হাসতে হাসতে দম আটকে যাওয়ার উপক্রম হলো। যদিও হাসির কোনো ঘটনা ঘটেনি বলে মনে হচ্ছে। বলে কী– এটি আমি কী শুনলাম?
‘এক চোর নাকি আরেক চোরের টাকার গল্প শুনে অজ্ঞান হয়ে গেল!’ খোলাসা করে বলেই ফেলি। আমাদের দূরসম্পর্কের এক আত্মীয় চুরিচামারি করে নাকি কোটিপতি বনে যান। এক কথায় আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছেন। তিনি খুবই সেয়ানা। অনেকবার ধরা পড়তে পড়তেও বেঁচে গেছেন বিনা সাজায়। না তিনি রাতের আঁধারের চোর ছিলেন না। বরং দেশের প্রথম সারির ধনাঢ্য চোর। তারা নিজেদের শিল্পী দাবি করেন কিন্তু তাদের শিল্প সম্পর্কে অনেকেরই অজানা ছিল।
কিছুদিন পর দেখি পরিচিত আরেকজন আচমকা আঙুল ফুলে কলাগাছ নয়, একেবারে বটগাছ হয়ে গেছেন। আমাদের দেশে মোটামুটি সরিষার তেল গায়ে মাখা চোরের থেকে এই তেল না মাখা চোরের সংখ্যা বেশি। এরা পারেও বটে। কখন যে কী করে বসে কেউ বলতে পারে না। তাদের ঘিরে শত নানা গল্প তৈরি হয়। মাঝেমধ্যে এ ধনাঢ্য চোরদের নিয়ে দেশে প্রচুর প্রতিবেদনও প্রকাশিত হয়।
এ ‘কলাগাছ’ আর ‘বটগাছ’ দু’জন কিন্তু পূর্বপরিচিত। তারা একজন আরেকজনের নিকটাত্মীয়ও বটে। এ সময় এ দু’জনের মধ্যে টাকা অপচয়ের প্রতিযোগিতা শুরু হয় চৌর্যবৃত্তির দ্বারা উপার্জিত টাকা খরচের প্রতিযোগিতা। এদিক থেকে শুরুতে দ্বিতীয়জন এগিয়ে ছিলেন। দ্বিতীয়জনের খরচ করার দৃশ্য দেখে মানুষের চক্ষু ছানাবড়া। একদিন ঘটে গেল এক আজব ঘটনা! এ দুই ধনাঢ্য চোর কোনো এক কারণে নিজেদের মধ্যে গোপনে মিটিং করছিলেন। মিটিং চলার কিছুক্ষণ পর খবর পাওয়া গেল প্রথম ধনাঢ্য চোর অজ্ঞান এবং দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
অন্যরা সবাই দ্বিতীয় ধনাঢ্য চোরের কাছে প্রথম ধনাঢ্য চোরের অজ্ঞান হওয়ার কারণ জানতে চাইল। তিনি উত্তরে বলেন, আমি তো তেমন কিছু করিনি সে আমার শিল্প সম্পর্কে জানতে চাইছে আর আমার কাছে এখন কী পরিমাণ টাকা আছে, শুধু তা বলেছিলাম মাত্র। তাতেই এ অবস্থা। তার চেয়ে আমি যে কত বড় শিল্পী, তা এখন সে বুঝতে পেরেছে।
সভাপতি সুহৃদ সমাবেশ, ফেনী
উৎস: Samakal
কীওয়ার্ড: স হ দ সম ব শ
এছাড়াও পড়ুন:
চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।
ইমরান//