নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক তরুণ একটি পরিত্যক্ত খেতে ঘাস কাটতে গিয়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৫৫) মরদেহের সন্ধান পান। মহরদেহটি পচে বিকৃত হয়ে কঙ্কালে পরিণত হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। আজ বুধবার সন্ধ্যায় উপজেলার আমান উল্লাহপুর ইউনিয়নের কাঁচিহাটা এলাকার আশ্রয়ণ প্রকল্পের পূর্ব পাশের সড়কের পাশের একটি পরিত্যক্ত খেতের ভেতর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। এটি কয়েক সপ্তাহ আগের হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বেলা দেড়টার দিকে স্থানীয় এক তরুণ ঘাস কাটতে ওই খেতের দিকে যাওয়ার সময় ঘাসের ভেতর লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দেন। তখন আশপাশের মানুষ এগিয়ে এসে থানা-পুলিশকে খবর দেন। পরে বিকেলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। থানা থেকে বিষয়টি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) জানানো হয়। কুমিল্লা থেকে সিআইডির বিশেষ দল এলে আলামত সংগ্রহের পর সেটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান প্রথম আলোকে বলেন, উদ্ধার করা লাশটি একজন নারীর। শরীরের নষ্ট হয়ে যাওয়া পোশাক ও দুই হাতের চুড়ি দেখে প্রাথমিকভাবে সেটি নিশ্চিত হওয়া গেছে। ওই নারীর মাথার খুলি থেকে চুলগুলো আলাদা হয়ে ঝরে পড়েছে। চুলের রং সাদা। নারীর পরনে রাতের পোশাক (ম্যাক্সি) ছিল। বয়স ৫০ থেকে ৫৫ বছর হতে পারে। শরীরের সবকিছুই পচে গেছে। কেবল হাড়গুলো অবশিষ্ট আছে।

ওসি লিটন দেওয়ান বলেন, ওই নারী কীভাবে সেখানে গেলেন। কীভাবে তাঁর মৃত্যু হলো, কোনো প্রশ্নেরই জবাব তাঁদের কাছে নেই। আশপাশের এলাকায় খোঁজখবর দিয়ে ওই নারীর পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। সিআইডির একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এ বিষয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ওই ন র মরদ হ

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