খালে পড়ে ছয় মাসের শিশুমৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। সিটি করপোরেশনের সচিব আশরাফুল আমিনকে প্রধান করে চার সদস্যের এই কমিটি করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার নগরের টাইগারপাসে বিভিন্ন সেবা সংস্থার সঙ্গে সভা শেষে এই তথ্য জানান সিটি মেয়র ডা.

শাহাদাত হোসেন। গত শুক্রবার চট্টগ্রামের কাপাসগোলা এলাকার হিজড়া খালে পড়ে গিয়ে ওই শিশুটি প্রাণ হারায়। 

গত ১০ বছরে খাল-নালায় পড়ে ১৪ জনের মৃত্যু  হলেও এই প্রথম এ ধরনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে সিটি করপোরেশন। চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান সোহেলকে সদস্য সচিব এবং আইন কর্মকর্তা মহিউদ্দিন মুরাদ ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আই ইউ এ চৌধুরীকে সদস্য করে এই তদন্ত কমিটি গঠিত হয়। এদিকে জলাবদ্ধতা নিরসনে নগরের ২১টি খাল নিয়ে পৃথক প্রকল্প নেওয়ার কথাও জানান মেয়র। সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘বর্ষাকাল আসন্ন হওয়ায় বর্তমানে জরুরি ভিত্তিতে খাল ও ড্রেনগুলো পরিষ্কারের কাজকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।  বর্ষাকালের জলাবদ্ধতা মোকাবিলাকে প্রধান লক্ষ্য হিসেবে ধরা হয়েছে।’

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, সিটি মেয়রের জলাবদ্ধতাবিষয়ক উপদেষ্টা শাহরিয়ার খালেদ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মাহমুদা বেগম, ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আনোয়ার হোসেনসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।


 

উৎস: Samakal

কীওয়ার্ড: কর মকর ত

এছাড়াও পড়ুন:

নায়িকা হতে আসিনি, তবে...

গুটি, সুড়ঙ্গ, মাইশেলফ অ্যালেন স্বপন থেকে ওমর—সব সিনেমা-সিরিজেই প্রশংসিত হয়েছে আইমন শিমলার অভিনয়। অল্প সময়ের উপস্থিতিতেও নিজের ছাপ রাখতে পেরেছেন এই তরুণ অভিনেত্রী। ধূসর চরিত্রেও তিনি সাবলীল, অন্য তরুণ অভিনেত্রীদের থেকে এখানেই আলাদা শিমলা। তবে একটা কিন্তু আছে। এখন পর্যন্ত তাঁর অভিনীত আলোচিত চরিত্রগুলোর সবই চাটগাঁইয়া। শিমলা নিজে চট্টগ্রামের মেয়ে, একটা সময় পর্যন্ত বন্দরনগরীর বাইরে চেনাজানা ছিল সীমিত। এক সিরিজে তাঁর চাটগাঁইয়া ভাষা আলোচিত হওয়ায় পরপর আরও কাজে তাঁকে চাটগাঁইয়া চরিত্রের জন্য ভেবেছেন নির্মাতা।

এ প্রসঙ্গ দিয়েই অভিনেত্রীর সঙ্গে আলাপের শুরু করা গেল। শিমলা জানালেন, এ নিয়ে তাঁর নিজেরও অস্বস্তি আছে। চেষ্টা করছেন ‘চাটগাঁইয়া দুনিয়া’র বাইরে যেতে। সঙ্গে এ–ও জানিয়ে রাখলেন, ক্যারিয়ারের শুরুর দিকে তাঁর নিজের চরিত্র পছন্দ করে নেওয়ার সুযোগ কমই ছিল।

‘বেশির ভাগ ক্ষেত্রেই শুটিংয়ের ঠিক আগে জেনেছি চরিত্রটি সম্পর্কে। তখন তো কিছু করার থাকে না। তবে যেসব কাজ করেছি, সবই আলোচিত পরিচালক আর অভিনয়শিল্পীদের সঙ্গে; এ অভিজ্ঞতার মূল্যও কম নয়। শিহাব (শিহাব শাহীন) ভাইয়ের সঙ্গে মাইশেলফ অ্যালেন স্বপন, কাছের মানুষ দূরে থুইয়া, রবিউল আলম রবি ভাইয়ের সঙ্গে ফরগেট মি নট আমাকে সমৃদ্ধ করেছে। এ ছাড়া (শহীদুজ্জামান) সেলিম ভাইয়ের কথা বিশেষভাবে বলব। সুড়ঙ্গ ও ওমর—দুই সিনেমায় তিনি আমাকে অনেক সাহায্য করেছেন,’ বলছিলেন তিনি।

ঈদে মুক্তি পাওয়া এম রাহিমের সিনেমা জংলিতেও আছেন শিমলা। এ ছবিতে অবশ্য তাঁর চরিত্রটি চাটগাঁইয়া ভাষায় কথা বলে না। সে জন্য সিনেমাটি নিয়ে তিনি বেশি উচ্ছ্বসিত। ‘মুক্তির পর থেকে সিনেমা তো বটেই, আমার অভিনীত চরিত্রটি নিয়ে প্রশংসা পাচ্ছি কিন্তু দুঃখের কথা, আমি নিজেই এখনো দেখতে পারিনি। ব্যক্তিগত ঝামেলা, শুটিংয়ে ব্যস্ততার কারণে সম্ভব হয়নি। শিগগিরই আমার টিমের সঙ্গে দেখতে চাই,’ বলছিলেন তিনি।

আইমন শিমলা

সম্পর্কিত নিবন্ধ