রিয়াল–বার্সার ফাইনালে কেন তাকিয়ে ব্রাজিলও
Published: 25th, April 2025 GMT
গত মাসে দরিভাল জুনিয়র ছাঁটাই হওয়ার পর থেকে কোচহীন ব্রাজিল জাতীয় দল। সম্ভাব্য কোচ কে হবেন, তা নিয়ে অবশ্য বিশেষ কোনো নাটকীয়তা নেই। জোর গুঞ্জন, রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিই হতে যাচ্ছেন ব্রাজিলের নতুন কোচ।
আনচেলত্তির সঙ্গে নতুন করে ব্রাজিল দলের আলোচনা শুরু করার কথাও জানিয়েছে ইএসপিএন। রিয়ালের সঙ্গে আনচেলত্তির ২০২৬ সাল পর্যন্ত চুক্তি থাকলেও ব্রাজিলের আশা চলতি মৌসুম শেষেই তিনি রিয়াল ছাড়বেন এবং সেলেসাওদের দায়িত্ব নেবেন।
আনচেলত্তিকে পেতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) কর্তাদের চোখ থাকবে শনিবার কোপা দেল রের ফাইনালের দিকেও। সেই ম্যাচে বার্সেলোনার হারলে রিয়াল থেকে আনচেলত্তির বিদায় যে একরকম নিশ্চিত, সেটা ভালোই জানা আছে তাঁদের।
আরও পড়ুনবরখাস্ত হলে আনচেলত্তি ধন্যবাদই দেবেন রিয়ালকে১৭ এপ্রিল ২০২৫আনচেলত্তি অবশ্য জনসম্মুখে রিয়ালে থেকে যাওয়ার ইচ্ছের কথাই জানিয়েছেন। সম্প্রতি রিয়াল ছাড়া নিয়ে জানতে চাইলে অভিজ্ঞ এই কোচ বলেন, ‘বলার মতো কিছু নেই। মৌসুম শেষে আমরা বিষয়টা নিয়ে কথা বলব।’
বার্সার কাছে শিরোপা হাতছাড়া হলে ছাঁটাই হতে পারেন আনচেলত্তি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে