নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক তরুণ একটি পরিত্যক্ত খেতে ঘাস কাটতে গিয়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৫৫) মরদেহের সন্ধান পান। মহরদেহটি পচে বিকৃত হয়ে কঙ্কালে পরিণত হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। আজ বুধবার সন্ধ্যায় উপজেলার আমান উল্লাহপুর ইউনিয়নের কাঁচিহাটা এলাকার আশ্রয়ণ প্রকল্পের পূর্ব পাশের সড়কের পাশের একটি পরিত্যক্ত খেতের ভেতর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। এটি কয়েক সপ্তাহ আগের হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বেলা দেড়টার দিকে স্থানীয় এক তরুণ ঘাস কাটতে ওই খেতের দিকে যাওয়ার সময় ঘাসের ভেতর লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দেন। তখন আশপাশের মানুষ এগিয়ে এসে থানা-পুলিশকে খবর দেন। পরে বিকেলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। থানা থেকে বিষয়টি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) জানানো হয়। কুমিল্লা থেকে সিআইডির বিশেষ দল এলে আলামত সংগ্রহের পর সেটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান প্রথম আলোকে বলেন, উদ্ধার করা লাশটি একজন নারীর। শরীরের নষ্ট হয়ে যাওয়া পোশাক ও দুই হাতের চুড়ি দেখে প্রাথমিকভাবে সেটি নিশ্চিত হওয়া গেছে। ওই নারীর মাথার খুলি থেকে চুলগুলো আলাদা হয়ে ঝরে পড়েছে। চুলের রং সাদা। নারীর পরনে রাতের পোশাক (ম্যাক্সি) ছিল। বয়স ৫০ থেকে ৫৫ বছর হতে পারে। শরীরের সবকিছুই পচে গেছে। কেবল হাড়গুলো অবশিষ্ট আছে।

ওসি লিটন দেওয়ান বলেন, ওই নারী কীভাবে সেখানে গেলেন। কীভাবে তাঁর মৃত্যু হলো, কোনো প্রশ্নেরই জবাব তাঁদের কাছে নেই। আশপাশের এলাকায় খোঁজখবর দিয়ে ওই নারীর পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। সিআইডির একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এ বিষয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ওই ন র মরদ হ

এছাড়াও পড়ুন:

নোয়াখালীর চৌমুহনীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৫

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী শহরে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে তাঁরা চৌমুহনী রেললাইন সড়ক থেকে মিছিল বের করেন। সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল শিহাব নিজের ফেসবুকে ঝটিকা মিছিলটি লাইভ প্রচার করেন। পরে সন্ধ্যা সাতটা পর্যন্ত বেগমগঞ্জ থানার পুলিশ মিছিলে অংশগ্রহণকারী পাঁচজন নেতা-কর্মীকে আটক করে।

ফেসবুকে প্রচার করা ভিডিও পর্যবেক্ষণ করে এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেলে পৌনে চারটার দিকে উপজেলার চৌমুহনী রেলস্টেশন এলাকা থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি রেললাইনের পশ্চিম পাশের সড়ক দিয়ে রেলগেট হয়ে শহরের ব্যস্ততম ফেনী-চৌমুহনী মহাসড়কে ওঠে। মিছিলকারীদের হাতে ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা ব্যানার ছিল। ২৫ থেকে ৩০ জন কিশোর ও তরুণ মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি মহাসড়কের প্রায় ২০০ গজ অতিক্রম করে শহরের হাসান সড়কের মাথায় গিয়ে শেষ হয়।

জানতে চাইলে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের ঝটিকা মিছিলের বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান লিটন। প্রথম আলোকে তিনি বলেন, মিছিলকারীদের ধরতে অভিযান চলছে। তিনি নিজেই অভিযানে ব্যস্ত আছেন। এখন পর্যন্ত (সন্ধ্যা সাতটা) পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, সবাই চিহ্নিত। গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

সম্পর্কিত নিবন্ধ

  • নোয়াখালীর চৌমুহনীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৫