খুব বেশিদিন আগের কথা নয়, সকালে চা পান করার সময় হাতে পত্রিকা না পেলে অনেকের যেন দিনই শুরু হতো না। খবরের সেই আবেদন আগের মতোই রয়ে গেছে। শুধু ধরন পাল্টেছে। কাগজের পত্রিকার জায়গায় এসেছে স্ক্রিনে ভেসে ওটা সংবাদ। যাকে আমরা ‘অনলাইন পোর্টাল’ বা অনলাইন গণমাধ্যম বলি।

সংবাদের জন্য মানুষের দীর্ঘ অপেক্ষার দিন শেষ হয়েছে। অনলাইন গণমাধ্যমের কল্যাণে মুহূর্তের মধ্যেই বিভিন্ন সংবাদ এখন পাঠকের কাছে পৌঁছে যায়। ফলে অনলাইন গণমাধ্যমই হয়ে উঠেছে মানুষের ভরসাস্থল। কাগজে ছাপার জন্য সংবাদের একটি নির্দিষ্ট সময়সীমা ছিল। রাত ৮টার পরে যত গুরুত্বপ‍ূর্ণ সংবাদই হোক তা ছাপা যেতো না। কিন্তু অনলাইন গণমাধ্যম সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দিন রাত ২৪ ঘণ্টাই সংবাদ পরিবেশনে সক্ষম। যার কারণে পাঠক যেকোনো সময়ের সংবাদ মুহূর্তেই পেয়ে যান। বলা চলে, এখন তথ্য পাওয়ার গুরুত্বপূর্ণ উৎস হয়ে ওঠেছে অনলাইন পোর্টালগুলো।

এ কথা মানতেই হবে, অনলাইনে তাৎক্ষণিকভাবে সংবাদ বা তথ্য পাওয়ার সুযোগও যেমন সৃষ্টি হয়েছে, অপরদিকে ভুয়া তথ্য, অপতথ্য বা গুজব ছড়িয়ে পড়ার প্রবণতাও বৃদ্ধি পেয়েছে। তথ্যের চাপে বস্তুনিষ্ঠতা ও নির্ভুলতা বজায় রাখাও কঠিন হয়ে পড়ছে। তবে দেশে কিছু অনলাইন গণমাধ্যম নিজস্ব স্বকীয়তা ও বৈশিষ্ট্যের কারণে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পেরেছে। যে কারণে অন্তত কোনো সংবাদ বিশ্বাস করার জন্য সাধারণ পাঠক কিছু অনলাইন গণমাধ্যমের ওপর নির্ভর করে।

রাইজিংবিডি ডটকম পথচলার আজ ১২ বছর পূর্ণ হলো। এই এক যুগ ধরে রাইজিংবিডি বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে এবং পাঠকের আস্থা ধরে রাখতে পেরেছে। আমরা দৃঢ়ভাবে বলতে পারি, রাইজিংবিডি ডটকম একটি বিশ্বাসযোগ্য এবং নির্ভরশীল অনলাইন গণমাধ্যম। সকলের ভালবাসা ও অংশগ্রহণের জন্যই রাইজিংবিডি আজ এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। এটিই আমাদের প্রাপ্তি।

আট বছরের বেশি সময় ধরে আমি এই নির্ভরশীল অনলাইন গণমাধ্যমটির প্রধান প্রতিবেদকের দায়িত্ব পালন করছি। ফলে স্বাভাবিকভাবেই সংবাদের পাশাপাশি পেশাগত কারণেও বিভিন্ন পক্ষের সাথে আলোচনার টেবিলে বসার অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতা থেকেও বলতে পারি, রাইজিংবিডির মূল্যায়ন পেশাদার গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবেই করা হয়। এটি সম্ভব হয়েছে আমাদের সংবাদকর্মীদের পেশাদারি মনোভাব-আচরণ-কাজ, মালিকপক্ষের গণমাধ্যমবান্ধব আচরণ এবং সর্বোপরি বিশাল পাঠক শ্রেণীর আস্থার কারণে।

পাঠকরা আস্থা আনতে পেরেছেন যে, রাইজিংবিডি কারও পক্ষে নয়, দেশের পক্ষে এবং দশের কথা বলে। ইতিবাচক সংবাদের কথা বলে, ইতিবাচক পরিবর্তনের কথা বলে। প্রথম থেকেই সমাজ ও রাষ্ট্রের পক্ষে যা কিছু ভালো তার প্রতি সমর্থন রাইজিংবিডির একটি অনন্য বৈশিষ্ট্য।

