৪৬ দিনে যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন ৩৪ বাংলাদেশি
Published: 22nd, April 2025 GMT
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের গৃহীত অভিবাসননীতির আওতায় যুক্তরাষ্ট্র থেকে ৩৪ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। গত ৬ মার্চ থেকে গতকাল সোমবার পর্যন্ত (৪৬ দিনে) যুক্তরাষ্ট্র তাঁদের ফেরত পাঠিয়েছে। ঢাকার হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর গত ফেব্রুয়ারি থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে পাঠানো শুরু করে দেশটি। এর ধারাবাহিকতায় বাংলাদেশিদের ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। পুলিশ সূত্র জানায়, অভিবাসনসংক্রান্ত মামলায় হেরে যাওয়ার পরেও তাঁরা যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। ফেরত পাঠানো বাংলাদেশিদের মধ্যে যুক্তরাষ্ট্রে বিভিন্ন মামলায় সাজা হয়েছে এমন ব্যক্তিরাও রয়েছেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বেসরকারি ব্যাংকে নিয়োগ, বেতন ৫৫ হাজার টাকা
বেসরকারি সাউথইস্ট ব্যাংক পিএলসিতে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের অন্যতম এই বেসরকারি ব্যাংকটিতে ‘প্রবেশনারি অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। ব্যাংকটি ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেডে প্রবেশনারি অফিসার নিয়োগ দেবে। এ পদে কতজন নেওয়া হবে, তা নির্ধারিত নয়। গত ৩১ জুলাই প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনে শিক্ষাগত যোগ্যতাযেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ–৪.০০–এর মধ্যে ৩.৫০ থাকতে হবে।
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫.০০–এর মধ্যে ৪.০০ পেতে হবে।
আরও পড়ুনগণগ্রন্থাগার অধিদপ্তরে নিয়োগ, চাকরির সুযোগ ৯৩ জনের২ ঘণ্টা আগেঅভিজ্ঞতা: প্রার্থীদের চমৎকার পারস্পরিক যোগাযোগে দক্ষতা এবং ইংরেজিতে সাবলীলতা থাকতে হবে।
কর্মক্ষেত্র: অফিস।
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে।
বেতন: প্রবেশনারি অফিসার পদে বেতন ৫৫ হাজার টাকা। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।
আরও পড়ুনএ সপ্তাহের সেরা সরকারি চাকরির বিজ্ঞপ্তি, মোট পদ ১৬৯৫০১ আগস্ট ২০২৫আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা আবেদনের বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন:
আবেদনের শেষ সময়: ২০ আগস্ট ২০২৫।