জুলাই আন্দোলনের আগে নিজের দেওয়া বক্তব্যে তথাকথিত শব্দটি ব্যবহার করায় দুঃখ প্রকাশ করেছেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। সোমবার রাতে নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসের তিনি এ দুঃখ প্রকাশ করেন। গণেশ চন্দ্র রায় ফেসবুকে লেখেন, ‘“তথাকথিত” শব্দটি অনেকটা অসাবধানতাবশত জুলাই-আগস্টের আন্দোলন কথাটির আগে আমি উচ্চারণ করেছি।’

গণেশ চন্দ্র রায় আরও লিখেছেন, ‘ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে আমার দেওয়া বক্তৃতার দুটি অংশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা লক্ষ করছি। প্রথমত, আমি বলতে চেয়েছিলাম যে সাধারণ শিক্ষার্থীরা অনেক সময় রাজনীতির অনেক বিষয় নিয়ে মাথা ঘামাননি। কেননা ফ্যাসিবাদের আমলে সে পরিবেশ ছিল না। কিন্তু অসাবধানতাবশত বলে ফেলেছি সাধারণ শিক্ষার্থীরা অনেক সময় রাজনীতির “র” নিয়েও মাথা ঘামান না। আমি আমার বক্তব্যে অসাবধানতাবশত এ বাক্যটি বলেছি।’

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি লিখেছেন, ‘আমি এ বাক্য দিয়ে কখনোই সাধারণ শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতনতা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতনতা নিয়ে কখনোই প্রশ্ন তুলিনি এবং আমি আমার পুরো রাজনৈতিক জীবনে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এ রকম মনোভাব কখনো কোথাও পোষণ করিনি। আমি সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্ট ধারণ করি এবং আজীবন তা ধারণ করার জন্য বদ্ধপরিকর। কিন্তু তা সত্ত্বেও আমার এই কথায় কেউ মনঃক্ষুণ্ণ হয়ে থাকলে তাঁদের প্রতি আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

গণেশ চন্দ্র রায় বলেন, ‘বক্তব্যের একটি পর্যায়ে তথাকথিত শব্দটি অনেকটা অসাবধানতাবশত জুলাই-আগস্টের আন্দোলন কথাটির আগে আমি উচ্চারণ করেছি। এ বিষয়ে আমি অত্যন্ত দুঃখিত। কারণ, এ বিষয়ে বক্তব্য রাখার সময় আমার আরও বেশি সচেতন হতে হবে। আমি আশা রাখব, আমরা সবাই মিলে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আরও অধিক পরিমাণে রাজনীতি–সচেতন হব এবং গঠনমূলক সমালোচনা ও তার যুক্তিযুক্ত জবাবের মাধ্যমে গণতান্ত্রিক রাজনীতির সুস্থ চর্চাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ছ ত রদল র জন ত

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১ আগস্ট ২০২৫)

ওয়েস্ট ইন্ডিজ–পাকিস্তান টি–টোয়েন্টি সিরিজ আজ শুরু। যুব ওয়ানডেতে আছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের ম্যাচ। ওভাল টেস্টের দ্বিতীয় দিন আজ।ত্রিদেশীয় যুব ওয়ানডে

বাংলাদেশ অনূর্ধ্ব–১৯–জিম্বাবুয়ে অনূর্ধ্ব–১৯
দুপুর ১–১৫ মি., জিম্বাবুয়ে ক্রিকেট ইউটিউব চ্যানেল

১ম টি–টোয়েন্টি

ওয়েস্ট ইন্ডিজ–পাকিস্তান
সকাল ৬টা, পিটিভি স্পোর্টস

বুলাওয়ে টেস্ট–৩য় দিন

জিম্বাবুয়ে–নিউজিল্যান্ড
দুপুর ২টা, টি স্পোর্টস

ওভাল টেস্ট–২য় দিন

ইংল্যান্ড–ভারত
বিকেল ৪টা, সনি স্পোর্টস টেন ১

টেনিস

কানাডিয়ান ওপেন
রাত ৯–৩০ মি., সনি স্পোর্টস টেন ২

সম্পর্কিত নিবন্ধ