ভাটাগুলো অবৈধ। এর পরও চলছে ইট প্রস্তুতকরণের সব আয়োজন। শ্রমিকদের কেউ মাটি ভাঙছে, কেউ ইট তৈরি করছে। আবার কেউ ব্যস্ত চুল্লির আগুন জ্বালাতে। এ চিত্র চাঁপাইনবাবগঞ্জের নাচোলের সাথী ও খান ব্রিকসে। দেখে বোঝার উপায় নেই; সাত দিন আগেই এই ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।

১৬ এপ্রিল নাচোলে জেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় ৩টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। বায়ুদূষণ করার অপরাধে সাথী ব্রিকসকে ৩ লাখ টাকা, খান ভাটাকে ২ লাখ, আলিম ব্রিকসের মালিককে ২ লাখ টাকা জরিমানাসহ ভাটার কার্যক্রম বন্ধ রাখা হয়। অভিযানের দু’দিন পরই সাথী ও খান ব্রিকস চালু করা হয়েছে। 

ভাটা দুটির শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রশাসন কৌশলী অভিযান চালিয়েছে। অভিযানের সময় দুটি ভাটার মূল অংশ অক্ষত রাখা হয়। শুধু চিমনির পাশের সারি সারি সাজানো ইটগুলো ক্রেন দিয়ে এলোমেলো করা হয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়। প্রশাসনের এ সহায়তায় মালিকরা আবারও ভাটা সচল করতে পারছেন বলে জানা গেছে। 

সাথী ব্রিকসের ম্যানেজার জানান, অভিযানের সময় কোনো রকমে চিমনিগুলো রক্ষা করতে পেরেছি। চুল্লিতে আগুন দিয়ে মজুত রাখা ইট পোড়ানো হচ্ছে। এগুলো শেষ হলেই ভাটা বন্ধ রাখা হবে। একই কথা বলেন খান ভাটার মালিক। 

এ উপজেলার কাজলা গ্রামের মতিউর রহমান ও একরামুল বলেন, ৩টি ইটভাটায় ম্যাজিস্ট্রেট ও র‍্যাবের সহায়তায় পরিবেশ অধিদপ্তর অভিযান চালায়। তারা যাওয়ার পরদিনই সাথী ও খান ব্রিকস চালু হয়েছে। অবৈধ ভাটাগুলো আমাদের ফসল ও আমবাগানের ক্ষতি করছে। কাঠ পোড়ানোর ধোঁয়া ও ছাইয়ের কারণে বাড়িতে ভাত পর্যন্ত খেতে পারি না। 

কৌশলী অভিযানের এ চিত্র শুধু নাচোলে নয়; চাঁপাইনবাবগঞ্জ সদর, ভোলাহাট ও শিবগঞ্জ উপজেলারও। নাচোলে ৮টি ইটভাটা রয়েছে। কোনোটিরই পরিবেশ ছাড়পত্র নেই। শিবগঞ্জে ৩০টির বেশি অবৈধ ইটভাটা রয়েছে। গত ছয় মাসে সদর উপজেলায় ৬টি, শিবগঞ্জে ৪টি; ১৭ এপ্রিল ভোলাহাটে ৫টি ও নাচোলে ৩টি ভাটায় অভিযান চালিয়ে জরিমানার পর বন্ধের নোটিশ ধরিয়ে দেওয়া হয় মালিকপক্ষকে। কিছুদিন পরই শিবগঞ্জে ৩টি, সদরে ৪টি এবং নাচোলে ২টি ইটভাটা ফের সচল হয়েছে। প্রশ্ন উঠেছে– সম্পূর্ণ ধ্বংসের পর কীভাবে এত অল্প সময়ে ভাটাগুলো সচল হয়।

