লালমনিরহাটের তিস্তা সেতুর টোল প্লাজায় হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গত বুধবার রাত ৯টার দিকে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রাজুর (২৪) নেতৃত্বে এই হামলা হয় বলে অভিযোগ। এতে যুবদলের বেশ কিছু কর্মী অংশ নিয়েছিলেন। 

এ ঘটনায় তিস্তা সড়ক সেতুর টোল আদায়কারী প্রতিষ্ঠান মেসার্স রানা কন্সট্রাকশনের মালিক নাজমুল আলম গতকাল বৃহস্পতিবার সদর থানায় মামলা করেছেন। তিনি রংপুর জেলা যুবদলের সভাপতি। এজাহারে রাজুকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৩টার দিকে রাজু ও তার সঙ্গে কিছু লোকজন মোটরসাইকেলে টোল প্লাজা এলাকায় আসেন। এ সময় টোল না দিয়ে গাড়ি পার করতে চাইলে কর্মচারীরা রাজি হয়নি। তখন কর্মচারীদের সঙ্গে রাজুর তর্ক হয়। রাত ৮টার দিকে রাজু ও তার লোকজন টোল এলাকায় এসে হামলা করে। কর্মচারীদের মারধর করে। চার থেকে পাঁচজন আহত হয়। টোল প্লাজার ক্যাশ বাক্স থেকে ১৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

এ ব্যাপারে লালমনিরহার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী জানান, প্রাথমিক তদন্তে ছিনতাই বা ডাকাতির প্রমাণ পাওয়া যায়নি। তবে মারামারির ঘটনা ঘটেছে। তদন্ত করে সবকিছু জানা যাবে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

নেহাল ফেরায় কাবিলার জন্য ভালো নাকি মন্দ হলো, কী বলছেন পলাশ

আসল নামটাই যেন তাঁর বদলে গেছে। ভক্তদের কাছে তিনি সাত বছর ধরে ‘কাবিলা’ নামে পরিচিত। যেখানেই যান, সবাই কাবিলা বলেই সম্বোধন করে। অনেক সময় এই অভিনেতার জিয়াউল হক পলাশ নামটিই আড়ালে পড়ে যায়। তবে পর্দার নামটিও তাঁর কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। এটাকে দর্শকদের উপহার হিসেবে নেন ‘ব্যাচেলর পয়েন্টের’ এই কাবিলা খ্যাত অভিনেতা।

হাবু, পাশা, রোকেয়া, বোরহান চরিত্রের মধ্যে আলাদা করে সাড়া জাগিয়েছেন কাবিলা। এই ধারাবাহিক পলাশকে জনপ্রিয়তা দেওয়ার অন্যতম কারণ তাঁর ভাষা নোয়াখালী অঞ্চলের। একই সঙ্গে গল্পে ব্যাচেলরদের জীবনের নানান চিত্র তুলে ধরার কারণে, এটি দর্শক পছন্দ করেন। সিরিজগুলোতে আলাদা করে আসে পলাশের চরিত্রের পরিসর, যা দর্শক বেশির ভাগ সময়ই গ্রহণ করেন। তারপরও এই অভিনেতাকে তেমন কোনো ধারাবাহিকে দেখা যায় না। এর কারণ কী?

অভিনেতা পলাশ। ছবি: ফেসবুক থেকে

সম্পর্কিত নিবন্ধ