ হ মরদ হ

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