৫০ ম্যাচে ৩৩ গোল!

সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে রিয়ালের সর্বোচ্চ গোলদাতা তিনি। কিলিয়ান এমবাপ্পে।

কিন্তু তিনি নাকি রিয়াল মাদ্রিদের জার্সির ভার নিতে পারছেন না! কথাটা যিনি বলেছেন তিনিও বিখ্যাত মানুষ। রিয়াল মাদ্রিদেরই একসময়ের কোচ, ইউরোপেরও অন্যতম শ্রদ্ধাভাজন কোচ ফাবিও কাপেলো। কেন বলেছেন কথাটা, সেই ব্যাখ্যাও অবশ্য দিয়েছেন রিয়ালকে দুটি লা লিগা জেতানো ইতালিয়ান এই কোচ।

আরও পড়ুনইয়ামাল সেরা উদীয়মান, সেরা দল রিয়াল মাদ্রিদ১ ঘণ্টা আগে

কাপেলোর চোখে এমবাপ্পের এসব পরিসংখ্যানের কোনো দাম নেই। এমবাপ্পেকে নিয়ে তিনি যে কথা বলেছেন সেটির মর্মার্থ অনেকটাই এমন—রিয়ালের প্রয়োজনের মুহূর্তে জ্বলে উঠতে পারেননি ফরাসি ফরোয়ার্ড। সে কারণে গোলসংখ্যায় পুষ্ট হয়েও মৌসুমের সবচেয়ে বড় দুটি প্রতিযোগিতায় রিয়ালকে শিরোপা জয়ের দৌড়ে সামনে এগিয়ে রাখতে পারেননি এমবাপ্পে।

প্রতি মৌসুমেই চ্যাম্পিয়নস লিগকে পাখির চোখ করে মাঠে নামে রিয়াল। গতবার এই শিরোপা জিতলেও এবার কোয়ার্টার ফাইনালে আর্সেনালের কাছে হেরে বিদায় নিয়েছে রিয়াল। লা লিগা শিরোপা জয়ের দৌড়েও বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে আনচেলত্তির দল। দুই দলেরই বাকি ৬টি করে ম্যাচ। বলতে গেলে এ মৌসুমে শুধু কোপা দেল রে জয়েরই ভালো সম্ভাবনা আছে রিয়ালের। আগামী রোববার সেই ফাইনালেও তাদের প্রতিপক্ষ বার্সেলোনা। যাদের কাছে এ মৌসুমে আগের দুটি ক্লাসিকোতেও হেরেছে রিয়াল।

লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে স্ত্রী লরা ঘিসির সঙ্গে কাপেলো.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এমব প প

এছাড়াও পড়ুন:

চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার  আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে। 

শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন। 

আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক  প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।

ইমরান//

সম্পর্কিত নিবন্ধ