২০১৩ সালের ২৬ এপ্রিল পথচলা শুরু করে রাইজিংবিডি। দীর্ঘ পথচলায় নিউজ পোর্টালটি এখন কোটি কোটি মানুষের প্রিয় সংবাদ মাধ্যম। আজ যুগপূর্তির এ মাহেন্দ্রক্ষণে দেশ-বিদেশে রাইজিংবিডি’র অগণিত পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভান্যুধায়ীদের প্রতি আমাদের শুভেচ্ছা ও অভিনন্দন। ‘পজিটিভ বাংলাদেশ’ এই স্লোগানে ইতিবাচক সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে পাঠকপ্রিয় নিউজপোর্টালটি অবিরাম দায়িত্ব পালন করে যাচ্ছে।

সারাবিশ্বের সর্বশেষ তথ্য যেমন থাকছে, তেমনি মানুষকে সচেতন করতেও সামাজিক দায়বদ্ধতায় কাজ করছে রাইজিংবিডি। আগামীর দিনগুলোতে পাঠকের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চায় রাইজিংবিডি। ১৩ তম বছরের শুরুর দিনে এটিই আমাদের অঙ্গীকার।

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র জন য আম দ র

এছাড়াও পড়ুন:

রাজশাহীতে আবার চালু হলো নিউজ পোর্টাল ‘পদ্মাটাইমস’

রাজশাহীভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘পদ্মাটাইমস টোয়েন্টিফোর ডটকম’-এর কার্যক্রম আবার চালু হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে পোর্টালটি সচল করা হয়।

গত ২১ জুলাই পোর্টালটি সাময়িকভাবে বন্ধ করে দেয় মালিকপক্ষ। তখন পদ্মাটাইমসের সম্পাদক এম বদরুল হাসান অভিযোগ করেছিলেন, জেলা বিএনপির কমিটি নিয়ে একটি সংবাদ প্রকাশের পর মালিকপক্ষের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে নিউজ পোর্টালের কার্যক্রম বন্ধ করা হয়েছে। যদিও বিএনপির পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।

আজ সকালে পোর্টালটির ফেসবুক পেজে সম্পাদক বদরুল হাসানের স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, অনিবার্য কারণে সাময়িকভাবে বন্ধ থাকা পদ্মাটাইমস টোয়েন্টিফোর ডটকম-এর কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশ-বিদেশের সম্মানিত পাঠক, শুভানুধ্যায়ী ও প্রশাসনের পরামর্শ ও সহযোগিতার ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। সাময়িক বিরতিতে সৃষ্ট অসুবিধার জন্য দুঃখিত এবং সবার ভালোবাসা কামনা করছি।’

এম বদরুল হাসান আজ সকালে বলেন, জেলা বিএনপি-সংক্রান্ত একটি সংবাদের জেরে মালিকপক্ষের ওপর চাপ সৃষ্টি হয়। এমনকি প্রকাশকের বাড়িতে গিয়ে ‘মব’ তৈরি করে হামলার চেষ্টাও করা হয়। বিষয়টি সেনাবাহিনীকেও জানানো হয়েছিল। এরপর মালিকপক্ষ পোর্টালটি বন্ধ করে দেয়। গতকাল বৃহস্পতিবার তাঁরা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। কমিশনার ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটার আশ্বাস দেন। এতে মালিকপক্ষ আশ্বস্ত হয়ে পোর্টালটি আবার চালু করেছে।

আরও পড়ুনরাজশাহীতে বন্ধ হলো নিউজ পোর্টাল পদ্মাটাইমস, চাপের কথা জানালেন সম্পাদক২১ জুলাই ২০২৫

২০১৭ সালের ১ জানুয়ারি যাত্রা শুরু করে পদ্মাটাইমস। ২০২২ সালের ২১ জুলাই এটি সরকার থেকে নিবন্ধন পায়। পোর্টালটির প্রকাশক মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম (বেন্টু)। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন তাঁর ওপর হামলা হয়। এর পর থেকে তিনি পলাতক। ২০২২ সালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আজিজুল আলম। পরে তাঁকে সাংগঠনিক সম্পাদক করা হলেও রাজনীতিতে সক্রিয় ছিলেন না।

সম্পর্কিত নিবন্ধ

  • রাজশাহীতে আবার চালু হলো নিউজ পোর্টাল ‘পদ্মাটাইমস’