দিনাজপুরের হাকিমপুরে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) রাত ৯টার দিকে হিলি-বিরামপুর সড়কের বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের উত্তরে ব্রিজের পাশ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সিপি মুন্সীপাড়ার মৃত আকবর মুন্সীর ছেলে দুখু (২৯), ভুট্টু মুন্সির ছেলে সানি (২৩), মধ্য বাসুদেবপুরের সিরাজুল ইসলামের ছেলে সাজু (২৭), মৃত রহমত আলীর ছেলে জনি (২৮), ইদুল আলীর ছেলে বাপ্পী (২৮), রাজধানী মোড়ের মৃত আসার উদ্দিনের ছেলে আলম (৩২) ও আসার উদ্দিনের ছেলে বাবু (২৫)।

হাকিমপুর থানার ওসি (তদন্ত) এস এম জাহাঙ্গীর আলম বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে হিলি-বিরামপুর সড়কে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাতকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ছুরি, হাসুয়া, রড ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

আরো পড়ুন:

মায়ের বিরুদ্ধে দেড় বছরের শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ

ঝিনাইদহ সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক

ঢাকা/মোসলেম/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আটক

এছাড়াও পড়ুন:

বন্দরে ছিনতাইকারী সন্দেহে আটক ১ 

বন্দরে ছিনতাইকারী সন্দেহে মেহেদী হাসান (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক মেহেদী হাসান বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের আমিরাবাদ এলাকার আব্দুস সালাম মিয়ার ছেলে।

আটককৃতকে শনিবার (১ নভেম্বর) দুপুরে পুলিশ আইনের ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শুক্রবার (৩১ অক্টোবর)  রাতে বন্দর থানার উল্লেখিত এলাকা থেকে ওই যুবককে আটক করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গভীর রাতে রাস্তায় অযথা ঘুরাফেরা করার সময় থানার টহল পুলিশ ছিনতাইকারী সন্দেহে তাকে আটক করে। পরে যাচাই বাছাই পর আটককৃত যুবককে পুলিশ আইনের ৫৪ ধারায় তাকে আদালতে প্রেরণ করা হয়।  
 

সম্পর্কিত নিবন্ধ

  • বন্দরে ছিনতাইকারী সন্দেহে আটক ১