১৫ বছর পর গান শোনাতে নিজ গ্রামে যাচ্ছি: হাবিব ওয়াহিদ
Published: 22nd, April 2025 GMT
নন্দিত কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদের জন্ম ঢাকায়। তবে তাঁর পৈতৃক ভিটা মুন্সীগঞ্জে। সেই জেলাতেই এবার গাইবেন তিনি। একই অনুষ্ঠানে তাঁর সঙ্গে গাইবেন বাবা ফেরদৌস ওয়াহিদও। শুক্রবার মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকার বটতলা মাঠে অনুষ্ঠিত হবে ওপেন এয়ার কনসার্ট।
যেখানে অংশ নেবেন এক ঝাঁক শিল্পী। এর মধ্যে মূল আকর্ষণ হাবিব ওয়াহিদ ও খুরশীদ আলম। এ ছাড়া অভিনেতা ওমর সানী থাকবেন বলে জানা গেছে।
এ প্রসঙ্গে হাবিব ওয়াহিদ বলেন, ‘গান রেকর্ডিং ও স্টেজ শো নিয়ে বছরজুড়ে ব্যস্ত থাকতে হয়। এ কারণে গ্রামে যাওয়ার সময় খুব কম মেলে। দীর্ঘ ১৫ বছর পর গান শোনাতে নিজ গ্রাম মুন্সীগঞ্জে যাচ্ছি। যুব সমাজের উদ্যোগে এ আয়োজন হবে। প্রিয় মানুষদের গান শোনাব, এটা ভাবতেই ভালো লাগছে।'
তিনি আরও বলেন,‘এবার আমার বাবাও থাকবেন। বাবার সঙ্গে গান গাওয়ার আনন্দই আলাদা। সেটা খুব উপভোগ করি। আমার শ্রোতাপ্রিয় গানগুলো গাওয়ার চেষ্টা করব। আশা করছি, জমজমাট একটি গানের আসর উপহার পাবেন দর্শকরা।’
প্রসঙ্গত, হাবিব সম্প্রতি বেশ কিছু মৌলিক গান করেছেন। সেগুলো ধীরে ধীরে প্রকাশ হবে। এ ছাড়া ফেরদৌস ওয়াহিদের উপস্থাপনায় একটি টিভি আয়োজনে অংশ নেবেন তিনি। শিগগিরই এটির প্রচার শুরু হবে চ্যানেল আইয়ে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আলোচনায় ‘রেফারি’ হিসেবে প্রধান উপদেষ্টাকে চায় জামায়াত
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে মতভেদ কাটাতে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনার যে প্রস্তাব দিয়েছে উপদেষ্টা পরিষদ, তাকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী। তবে এই আলোচনার জন্য একজন ‘রেফারি’র অভাব হতে পারে বলে মনে করছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।
আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ‘উপদেষ্টা পরিষদ যে সিদ্ধান্ত নিয়েছে, সেটিকে আমরা স্বাগত জানাই। কিন্তু একটা বিষয় যোগ করতে চাই, কারণ হচ্ছে উপদেষ্টা পরিষদ যদি এটা মনে করে যে তাদের আর কোনো দায়িত্ব নেই, তারা কিছুই করবে না, দলগুলোই মিলে করবে, তাহলে এখানে একটা রেফারির অভাব হতে পারে। তো সে জন্য আমি বলছি, আমরাও চেষ্টা করব, উপদেষ্টাদের পক্ষ থেকে বিশেষ করে চিফ অ্যাডভাইজর (প্রধান উপদেষ্টা) এখানে একটা রেফারির ভূমিকা পালন করবেন আগের মতো, এটা আমি আশা করি।’
আজ সোমবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সংবাদ সম্মেলনের পরপরই সমমনা আটটি দলের শীর্ষ নেতাদের নিয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নে আবদুল্লাহ তাহের এ কথা বলেন। রাজধানীর পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।
এর আগে উপদেষ্টা পরিষদের একটি ‘জরুরি সভা’য় জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্যে উদ্বেগ প্রকাশ করা হয়। এরপর সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সরকার আর আলোচনার উদ্যোগ নেবে না।
রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা দেওয়ার আহ্বান জানিয়ে আসিফ নজরুল বলেন, দলগুলো যদি এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে না পারে, তাহলে সরকার তার মতো করে সিদ্ধান্ত নেবে।
