৫০ ম্যাচে ৩৩ গোল!

সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে রিয়ালের সর্বোচ্চ গোলদাতা তিনি। কিলিয়ান এমবাপ্পে।

কিন্তু তিনি নাকি রিয়াল মাদ্রিদের জার্সির ভার নিতে পারছেন না! কথাটা যিনি বলেছেন তিনিও বিখ্যাত মানুষ। রিয়াল মাদ্রিদেরই একসময়ের কোচ, ইউরোপেরও অন্যতম শ্রদ্ধাভাজন কোচ ফাবিও কাপেলো। কেন বলেছেন কথাটা, সেই ব্যাখ্যাও অবশ্য দিয়েছেন রিয়ালকে দুটি লা লিগা জেতানো ইতালিয়ান এই কোচ।

আরও পড়ুনইয়ামাল সেরা উদীয়মান, সেরা দল রিয়াল মাদ্রিদ১ ঘণ্টা আগে

কাপেলোর চোখে এমবাপ্পের এসব পরিসংখ্যানের কোনো দাম নেই। এমবাপ্পেকে নিয়ে তিনি যে কথা বলেছেন সেটির মর্মার্থ অনেকটাই এমন—রিয়ালের প্রয়োজনের মুহূর্তে জ্বলে উঠতে পারেননি ফরাসি ফরোয়ার্ড। সে কারণে গোলসংখ্যায় পুষ্ট হয়েও মৌসুমের সবচেয়ে বড় দুটি প্রতিযোগিতায় রিয়ালকে শিরোপা জয়ের দৌড়ে সামনে এগিয়ে রাখতে পারেননি এমবাপ্পে।

প্রতি মৌসুমেই চ্যাম্পিয়নস লিগকে পাখির চোখ করে মাঠে নামে রিয়াল। গতবার এই শিরোপা জিতলেও এবার কোয়ার্টার ফাইনালে আর্সেনালের কাছে হেরে বিদায় নিয়েছে রিয়াল। লা লিগা শিরোপা জয়ের দৌড়েও বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে আনচেলত্তির দল। দুই দলেরই বাকি ৬টি করে ম্যাচ। বলতে গেলে এ মৌসুমে শুধু কোপা দেল রে জয়েরই ভালো সম্ভাবনা আছে রিয়ালের। আগামী রোববার সেই ফাইনালেও তাদের প্রতিপক্ষ বার্সেলোনা। যাদের কাছে এ মৌসুমে আগের দুটি ক্লাসিকোতেও হেরেছে রিয়াল।

লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে স্ত্রী লরা ঘিসির সঙ্গে কাপেলো.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এমব প প

এছাড়াও পড়ুন:

উৎসবমুখর পরিবেশে হবে দুর্গাপূজা: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল আছে। আগের মতোই সবার সম্মিলিত প্রচেষ্টায় হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুকূল পরিবেশে ও নির্বিঘ্নে হবে। 

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে ডিএমপির সদর দপ্তরে সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেছেন।

আরো পড়ুন:

গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

এবার ঢাকা মহানগরীতে ২৫৮টি মণ্ডপে দুর্গাপূজা হবে, জানিয়ে ডিএমপি কমিশনার বলেছেন, মণ্ডপভিত্তিক নিরাপত্তা পরিকল্পনার বাইরে পৃথক ট্রাফিক ব্যবস্থাপনা ও থাকবে। প্রতিমা বিসর্জনের দিন সার্বিক নিরাপত্তা দেওয়া হবে।

প্রস্তুতি সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, উপাধ্যক্ষ রামকৃষ্ণ মিশন মঠসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গৃহীত নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান। 

সভায় ডিএমপির অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. জিললুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকতা এবং সশস্ত্র বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঢাকা/এমআর/রফিক

সম্পর্কিত নিবন্ধ