কাগজ-কলমে চাঁপাইনবাবগঞ্জে ১১৩টি ভাটার মধ্যে ৯৩টিই অবৈধ। গত ৮ মাসে অভিযান চালানো হয়েছে মাত্র ১৮টিতে। কাগজ-কলমের বাইরেও ২০টির বেশি ইটভাটা রয়েছে। সংশ্লিষ্টদের ম্যানেজ করে এসব ভাটা চালু করা হয়েছে। গত বছর সেপ্টেম্বর থেকে এ বছরের ১৫ এপ্রিল পর্যন্ত ১৭টি ইটভাটায় অভিযান চালিয়ে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে পরিবেশ অধিদপ্তর। এসব ভাটা থেকে জরিমানা আদায় হয়েছে ৪৬ লাখ ২০ হাজার টাকা। অভিযানের পর এসব ভাটা তদারকিতে দেখা যায়নি প্রশাসনের লোকজনকে। 

নাম প্রকাশে অনিচ্ছুক সদর উপজেলার এক ভাটার মালিক জানান, তাদের এলাকার ৪টি ভাটায় এক দিনেই অভিযান চালায়। জরিমানা করা হয় ২ লাখ টাকা। পরে প্রশাসনের পাঠানো তৃতীয় পক্ষের মাধ্যমে প্রত্যেক মালিক আরও ২ লাখ টাকা দেওয়া পর ভাটা চালুতে মৌন সম্মতি মেলে। অনেক মালিক অভিযানের ভয়ে আগেই ওই ব্যক্তিকে টাকা দিয়েছেন। তবে কোন অফিসের লোক এসে টাকা নিয়ে গেছে– জানতে চাইলে জবাব দেননি। 

অভিযোগ প্রসঙ্গে চাঁপাইনবাবগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু সাঈদ বলেন, অভিযানে কোনো কৌশল অবলম্বন করা হয়নি। ১৭টি ভাটাই সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে আবার কার্যক্রম চলছে, শুনলাম। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হবে। প্রশাসনের কেউ টাকা নিয়ে ভাটা চালুতে সহায়তা করেছে, এমন অভিযোগও সত্য নয়।

শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর রোড বাজার গ্রামের শাহিন আলি জানান, ঘটা করে দাদনচক এলাকার ২টি ভাটায় অভিযান চালানোর এক সপ্তাহ পর ভাটাগুলো আবার সচল হয়েছে। বিকল্পভাবে ইট পোড়ানো হচ্ছে।

সুশাসনের জন্য নাগরিক-সুজনের শিবগঞ্জ শাখার যুগ্ম সম্পাদক মামুন অর রশিদ জানান, জেলার সিংহভাগ ভাটা অবৈধভাবে চলছে। অভিযানও চলছে। অভিযানের ক’দিনের মাথায় আবার চালু হচ্ছে। তিনি প্রশ্ন রাখেন, শুষ্ক মৌসুমে ভাটাগুলো কাঠ পুড়িয়ে ইট প্রস্তুত করল দেদার। বর্ষা মৌসুমে এমনিতেই ভাটাগুলো বন্ধ হয়ে যাবে। তাহলে লোক দেখানো এসব অভিযানের মানে কী?

.

উৎস: Samakal

কীওয়ার্ড: চ প ইনব বগঞ জ প ইনব বগঞ জ ইটভ ট য় শ বগঞ জ উপজ ল র

এছাড়াও পড়ুন:

মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার

রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমান সময়ে অন্যতম করুণ মানবিক সংকট বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শুধু মুসলমান হওয়ার কারণেই রোহিঙ্গারা এই ভয়াবহ পরিস্থিতির শিকার।

গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজ।

সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। এ সময় মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন তিনি।

ইয়িলমাজ বলেন, তাঁদের প্রতিনিধিদল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

অধ্যাপক ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম করুণ মানবিক সংকট। তারা শুধু মুসলমান বলেই এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আট বছর ধরে আশ্রয়শিবিরে থাকায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়েছে। এই অবস্থা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।’

সম্পর্কিত নিবন্ধ