জুলাই সনদ বাস্তবায়নে যে সুপারিশ দিয়ে নিজেদের দায়িত্ব পালন শেষ করেছে জাতীয় ঐকমত্য কমিশন, তাতে গণভোটের সময়সহ কয়েকটি বিষয়ে বিএনপি ও জামায়াতে ইসলামী বিপরীত অবস্থানে রয়েছে। তাদের সঙ্গে কিছু বিষয়ে ভিন্নমত রয়েছে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টির।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আবদুল্লাহ তাহের বলেন, ‘আমি তো গতকালকেই একটা আলোচনার আহ্বান করেছিলাম দলগুলোর ভেতরে। আজকে উপদেষ্টা পরিষদ সে রকম একটি আহ্বানই সব দলের কাছে জানিয়েছে। আমরা এখন দেখতে চাই মেইন স্টেকহোল্ডার, মৌলিকভাবে যেসব দল আছে, তারা এই আহ্বানে কীভাবে সাড়া দেয়। তারাও যদি একইভাবে আমাদের মতো সাড়া দেয়, তাহলে আমরা সবাই বসতে কোনো আপত্তি নেই। বসলেই আমি আশা করি একটা রাস্তা বেরিয়ে আসবে ইনশা আল্লাহ।’
বিএনপিকে নিয়ে আরেক প্রশ্নের জবাবে জামায়াতের নায়েবে আমির বলেন, রাজনৈতিক দলগুলো যে ঐকমত্যে পৌঁছেছিল, একটি দল হঠাৎ করে সেখান থেকে সরে এসেছে। সেই দলের ভেতরেও সংস্কার ও গণভোট বিষয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য আছে। দলটির কোনো নেতা সংস্কার দরকার নেই, এমন কথা বলছেন। কেউ জুলাই সনদ চাইলেও ভিন্নমতের উল্লেখ চেয়েছেন। আবার কেউ সনদের আইনি ভিত্তি চাইলেও একসঙ্গে জাতীয় নির্বাচন ও গণভোট চাইছেন। তাদের দলীয় বক্তব্য স্পষ্ট করা দরকার। তারা যদি আলোচনার টেবিলে সমস্যার সমাধান করার উদ্যোগ নেয়, তাহলে জটিলতা কমে যাবে। সেটাকে জামায়াতসহ সমমনা দলগুলো স্বাগত জানাবে।
দলীয় অবস্থান ব্যাখ্যা করে আবদুল্লাহ তাহের বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণভোট নির্বাচনের আগে বা পরে করে লাভ নেই। সনদটাই মূল বিষয়। সনদের জন্য গণভোট অপরিহার্য। এটি আলাদা হলেই জনমত যাচাই করা যাবে। একসঙ্গে করার ‘ষড়যন্ত্র বা কূটকৌশল’ করা হলে জাতীয় নির্বাচনের দিন গণভোটে কারও মনোযোগ থাকবে না।
আটটি দলের নতুন কর্মসূচির ঘোষণা দিতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছিল। তবে উপদেষ্টা পরিষদের সংবাদ সম্মেলনের পর তা নিয়েই দলগুলোর প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকেরা।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, ‘আমরা আন্তরিক। রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে তারা একটা একমতের জায়গায় পৌঁছাবে, আমরা সেই স্পেস রাখতে চাই এবং সেই স্পেস রেখে আমরা আন্তরিকতার সঙ্গে অগ্রসর হয়ে যাচ্ছি।’
বিএনপিসহ জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমও (চরমোনাই পীর)।
আরও পড়ুনদলগুলো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে ব্যর্থ হলে সরকার নিজের মতো সিদ্ধান্ত নেবে৩ ঘণ্টা আগেএই সংবাদ সম্মেলনের আগে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসেন আটটি দলের শীর্ষ নেতারা। দলগুলো হলো জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুছ আহমাদ, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদিক হক্কানী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান প্রমুখ।
আরও পড়ুন৫ দাবিতে ৬ নভেম্বর প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেবে জামায়াতসহ ৮ দল১ ঘণ্টা আগে